Mahmud Koli
Quick Facts
Biography
মাহমুদ কলি একজন বাংলাদেশী অভিনেতা। তিনি বাংলাদেশী চলচ্চিত্রেরআশি ও নব্বই দশকের একজন জনপ্রিয় চলচ্চিত্র অভিনেতা।
ব্যক্তিগত জীবন
মাহমুদ কলি ১৯৫৬ সালের ৭ এপ্রিল ঢাকাতে জন্মগ্রহণ করেন।পৈত্রিক নিবাস ফেনী জেলাতে কিন্তু তিনি বেড়ে উঠেন ঢাকাতে।
অভিনেতা মাহমুদ কলি হচ্ছেন বাংলাদেশের স্বনামধন্য চিত্রনির্মাতা আজিজুর রহমান বুলির ছোট ভাই। মূলত ভাই এর সহায়তায় এবং নিজের অভিনয় পারদর্শিতার মাধ্যমে বাংলাদেশ চলচ্চিত্রে প্রবেশ করেন।
অভিনয় জীবন
মাহমুদ কলি চলচ্চিত্রে পা রাখেন মাস্তান চলচ্চিত্রের মাধ্যমে। তিনি এই চলচ্চিত্রেসহ- অভিনেতার ভুমিকায় ছিলেন। তিনি১৯৭৮ সালে অশোক ঘোষ নির্মিততুফানচলচ্চিত্রেমূল নায়কেরভুমিকায় অভিনয় করেন। মাহমুদ কলি প্রায় ৫০টির মত চলচ্চিত্তে অভিনয় করেছেন। মাহমুদ কলি অভিনীত ছবির মধ্যে উল্লেখযোগ্য মতিমহল, তুফান, বাদল, নওজোয়ান,শ্বশুর বাড়ি, নবাবজাদী, টক্কর, হিম্মতওয়ালী, গোলমাল, নাগমহল, নিশানা, ধনীগরীব প্রভৃতি।
মাহমুদ কলি বর্তমানে টিভি নাটক নির্মাণ নিয়ে ব্যস্ত আছেন। ১৯৯৭ সালেতিনি প্রথমএকটি ধারাবাহিক নাটক নাটক নির্মাণ করেন তাহাদের কথা। বর্তমানে তিনি আলোকিত আঙ্গিনা নামক ধারাবাহিক নাটক নির্মাণ করছেন।
তিনি দুই মেয়াদে সাধারণ সম্পাদক এর এবং দুই মেয়াদে বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির সভাপতির দায়িত্ব পালন করেন।
চলচ্চিত্রের তালিকা
চলচ্চিত্র | পরিচালক | সহশিল্পী | নোট | |||
---|---|---|---|---|---|---|
মাস্তান | অশোক ঘোষ | সুচরিতা | ||||
তুফান | অশোক ঘোষ | সুচরিতা | ||||
সমস্যা | অশোক ঘোষ | ববিতা | ||||
নেপালি মেয়ে | আজিজুর রহমান বুলি | ববিতা | ||||
দয়া মায়া | শওকত জামিল | নূতন | ||||
দেশ বিদেশ | আজিজুর রহমান বুলি | শাবানা | ||||
গৃহ বিবাদ | ছটকু আহমেদ | নূতন | ||||
সবার উপরে | শওকত জামিল | দেবশ্রী রায় | ||||
অবহেলা | সাইফুল আজম কাশেম | জিনাত | ||||
আপন ঘর | মোস্তফা আনোয়ার | নূতন | ||||
শ্বশুরবাড়ী | আজিজুর রহমান বুলি | ববিতা /দিতি | ||||
নওজোয়ান | অশোক ঘোষ | ববিতা | ||||
বাদল | অশোক ঘোষ | শাবানা | ||||
নবাবজাদী | অশোক ঘোষ | ববিতা | ||||
লাভ ইন সিঙ্গাপুর | আজিজুর রহমান বুলি | ববিতা | ||||
