Lobsang Lhündrub
Quick Facts
Biography
ব্লো-ব্জাং-ল্হুন-গ্রুব (তিব্বতি: བློ་བཟང་ལྷུན་གྲུབ, ওয়াইলি: blo bzang lhun grub) (১৭৮২-১৮৪৭) তিব্বতী বৌদ্ধধর্মের দ্গে-লুগ্স ধর্মসম্প্রদায়ের দ্গা'-ল্দান বৌদ্ধবিহারের চুয়াত্তরতম দ্গা'-ল্দান-খ্রি-পা বা প্রধান ছিলেন।
সংক্ষিপ্ত জীবনী
ব্লো-ব্জাং-ল্হুন-গ্রুব ১৭৮২ খ্রিষ্টাব্দে তিব্বতের র্গ্যাল-রোং-ত্শা-খো-ম্ছোগ-র্ত্সে (ওয়াইলি: rgyal rong tsha kho mchog rtse) নামক স্থানে জন্মগ্রহণ করেন। তার পিতার নাম ছিল দ্কা'-থুব (ওয়াইলি: dka' thub) এবং ক্লু-স্মান (ওয়াইলি: klu sman)। জন্মের পর তার নাম রাখা হয় দ্কা'-থুব-'বুম (ওয়াইলি: dka' thub 'bum)। প্রথম জীবনে তিনি ত্শাং-গ্নাস (ওয়াইলি: tshang gnas) নামক একটি বৌদ্ধবিহারে র্ন্যিং-মা ও বোন ধর্মের শিক্ষাগ্রহণ করেন। তার পিতার সঙ্গে বোন-লোগ-স্তো-বু-দোন-গ্রুব (ওয়াইলি: bon log sto bu don grub) নামক এক ব্যক্তির সঙ্গে কোন বিষয়ে বিবাদের কারণে তার পিতাকে তা-রো-র্দো-র্জে-র্গ্যাল (ওয়াইলি: tA ro rdo rje rgyal) নামক স্থানীয় শাসক গ্রেপ্তার করলে তিনি বিহারের শিক্ষা ছেড়ে দিয়ে পরিচারকের কাজ নিতে বাধ্য হন। ষোল বছর বয়সে সে-রা বৌদ্ধবিহার বিশ্ববিদ্যালয়ে শিক্ষালাভের উদ্দেশ্যে ভর্তি হন এবং এই বিহারে ম্খান-জুর-ব্লো-ব্জাং-থুব্স-র্জে (ওয়াইলি: mkhan zur blo bzang thubs rje) নামক এক বৌদ্ধ ভিক্ষু তাকে শিক্ষার্থীর শপথ প্রদান করেন। এই সময় র্গ্যাল-রোং-ব্জোদ-পা-ল্হুন-গ্রুব (ওয়াইলি: rgyal rong bzod pa lhun grub) এবং গ্রাগ্স-পা-ম্খাস-গ্রুব (ওয়াইলি: grags pa mkhas grub) নামক দুই বৌদ্ধ ভিক্ষু তার উল্লেখযোগ্য শিক্ষক ছিলেন। ১৮০২ খ্রিষ্টাব্দে অষ্টম দলাই লামা তাকে ভিক্ষুর শপথ প্রদান করেন। ১৮৩০ খ্রিষ্টাব্দে তিনি গ্যুমে তন্ত্র মহাবিদ্যালয় এবং ১৮৩৭ খ্রিষ্টাব্দে দ্গা'-ল্দান বৌদ্ধবিহারের ব্যাং-র্ত্সে (ওয়াইলি: byang rtse) মহাবিদ্যালয়ের প্রধানের দায়িত্ব লাভ করেন। ১৮৪৩ খ্রিষ্টাব্দে তিনি দ্গা'-ল্দান বৌদ্ধবিহারের চুয়াত্তরতম প্রধান হিসেবে নির্বাচিত হন এবং পাঁচ বছর এই পদে থাকেন। এই সময় তিনি একাদশ দলাই লামার শিক্ষক হিসেবে নিযুক্ত হন।
তথ্যসূত্র
- ↑ Chhosphel, Samten (ফেব্রুয়ারি ২০১১)। "The Seventy-Fourth Ganden Tripa, Lobzang Lhundrub"। The Treasury of Lives: Biographies of Himalayan Religious Masters। সংগ্রহের তারিখ ২০১৪-০৭-২৫।
পূর্বসূরী ঙ্গাগ-দ্বাং-'জাম-দ্পাল-ত্শুল-খ্রিম্স-র্গ্যা-ম্ত্শো | ব্লো-ব্জাং-ল্হুন-গ্রুব চুয়াত্তরতম দ্গা'-ল্দান-খ্রি-পা | উত্তরসূরী ঙ্গাগ-দ্বাং-লুং-র্তোগ্স-য়োন-তান-র্গ্যা-ম্ত্শো |