Sanggye Jungne
Quick Facts
Biography
সাংস-র্গ্যাস-'ব্যুং-গ্নাস (ওয়াইলি: sangs rgyas 'byung gnas) (১৫৪৩-১৬২০) তিব্বতী বৌদ্ধধর্মের দ্গে-লুগ্স ধর্মসম্প্রদায়ের দ্বিতীয় ঝি-বা-ল্হা (ওয়াইলি: zhi ba lha) উপাধিধারী বৌদ্ধ লামা ছিলেন। তিনি তিব্বতের খাম্স অঞ্চলে অবস্থিত ছাব-ম্দো-ছোস-'খোর-ব্যাম্স-পা-গ্লিং বৌদ্ধবিহারের (ওয়াইলি: chab mdo chos 'khor byams pa gling) পঞ্চদশ প্রধান ছিলেন।
সংক্ষিপ্ত জীবনী
সাংস-র্গ্যাস-'ব্যুং-গ্নাস ১৫৪৩ খ্রিষ্টাব্দে তিব্বতের কোংপো অঞ্চলের ম্থা'-স্তাগ (ওয়াইলি: mtha' stag) নামক স্থানে জন্মগ্রহণ করেন। তার পিতা সাংস-র্গ্যাস-দোন-গ্রুব (ওয়াইলি: sangs ryas don grub) ছিলেন সাংস-র্গ্যাস-দ্পাল (ওয়াইলি: sangs rgyas dpal) নামক দ্বিতীয় 'ফাগ্স-পা-ল্হা (ওয়াইলি: 'phags pa lha) উপাধিধারী বৌদ্ধ লামার ভাই। সাংস-র্গ্যাস-দ্পাল ভ্রাতুষ্পুত্র সাংস-র্গ্যাস-'ব্যুং-গ্নাসকে প্রথম ঝি-বা-ল্হা (ওয়াইলি: zhi ba lha) উপাধিধারী বৌদ্ধ লামা দ্পাল-ল্দান-ম্ছোগ-গ্রুবের (ওয়াইলি: dpal ldan mchog grub) পুনর্জন্ম রূপে চিহ্নিত করেন ও তাকে শিক্ষা প্রদান করেন। তিনি শাক্য র্গ্যাল-ম্ত্শান (ওয়াইলি: shA kya rgyal mtshan) নামক ফান-ব্দে (ওয়াইলি: phan bde) বৌদ্ধবিহারের প্রধানের নিকট থেকেও শিক্ষালাভ করেন এবং এই বিহারের পরবর্তী প্রধানের দায়িত্ব গ্রহণ করেন। এই সময় তার উল্লেখযগ্য শিষ্য ছিলেন ম্থোং-বা-দোন-ল্দান (ওয়াইলি: mthong ba don ldan) নামক তৃতীয় 'ফাগ্স-পা-ল্হা উপাধিধারী বৌদ্ধ লামা। ১৬০৪ খ্রিষ্টাব্দে তিনি ছাব-ম্দো-ছোস-'খোর-ব্যাম্স-পা-গ্লিং বৌদ্ধবিহারের (ওয়াইলি: chab mdo chos 'khor byams pa gling) পঞ্চদশ প্রধানের দায়িত্ব গ্রহণ করেন ও সতেরো বছর এই পদে থাকেন। এই সময় তার উল্লেখযগ্য শিষ্য ছিলেন ছোস-ক্যি-র্গ্যাল-পো (ওয়াইলি: chos kyi rgyal po) নামক চতুর্থ 'ফাগ্স-পা-ল্হা উপাধিধারী বৌদ্ধ লামা।
তথ্যসূত্র
পূর্বসূরী দ্পাল-ল্দান-ম্ছোগ-গ্রুব | সাংস-র্গ্যাস-'ব্যুং-গ্নাস দ্বিতীয় ঝি-বা-ল্হা | উত্তরসূরী ঝি-বা-ব্জাং-পো |
পূর্বসূরী ম্থোং-বা-দোন-ল্দান | সাংস-র্গ্যাস-'ব্যুং-গ্নাস ছাব-ম্দো-ছোস-'খোর-ব্যাম্স-পা-গ্লিং বৌদ্ধবিহারের পঞ্চদশ প্রধান | উত্তরসূরী ছোস-ক্যি-র্গ্যাল-পো |