টক্কর | অশোক ঘোষ | অলিভিয়া/রোজিনা | ||||
হিম্মতওয়ালী | অশোক ঘোষ | শাবানা | ||||
জিদ্দি | তমিজ উদ্দিন রিজভী | অঞ্জনা | ||||
মতিমহল | অশোক ঘোষ | কল্পনা | ||||
রক্তের বন্দী | শহিদুল ইসলাম খোকন | অঞ্জু ঘোষ | ||||
গোলমাল | মালেক আফসারি | অঞ্জু ঘোষ | ||||
নাগমহল | মতিউর রহমান পানু | রোজিনা | ||||
নিশানা | অশোক ঘোষ | জুলিয়া | ||||
মা-বাপ | নূর মোহাম্মদ মণি | রোজিনা | ||||
খামোশ | আল মাসুদ | ফারজানা ববি | ||||
তুফান মেইল | এম এ মালেক | রোজিনা | ||||
শত্রু | শাহজাহান চৌধুরী | সুচরিতা | ||||
রাস্তার রাজা | মালেক আফসারি | রোজিনা /অলিভিয়া | ||||
সুপারস্টার | আবিদ হাসান বাদল | অঞ্জনা | ||||
বাহাদুর নওজোয়ান | ইবনে মিজান | অঞ্জু ঘোষ | ||||
ধনী গরিব | মালেক আফসারি | রোজিনা | ||||
মহান | আলমগীর কুমকুম | শাবানা/অঞ্জনা | ||||
হিরো | রায়হান মুজিব | |||||
বিবাদ | শহীদুল আমিন | অঞ্জু ঘোষ | ||||
বাপের বেটা | আজিজুর রহমান বুলি | অঞ্জনা | ||||
গ্রেফতার | আবিদ হাসান বাদল | অঞ্জনা | ||||
খেলার সাথী | মিলন চৌধুরী | অঞ্জু ঘোষ | ||||
সংসার সীমান্তে | তারিক মাহমুদ | সুচরিতা | ||||
আমার সংসার | অশোক ঘোষ | সুনেত্রা | ||||
পাহাড়ী ফুল | জালাল উদ্দীন রুমী | নূতন | ||||
সতীপুত্র আব্দুল্লাহ | আফতাব খান টুলু | রোজিনা | ||||
রাণী চৌধুরাণী | নূর মোহাম্মদ মণি | অঞ্জু ঘোষ | ||||
কারণ | মমতাজ আলী | ববিতা | ||||
সন্দেহ | হোসাইন আনোয়ার | চম্পা | ||||
নাচে নাগিন | দেলোয়ার জাহান ঝন্টু | সুনেত্রা | ||||
প্রমাণ | এম এম সরকার | রানী | ||||
নির্দয় | শফিউল আজম | রোজিনা | ||||
ভাবীর সংসার | দেলোয়ার জাহান ঝন্টু | সুনেত্রা | ||||
মুক্তার মালা | নূর মোহাম্মদ মণি | অঞ্জু ঘোষ | ||||
বিধান | হাসমত | রোজিনা/সুনেত্রা | ||||
রাণী আমার নাম | আবু মুসা দেবু | অঞ্জু ঘোষ | ||||
শত্রুতা | মোতালেব হোসেন | রানী | ||||
মহা গ্যান্জাম | আবুল হোসেন খোকন | ববিতা | ||||
মনের আগুন | আহমেদ কামাল | দিতি | ||||
মায়া মমতা | ছটকু আহমেদ | রানী | ||||
দুশমনি | মোঃ মোতাহার | অলিভিয়া | ||||
বেদেনীর প্রেম | তমিজ উদ্দিন রিজভী | জিনাত | ||||
বিজলি তুফান | দেলোয়ার জাহান ঝন্টু | |||||
আবার একটি যুদ্ধ | বাদল খন্দকার |