Jigme Chokyi Wangchuk
Quick Facts
Biography
'জিগ্স-মেদ-ছোস-ক্যি-দ্বাং-ফ্যুগ (ওয়াইলি: 'jigs med chos kyi dbang phyug) (১৮৪২-১৯১৩) তিব্বতী বৌদ্ধধর্মের দ্গে-লুগ্স ধর্মসম্প্রদায়ের সপ্তম র্গ্যা-রা-স্প্রুল-স্কু (ওয়াইলি: rgya ra sprul sku) উপাধিধারী বৌদ্ধ লামা ছিলেন।
সংক্ষিপ্ত জীবনী
'জিগ্স-মেদ-ছোস-ক্যি-দ্বাং-ফ্যুগ ১৮৪২ খ্রিষ্টাব্দে তিব্বতের চামদো অঞ্চলের ল্হু-ফা-নাং (ওয়াইলি: lhu pha nang) নামক স্থানে জন্মগ্রহণ করেন। ব্লো-ব্জাং-'জিগ্স-মেদ-দ্পাল-ল্দান-ব্স্তান-পা'ই-ন্যি-মা (ওয়াইলি: blo bzang 'jigs med dpal ldan bstan pa'i nyi ma) নামক অষ্টম 'ফাগ্স-পা-ল্হা (ওয়াইলি: 'phags pa lha) উপাধিধারী বৌদ্ধ লামা তাকে ব্লো-ব্জাং-ছোস-'ফেল (ওয়াইলি: blo bzang chos 'phel) নামক ষষ্ঠ র্গ্যা-রা-স্প্রুল-স্কু (ওয়াইলি: rgya ra sprul sku) উপাধিধারী লামার পুনর্জন্ম রূপে চিহ্নিত করেন। তার উল্লেখযোগ্য শিক্ষক ছিলেন ব্লো-ব্জাং-দোন-গ্রুব-র্গ্যা-ম্ত্শো (ওয়াইলি: blo bzang don grub rgya mtsho) নামক পঞ্চম ঝি-বা-ল্হা (ওয়াইলি: zhi ba lha) এবং ঙ্গাগ-দ্বাং-দ্পাল-ল্দান-র্গ্যাল-ম্ত্শান-ছোস-ক্যি-দ্বাং-ফ্যুগ (ওয়াইলি: ngag dbang dpal ldan rgyal mtshan chos kyi dbang phyug) নামক সপ্তম ল্চাগ্স-রা-স্প্রুল-স্কু (ওয়াইলি: lcags ra sprul sku)। তিনি দ্রেপুং বৌদ্ধবিহার বিশ্ববিদ্যালয়ে শিক্ষালাভ শেষ করে তিনি গ্রু-গু-থাং-স্গ্রুব-স্দে (ওয়াইলি: gru gu thang sgrub sde) বৌদ্ধবিহারের প্রধানের দায়িত্ব লাভ করেন। তার অন্যতম প্রধান শিষ্য ছিলেন ব্লো-ব্জাং-থুব-ব্স্তান-মি-ফাম-ত্শুল-খ্রিম্স-র্গ্যাল-ম্ত্শান (ওয়াইলি: blo bzang thub bstan mi pham tshul khrim rgyal mtshan) নামক দশম 'ফাগ্স-পা-ল্হা।
তথ্যসূত্র
পূর্বসূরী ব্লো-ব্জাং-ছোস-'ফেল | 'জিগ্স-মেদ-ছোস-ক্যি-দ্বাং-ফ্যুগ সপ্তম র্গ্যা-রা-স্প্রুল-স্কু | উত্তরসূরী ব্লো-ব্জাং-ব্স্তান-'দ্জিন-ছোস-ক্যি-দ্বাং-ফ্যুগ |