peoplepill id: kunga-pelzang
KP
4 views today
5 views this week
The basics

Quick Facts

Gender
Male
Birth
Death
Age
82 years
The details (from wikipedia)

Biography

কুন-দ্গা'-দ্পাল-ব্জাং(ওয়াইলি: kun dga' dpal bzang) (১৫১৩-১৫৯৩) জো-নাং বৌদ্ধবিহারের পঁচিশতম প্রধান ছিলেন।

প্রথম জীবন

কুন-দ্গা'-দ্পাল-ব্জাং ১৫১৩ খ্রিষ্টাব্দে মুস্তাং অঞ্চলের রাজধানী গ্লো-স্মোন-থাং (ওয়াইলি: glo smon thang) শহরে জন্মগ্রহণ করেন। কৈশোরে দ্রুং-পা-ছোস-র্জে-কুন-দ্গা'-ম্ছোগ-গ্রুব (ওয়াইলি: drung pa chos rje kun dga' mchog grub) নামক সা-স্ক্যা ধর্মসম্প্রদায়ের এক পণ্ডিতের নিকট তিনি শিক্ষার্থীর শপথ গ্রহণ করেন। ১৫৩১ খ্রিষ্টাব্দে তিনি উত্তর-পূর্ব দিকে তিব্বত যাত্রা করেন। তিনি ল্চাং-লুং-ছোস-স্দিংস (ওয়াইলি: lcang lung chos sdings) নামক বৌদ্ধবিহারে গ্ঝোন-নু-ছোস-গ্রুব (ওয়াইলি: gzhon nu chos grub) নামক পণ্ডিতের নিকট মার্গফল সম্বন্ধে অধ্যয়ন করেন। ছোস-'খোর-র্ত্সে (ওয়াইলি: chos 'khor rtse) নামক স্থানে পান-ছেন-র্দো-র্জে-র্গ্যাল-ম্ত্শান (ওয়াইলি: paN chen rdo rje rgyal mtshan) নামক জো-নাং সম্প্রদায়ের এক পণ্ডিতের নিকট মার্গফল ও কালচক্র সম্বন্ধে অধ্যয়ন করেন। মধ্য তিব্বতের গ্সের-ম্দোগ-চান (ওয়াইলি: gser mdog can) নামক বৌদ্ধবিহারে তিনি অভিধর্ম সম্বন্ধে শিক্ষা লাভ করেন।

পরবর্তী জীবন

১৫৩৮ খ্রিষ্টাব্দে তিনি মুস্তাং ফিরে এলে, কুন-দ্গা'-গ্রোল-ম্ছোগ নামক পণ্ডিত তাকে মার্গফল, হেবজ্র তন্ত্র অ নিগুমার ছয় যোগ স্মবন্ধে শিক্ষাদান করেন। এরপর তিনি ফুন-ত্শোগ্স-ব্সাম-গ্তান-গ্লিং (ওয়াইলি: phun tshogs bsam gtan gling) নামক বৌদ্ধবিহারের প্রধান নির্বাচিত হন। কিছু সময় পর তিনি কুন-দ্গা'-গ্রোল-ম্ছোগের সঙ্গে পুনরায় তিব্বত যাত্রা করেন। পরে তিনি মুস্তাং ফিরে এলে থুব-ব্স্তান-দার-র্গ্যাস-গ্লিং (ওয়াইলি: thub bstan dar rgyas gling) নামক বৌদ্ধবিহারের প্রধান নির্বচিত হন। ১৫৬৬ খ্রিষ্টাব্দে তিনি জো-নাং বৌদ্ধবিহারের পঁচিশতম প্রধান হিসেবে নির্বাচিত হন। ১৫৭০ খ্রিষ্টাব্দে তিনি এই বিহারের 'দু-খাং (ওয়াইলি: 'du khang) ভবন এবং গ্ত্সুগ-লাগ-খাং (ওয়াইলি: gtsug lag khang) মন্দিরের ব্যাপক সংস্কার করেন। স্প্রুল-স্কু-স্মান-থাং-পা-স্কু-ম্দুন-ব্লো-ব্জাং-পা (ওয়াইলি: sprul sku sman thang pa sku mdun blo bzang pa), র্গোদ-খুংস-ব্সোদ-দ্পাল-বা (ওয়াইলি: rgod khungs bsod dpal ba) এবং স্নার-থাং-পা-ত্শে-রিং-'ফেল (ওয়াইলি: snar thang pa tshe ring 'phel) নামক ভিক্ষুরা এই বিহারের চিত্রশিল্পগুলির সংস্কার করেন। কুন-দ্গা'-দ্পাল-ব্জাংয়ের সর্বাপেক্ষা উল্লেখযোগ্য শিষ্য ছিলেন তারানাথ।

তথ্যসূত্র

পূর্বসূরী
কুন-দ্গা'-গ্রোল-ম্ছোগ
কুন-দ্গা'-দ্পাল-ব্জাং
জো-নাং বৌদ্ধবিহারের পঁচিশতম প্রধান
উত্তরসূরী
তারানাথ
The contents of this page are sourced from Wikipedia article. The contents are available under the CC BY-SA 4.0 license.
Lists
Kunga Pelzang is in following lists
comments so far.
Comments
From our partners
Sponsored
Credits
References and sources
Kunga Pelzang
arrow-left arrow-right instagram whatsapp myspace quora soundcloud spotify tumblr vk website youtube pandora tunein iheart itunes