Sanggye Peljor
Quick Facts
Biography
গ্রুব-থোব-সাংস-র্গ্যাস-দ্পাল-'ব্যোর (ওয়াইলি: grub thob sangs rgyas dpal 'byor) (১৪৪৯-১৫২৩) তিব্বতী বৌদ্ধধর্মের দ্গে-লুগ্স ধর্মসম্প্রদায়ের প্রথম ল্চাগ্স-রা-স্প্রুল-স্কু (ওয়াইলি: lcags ra sprul sku) উপাধিধারী বৌদ্ধ লামা ছিলেন।
সংক্ষিপ্ত পরিচিতি
গ্রুব-থোব-সাংস-র্গ্যাস-দ্পাল-'ব্যোর ১৪৪৯ খ্রিষ্টাব্দে জন্মগ্রহণ করেন। তিনি 'ফাগ্স-পা-ব্দে-ছেন-র্দো-র্জে (ওয়াইলি: 'phags pa bde chen rdo rje) নামক প্রথম 'ফাগ্স-পা-ল্হা (ওয়াইলি: 'phags pa lha) উপাধিধারী বিখ্যাত বৌদ্ধ লামার ভ্রাতুষ্পুত্র ও অন্যতম প্রধান শিষ্য ছিলেন। 'ফাগ্স-পা-ব্দে-ছেন-র্দো-র্জে প্রতিষ্ঠিত ল্হো-ছোস-খ্রি-থাং (ওয়াইলি: lho chos khri thang) বৌদ্ধবিহারে তিনি 'ফাগ্স-পা-ব্দে-ছেন-র্দো-র্জের তাম্রমূর্তি নির্মাণ করান। এভহাড়াও তিনি 'ফাগ্স-পা-ব্দে-ছেন-র্দো-র্জে প্রতিষ্ঠিত ফান-ব্দে (ওয়াইলি: phan bde) বৌদ্ধবিহারে 'ফাগ্স-পা-ব্দে-ছেন-র্দো-র্জের চিত্র একশত আটিটি থাংকায় অঙ্কন করান। এছাড়াও তিনি 'ফাগ্স-পা-ব্দে-ছেন-র্দো-র্জে প্রতিষ্ঠিত ব্ক্রা-শিস-ছোস-লুং (ওয়াইলি: bkra shis chos lung) বৌদ্ধবিহারে বেশ কিছু মূর্তি নির্মাণ করান।
তথ্যসূত্র
পূর্বসূরী --- | গ্রুব-থোব-সাংস-র্গ্যাস-দ্পাল-'ব্যোর প্রথম ল্চাগ্স-রা-স্প্রুল-স্কু | উত্তরসূরী ছোস-র্জে-ঙ্গাগ-দ্বাং |