Rinchen Öser
Quick Facts
Biography
রিন-ছেন-'ওদ-জের (তিব্বতি: རིན་ཆེན་འོད་ཟེར, ওয়াইলি: rin chen 'od zer) (১৪৫৩-১৫৪০) তিব্বতী বৌদ্ধধর্মের দ্গে-লুগ্স ধর্মসম্প্রদায়ের দ্গা'-ল্দান বৌদ্ধবিহারের চতুর্দশ দ্গা'-ল্দান-খ্রি-পা বা প্রধান ছিলেন।
সংক্ষিপ্ত জীবনী
রিন-ছেন-'ওদ-জের ১৪৫৩ খ্রিষ্টাব্দে মধ্য তিব্বতের দ্বুস অঞ্চলের ঝিং-ব্জাং নামক স্থানে জন্মগ্রহণ করেন। কম বয়সে তিনি দ্রেপুং বৌদ্ধবিহারে শিক্ষার্থী হিসেবে শপথ নেন। তিনি ত্শুল-খ্রিম্স-ব্জাং-পো (ওয়াইলি: tshul khrims bzang po) নামক তন্ত্রসাধক এবং দশম দ্গা'-ল্দান-খ্রি-পা য়ে-শেস-ব্জাং-পোর নিকট শিক্ষা গ্রহণ করেন। তিনি দ্রুং-গ্ঝিম্স-ছেন-পা (ওয়াইলি: drung gzims chen pa) নামক বৌদ্ধ ভিক্ষুর নিকট ভিক্ষুর শপথ গ্রহণ করেন। ১৫০৮ খ্রিষ্টাব্দে তিনি ব্স্তান-র্ত্সিস-গ্সাল-বা'ই-স্গ্রোন-মে (ওয়াইলি: bstan rtsis gsal wa'i sgron me) নামক পূর্বতন বৌদ্ধ পন্ডিতদের কালপঞ্জী বিষয়ক একটি গ্রন্থ রচনা করেন। ১৫২২ খ্রিষ্টাব্দে দ্গা'-ল্দান বৌদ্ধবিহারের চতুর্দশ দ্গা'-ল্দান-খ্রি-পা হিসেবে তিনি মনোনীত হন। এই সময় তিনি ঐ বৌদ্ধবিহারের অমিতাভ বুদ্ধের একটি স্বর্ণমূর্তি নির্মাণ করেন।
তথ্যসূত্র
- ↑ Chhosphel, Samten (সেপ্টেম্বর ২০১০)। "The Fourteenth Ganden Tripa, Rinchen Ozer"। The Treasury of Lives: Biographies of Himalayan Religious Masters। সংগ্রহের তারিখ ২০১৪-০৪-০২।
পূর্বসূরী ছোস-ক্যি-ব্শেস-গ্ন্যেন | রিন-ছেন-'ওদ-জের চতুর্দশ দ্গা'-ল্দান-খ্রি-পা | উত্তরসূরী পান-ছেন-ব্সোদ-নাম্স-গ্রাগ্স-পা |