Sherab Puntsok
Quick Facts
Biography
শেস-রাব-ফুন-ত্শোগ্স (ওয়াইলি: shes rab phun tshogs) (১৫৬৬-১৬৩২) তিব্বতী বৌদ্ধধর্মের দ্গে-লুগ্স ধর্মসম্প্রদায়ের প্রথম র্গ্যা-রা-স্প্রুল-স্কু (ওয়াইলি: rgya ra sprul sku) উপাধিধারী বৌদ্ধ লামা ছিলেন।
সংক্ষিপ্ত জীবনী
শেস-রাব-ফুন-ত্শোগ্স ১৫৬৬ খ্রিষ্টাব্দে তিব্বতের খ্যুং-পো-স্তা-শদ-কা-না (ওয়াইলি: khyung po sta shod ka na) নামক স্থানে জন্মগ্রহণ করেন। শেস-রাব-দ্বাং-পো (ওয়াইলি: shes rab dbang po) নামক ছাব-ম্দো-ছোস-'খোর-ব্যাম্স-পা-গ্লিং বৌদ্ধবিহারের ({{bo|w=chab mdo chos 'khor byams pa gling) দশম প্রধান, ছোস-ক্যি-র্গ্যাল-পো (ওয়াইলি: chos kyi rgyal po) নামক চতুর্থ 'ফাগ্স-পা-ল্হা (ওয়াইলি: 'phags pa lha), ব্রাগ-গ্র্যাব-গ্রাগ্স-পা-র্গ্যাল-ম্ত্শান (ওয়াইলি: brag gyab grags pa rgyal mtshan) তার উল্লেখযোগ্য শিক্ষক ছিলেন। ১৬২২ খ্রিষ্টাব্দে তিনি গ্রু-গু-থাং-স্গ্রুব-স্দে (ওয়াইলি: gru gu thang sgrub sde) বৌদ্ধবিহার স্থাপন করেন।
তথ্যসূত্র
পূর্বসূরী --- | শেস-রাব-ফুন-ত্শোগ্স প্রথম র্গ্যা-রা-স্প্রুল-স্কু | উত্তরসূরী দ্কোন-ম্ছোগ-ব্স্তান-'দ্জিন |