Sumit Sengupta
Quick Facts
Biography
সুমিত সেনগুপ্ত একজন বাংলাদেশী অভিনেতা। তিনি বাংলা সিনেমা ও নাটকে মূলত অভিনয় করেন। তিনি মহুয়া সুন্দরী (২০১৫-এর চলচ্চিত্র) ও পদ্মার প্রেম চলচ্চিত্রের জন্য পরিচিত। অনিকেত আলম পরিচালিত শেষ নায়ক চলচ্চিত্রের মাধ্যমে অভিষেক হয়। তবে তার মুক্তিপ্রাপ্ত প্রথম চলচ্চিত্র সেদিন বৃষ্টি ছিল।
ব্যক্তিগত জীবন
তার বাড়ি কুড়িগ্রাম জেলায়। ২০২০ সালের১৬ ফেব্রুয়ারি তিনি মডেল নীলাঞ্জনা ঘোষকে বিয়ে করেন।
কর্মজীবন
তিনি ২০১২ সালে মোবাইল অপারেটর বিজ্ঞাপনে কাজ করেন। এভাবে তিনি শোবিজে পথ চলতে শুরু করেন । বড় পর্দার পাশাপাশি তিনি ছোট পর্দায় নাটকেও অভিনয় করেছেন। পরিচালক অনিকেত আলমের শেষ নায়ক সিনেমায় অভিনয় করার মাধ্যমে তার বড় পর্দায় অভিষেক হয়। কিন্তু তার মুক্তি পাওয়া প্রথম চলচ্চিত্র সেদিন বৃষ্টি ছিল। তিনি তাসনুভা তিশার সাথে ‘বিশুদ্ধ ভালোবাসা’ নামেএকটি মিউজিক ভিডিও তে অভিনয় করেন।
তার অভিনয় করা সিনেমাগুলো হল ‘সেদিন বৃষ্টি ছিল’,‘মিয়া বিবি রাজি’,‘মাতাল’,‘পাগলের মতো ভালোবাসি’, ‘মহুয়া সুন্দরী (২০১৫)’, পদ্মার প্রেম, মিশন এক্সট্রিম ইত্যাদি।
চলচ্চিত্র
বছর | চলচ্চিত্র | চরিত্র | সহ-শিল্পী | পরিচালক | মন্তব্য |
---|---|---|---|---|---|
টিবিএ | শেষ নায়ক | সামির খান | আলিশা প্রধান, আলমগীর, চম্পা | অনিকেত আলম | অভিষিক্ত অপ্রকাশিত চলচ্চিত্র |
বন্ধন | আন্না, রেবেকা | সুজন বড়ুয়া | |||
২০২৩ | লাল শাড়ি | অপু বিশ্বাস | বন্ধন বিশ্বাস | ||
ব্ল্যাক ওয়ার | শহীদ | আরিফিন শুভ, ঐশী, তাসকিন রহমান | সানী সানোয়ার, ফয়সাল আহমেদ | মিশন এক্সট্রিমের দ্বিতীয় কিস্তি | |
২০২২ | দামাল | গোলরক্ষক মনি | শরিফুল রাজ, বিদ্যা সিনহা সাহা মীম, সিয়াম আহমেদ | রায়হান রাফি | বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের চলচ্চিত্র |
ছায়াবৃক্ষ | |||||
২০২১ | পদ্মাপুরাণ | প্রসূন আজাদ, শম্পা রেজা | রাশিদ পলাশ | ||
পাগলের মতো ভালোবাসি | অধরা খান, সাদেক বাচ্চু | শাহীন সুমন লাবলু | অধরা খান অভিষিক্ত চলচ্চিত্র | ||
মিশন এক্সট্রিম | শহীদ | আরিফিন শুভ, জান্নাতুল ফেরদৌস ঐশী, তাসকিন রহমান | ফয়সাল আহমেদ | জান্নাতুল ফেরদৌস ঐশী অভিষিক্ত চলচ্চিত্র | |
২০১৯ | পদ্মার প্রেম | মাঝির ছেলে | আইরিন সুলতানা , সাদেক বাচ্চু, আইরিন সুলতানা, জয়ন্ত চট্টোপাধ্যায় | হারুন-উজ-জামান | একসঙ্গে বাংলা, ওড়িয়া ও ভোজপুরি ভাষায় নির্মিত। |
২০১৭ | যে গল্পে ভালোবাসা নেই | তানহা মৌমাছি, মিশা সওদাগর | রয়েল | ||
২০১৬ | মিয়া বিবি রাজি | রাজু | মিশা সওদাগর, সাদেক বাচ্চু, ওমর সানি | শাহীন | |
২০১৫ | মহুয়া সুন্দরী | জীবন | পরীমনি, মামুনুর রশীদ, সাদেক বাচ্চু, সুচরিতা | রওশন আরা নীপা | |
২০১৪ | জিরো থেকে টপ হিরো | অমিত হাসান, ওমর সানি | শহীন - সুমন | ||
সেদিন বৃষ্টি ছিল | রত্না, অভি, সুব্রত, রেবেকা | অভিষিক্ত চলচ্চিত্র |
তথ্যসূত্র
বহিঃসংযোগ
- ইন্টারনেট মুভি ডেটাবেজে সুমিত সেনগুপ্ত (ইংরেজি)
- বাংলা মুভি ডেটাবেজে সুমিত সেনগুপ্ত
- ফেসবুকে সুমিত সেনগুপ্ত
- ইন্সটাগ্রামে সুমিত সেনগুপ্ত