Sanggye Tendzin
Quick Facts
Biography
সাংস-র্গ্যাস-ব্স্তান-'দ্জিন (ওয়াইলি: sangs rgyas bstan 'dzin) (১৬৬৭-১৬৯৩) তিব্বতের ঙ্গোর-এ-বাম-ছোস-ল্দান বৌদ্ধবিহারের ছাব্বিশতম প্রধান বা ঙ্গোর-ছেন ছিলেন।
সংক্ষিপ্ত জীবনী
সাংস-র্গ্যাস-ব্স্তান-'দ্জিনের পিতার নাম ছিল ঝাব্স-দ্রুং-স্রি-থার (ওয়াইলি: habs drung sri thar) এবং মাতার নাম ছিল পে-মা-ল্হা-লেগ্স (ওয়াইলি: pe ma lha legs)। ঙ্গোর-এ-বাম-ছোস-ল্দান বৌদ্ধবিহারে সাংস-র্গ্যাস-ফুন-ত্শোগ্স (ওয়াইলি: sangs rgyas phun tshogs) নামক পঁচিশতম ঙ্গোর-ছেন তাকে দীক্ষা দেন। তার অন্যান্য উল্লেখযোগ্য শিক্ষক ছিলেন 'জাম-ম্গোন-দ্পাল-ম্ছোগ-র্গ্যাল-ম্ত্শান নামক বাইশতম ঙ্গোর-ছেন, 'জাম-দ্ব্যাংস-নাম-ম্খা'-দ্পাল-ব্জাং নামক তেইশতম ঙ্গোর-ছেন ও ল্হুন-গ্রুব-দ্পাল-ল্দান (ওয়াইলি: lhun grub dpal ldan) নামক চব্বিশতম ঙ্গোর-ছেন প্রভৃতি। ১৬৮৯ খ্রিষ্টাব্দে তিনি ঙ্গোর-এ-বাম-ছোস-ল্দান বৌদ্ধবিহারের ছাব্বিশতম প্রধান হিসেবে নির্বাচিত হন।