peoplepill id: tenpai-gyeltsen
TG
2 views today
7 views this week
Tenpai Gyeltsen

Tenpai Gyeltsen

The basics

Quick Facts

Gender
Male
Religion(s):
Birth
Death
Age
54 years
Positions
Shechen Rabjam
The details (from wikipedia)

Biography

ব্স্তান-পা'ই-র্গ্যাল-ম্ত্শান (ওয়াইলি: bstan pa'i rgyal mtshan) (১৬৫০-১৭০৪) তিব্বতী বৌদ্ধধর্মের র্ন্যিং-মা ধর্মসম্প্রদায়ের প্রথম ঝে-ছেন-রাব-'ব্যাম্স (ওয়াইলি: zhe chen rab 'byams) উপাধিধারী বৌদ্ধ অবতারী লামা ছিলেন।

সংক্ষিপ্ত জীবনী

ব্স্তান-পা'ই-র্গ্যাল-ম্ত্শান ১৬৫০ খ্রিষ্টাব্দে তিব্বতের দ্বু-রু (ওয়াইলি: dbu ru) নামক স্থানে একটি স্দে-পা-ম্থোন-পো (ওয়াইলি: sde pa mthon po) নামে একটি অভিজাত ও শক্তিশালী পরিবারগোষ্ঠীতে জন্মগ্রহণ করেন। তেরো বছর বয়সে তিনি বাড়ি থেকে পালিয়ে সা-স্ক্যা ধর্মসম্প্রদায়ের 'ব্রাস-য়ুল-স্ক্যেদ-ত্শাল (ওয়াইলি: 'bras yul skyed tshal) বৌদ্ধবিহারে শিক্ষালাভের উদ্দেশ্যে ভর্তি হন। পরবর্তীকালে তিনি দ্পাল-'খোর-ছোস-স্দে (ওয়াইলি: dpal 'khor chos sde), র্তা-নাগ-থুব-ব্স্তান-গ্লিং (ওয়াইলি: rta nag thub bstan gling), গ্সের-ম্দোগ-চান (ওয়াইলি: gser mdog can) প্রভৃতি সা-স্ক্যা ধর্মসম্প্রদায়ের বিভিন্ন বৌদ্ধবিহারে শিক্ষালাভ করেন। এছাড়া তিনি সে-রা, দ্রেপুং, দ্গা-ল্দান নামক দ্গে-লুগ্স সম্প্রদায়ের তিন প্রধান বিহার বিশ্ববিদ্যালয়ে এবং গ্যুতে ও গ্যুমো তন্ত্র মহাবিদ্যালয়ে তন্ত্র শিক্ষালাভ করেন। তিনি প্রমাণশাস্ত্রের ওপর একজন পণ্ডিত ছিলেন। পরবর্তীকালে তিনি পঞ্চম দলাই লামা ও তার সহায়ক 'জাম-দ্ব্যাংস-গ্রাগ্স-পার (ওয়াইলি: 'jam dbyangs grags pa) নিকট শিক্ষালাভ করেন। এই সময় তিনি পে-মা-রিগ-'দ্জিন (ওয়াইলি: pe ma rig 'dzin) নামক র্ন্যিং-মা ধর্মসম্প্রদায়ের প্রথম র্দ্জোগ্স-ছেন-গ্রুব-দ্বাং উপাধিধারী বৌদ্ধ লামার সংস্পর্শে এসে তার অন্যতম প্রধান শিষ্যে পরিণত হন এবং অতিযোগ তত্ত্বের ওপর ব্যুৎপত্তি অর্জন করেন। ১৬৮৫ খ্রিষ্টাব্দে স্দে-দ্গে রাজ্যের সায়ত্রিশতম রাজা সাংস-র্গ্যাস-ব্স্তান-পার (ওয়াইলি: sangs rgyas bstan pa) পৃষ্ঠপোষকতায় পে-মা-রিগ-'দ্জিন খাম্স অঞ্চলের রু-দাম-স্ক্যিদ-খ্রাম (ওয়াইলি: ru dam skyid khram) উপত্যকায় ও-র্গ্যান-ব্সাম-গ্তান-ছোস-গ্লিং (ওয়াইলি: o rgyan bsam gtan chos gling) বৌদ্ধবিহার স্থাপন করলে তিনি তাকে সাহায্য করেন। ১৬৯০ খ্রিষ্টাব্দে তিনি ঝে-ছেন-দ্গোন-ও-র্গ্যান-ছোস-দ্জোং (ওয়াইলি: zhe chen dgon o rgyan chos dzong) বৌদ্ধবিহার স্থাপন করেন। পরবর্তীকালে স্দে-দ্গে রাজ্যের রাজা তাকে খ্রা-শোদ-স্পোম-ব্রাগ (ওয়াইলি: khra shod spom brag) বৌদ্ধবিহারের দায়িত্ব প্রধান করেন কিন্তু এই বিহারের ভিক্ষুদের সঙ্গে মনোমালিন্যের জন্য তিনি এই বিহার ছেড়ে চলে যান। পে-মা-রিগ-'দ্জিনের মৃত্যুর পর তিনি এবং নাম-ম্খা'-'ওদ-গ্সাল (ওয়াইলি: nam mkha' 'od gsal) নামক এক লামা 'গ্যুর-মেদ-থেগ-ম্ছোগ-ব্স্তান-'দ্জিন (ওয়াইলি: 'gyur med theg mchog bstan 'dzin) নামক এক শিশুকে পরবর্তী র্দ্জোগ্স-ছেন-গ্রুব-দ্বাং উপাধিধারী অবতারী লামা হিসেবে চিহ্নিত করেন।

তথ্যসূত্র

পূর্বসূরী
---
ব্স্তান-পা'ই-র্গ্যাল-ম্ত্শান
প্রথম ঝে-ছেন-রাব-'ব্যাম্স
উত্তরসূরী
'গ্যুর-মেদ-কুন-ব্জাং-র্নাম-র্গ্যাল
The contents of this page are sourced from Wikipedia article. The contents are available under the CC BY-SA 4.0 license.
Lists
Tenpai Gyeltsen is in following lists
comments so far.
Comments
From our partners
Sponsored
Credits
References and sources
Tenpai Gyeltsen
arrow-left arrow-right instagram whatsapp myspace quora soundcloud spotify tumblr vk website youtube pandora tunein iheart itunes