peoplepill id: mahmud-koli
MK
Bangladesh
5 views today
8 views this week
Mahmud Koli
Bangladeshi actor

Mahmud Koli

The basics

Quick Facts

Intro
Bangladeshi actor
Gender
Male
The details (from wikipedia)

Biography

মাহমুদ কলি একজন বাংলাদেশী অভিনেতা। তিনি বাংলাদেশী চলচ্চিত্রেরআশি ও নব্বই দশকের একজন জনপ্রিয় চলচ্চিত্র অভিনেতা।

ব্যক্তিগত জীবন

মাহমুদ কলি ১৯৫৬ সালের ৭ এপ্রিল ঢাকাতে জন্মগ্রহণ করেন।পৈত্রিক নিবাস ফেনী জেলাতে কিন্তু তিনি বেড়ে উঠেন ঢাকাতে।


অভিনেতা মাহমুদ কলি হচ্ছেন বাংলাদেশের স্বনামধন্য চিত্রনির্মাতা আজিজুর রহমান বুলির ছোট ভাই। মূলত ভাই এর সহায়তায় এবং নিজের অভিনয় পারদর্শিতার মাধ্যমে বাংলাদেশ চলচ্চিত্রে প্রবেশ করেন।

অভিনয় জীবন

মাহমুদ কলি চলচ্চিত্রে পা রাখেন মাস্তান চলচ্চিত্রের মাধ্যমে। তিনি এই চলচ্চিত্রেসহ- অভিনেতার ভুমিকায় ছিলেন। তিনি১৯৭৮ সালে অশোক ঘোষ নির্মিততুফানচলচ্চিত্রেমূল নায়কেরভুমিকায় অভিনয় করেন। মাহমুদ কলি প্রায় ৫০টির মত চলচ্চিত্তে অভিনয় করেছেন। মাহমুদ কলি অভিনীত ছবির মধ্যে উল্লেখযোগ্য মতিমহল, তুফান, বাদল, নওজোয়ান,শ্বশুর বাড়ি, নবাবজাদী, টক্কর, হিম্মতওয়ালী, গোলমাল, নাগমহল, নিশানা, ধনীগরীব প্রভৃতি।

মাহমুদ কলি বর্তমানে টিভি নাটক নির্মাণ নিয়ে ব্যস্ত আছেন। ১৯৯৭ সালেতিনি প্রথমএকটি ধারাবাহিক নাটক নাটক নির্মাণ করেন তাহাদের কথা। বর্তমানে তিনি আলোকিত আঙ্গিনা নামক ধারাবাহিক নাটক নির্মাণ করছেন।

তিনি দুই মেয়াদে সাধারণ সম্পাদক এর এবং দুই মেয়াদে বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির সভাপতির দায়িত্ব পালন করেন।

চলচ্চিত্রের তালিকা

চলচ্চিত্রপরিচালকসহশিল্পীনোট
মাস্তানঅশোক ঘোষসুচরিতা
তুফানঅশোক ঘোষসুচরিতা
সমস্যাঅশোক ঘোষববিতা
নেপালি মেয়েআজিজুর রহমান বুলিববিতা
দয়া মায়াশওকত জামিলনূতন
দেশ বিদেশআজিজুর রহমান বুলিশাবানা
গৃহ বিবাদছটকু আহমেদনূতন
সবার উপরেশওকত জামিলদেবশ্রী রায়
অবহেলাসাইফুল আজম কাশেমজিনাত
আপন ঘরমোস্তফা আনোয়ারনূতন
শ্বশুরবাড়ীআজিজুর রহমান বুলিববিতা /দিতি
নওজোয়ানঅশোক ঘোষববিতা
বাদলঅশোক ঘোষশাবানা
নবাবজাদীঅশোক ঘোষববিতা
লাভ ইন সিঙ্গাপুরআজিজুর রহমান বুলিববিতা
টক্করঅশোক ঘোষঅলিভিয়া/রোজিনা
হিম্মতওয়ালীঅশোক ঘোষশাবানা
জিদ্দিতমিজ উদ্দিন রিজভীঅঞ্জনা
মতিমহলঅশোক ঘোষকল্পনা
রক্তের বন্দীশহিদুল ইসলাম খোকনঅঞ্জু ঘোষ
গোলমালমালেক আফসারিঅঞ্জু ঘোষ
নাগমহলমতিউর রহমান পানুরোজিনা
নিশানাঅশোক ঘোষজুলিয়া
মা-বাপনূর মোহাম্মদ মণিরোজিনা
খামোশআল মাসুদফারজানা ববি
তুফান মেইলএম এ মালেকরোজিনা
শত্রুশাহজাহান চৌধুরীসুচরিতা
রাস্তার রাজামালেক আফসারিরোজিনা /অলিভিয়া
সুপারস্টারআবিদ হাসান বাদলঅঞ্জনা
বাহাদুর নওজোয়ানইবনে মিজানঅঞ্জু ঘোষ
ধনী গরিবমালেক আফসারিরোজিনা
মহানআলমগীর কুমকুমশাবানা/অঞ্জনা
হিরোরায়হান মুজিব
বিবাদশহীদুল আমিনঅঞ্জু ঘোষ
বাপের বেটাআজিজুর রহমান বুলিঅঞ্জনা
গ্রেফতারআবিদ হাসান বাদলঅঞ্জনা
খেলার সাথীমিলন চৌধুরীঅঞ্জু ঘোষ
সংসার সীমান্তেতারিক মাহমুদসুচরিতা
আমার সংসারঅশোক ঘোষসুনেত্রা
পাহাড়ী ফুলজালাল উদ্দীন রুমীনূতন
সতীপুত্র আব্দুল্লাহআফতাব খান টুলুরোজিনা
রাণী চৌধুরাণীনূর মোহাম্মদ মণিঅঞ্জু ঘোষ
কারণমমতাজ আলীববিতা
সন্দেহহোসাইন আনোয়ারচম্পা
নাচে নাগিনদেলোয়ার জাহান ঝন্টুসুনেত্রা
প্রমাণএম এম সরকাররানী
নির্দয়শফিউল আজমরোজিনা
ভাবীর সংসারদেলোয়ার জাহান ঝন্টুসুনেত্রা
মুক্তার মালানূর মোহাম্মদ মণিঅঞ্জু ঘোষ
বিধানহাসমতরোজিনা/সুনেত্রা
রাণী আমার নামআবু মুসা দেবুঅঞ্জু ঘোষ
শত্রুতামোতালেব হোসেনরানী
মহা গ্যান্জামআবুল হোসেন খোকনববিতা
মনের আগুনআহমেদ কামালদিতি
মায়া মমতাছটকু আহমেদরানী
দুশমনিমোঃ মোতাহারঅলিভিয়া
বেদেনীর প্রেমতমিজ উদ্দিন রিজভীজিনাত
বিজলি তুফানদেলোয়ার জাহান ঝন্টু
আবার একটি যুদ্ধবাদল খন্দকার

তথ্যসূত্র

বহিঃসংযোগ

The contents of this page are sourced from Wikipedia article. The contents are available under the CC BY-SA 4.0 license.
Lists
Mahmud Koli is in following lists
comments so far.
Comments
From our partners
Sponsored
Credits
References and sources
Mahmud Koli
arrow-left arrow-right instagram whatsapp myspace quora soundcloud spotify tumblr vk website youtube pandora tunein iheart itunes