Rasiklal Das
Quick Facts
Biography
রসিকলাল দাস (ইংরেজি: Rasiklal Das) (১৮৯৯ - ৩ আগস্ট, ১৯৬৭) ছিলেন ভারতীয় উপমহাদেশের ব্রিটিশ বিরোধী স্বাধীনতা আন্দোলনের একজন অন্যতম ব্যক্তিত্ব এবং অগ্নিযুগের বিপ্লবী।
জন্ম, শৈশব ও শিক্ষা
রসিকলাল দাসের জন্ম খুলনা জেলার দিঘলিয়া উপজেলার ফরমাইশখানা-সেনহাটিতে। তার পিতার নাম রামচন্দ্র দাস। স্কুলের ছাত্রাবস্থায় গুপ্ত বিপ্লবী দলের সংস্পর্শে এসে সেবাকার্যে বর্তী হন। শৈশবে তার গ্রামের প্রখ্যাত বিপ্লবী অতুল সেন, অনুজাচরণ সেন, রতিকান্ত দত্ত ও সত্যাশ্রমের কিরণচন্দ্র মুখোপাধ্যায় প্রমুখের সংস্পর্শ পেয়েছেন। ১৯১৮ সনে প্রবেশিকা এবং ১৯২০ সনে আই.এ. পাশ করে বি.এ. ক্লাসে ভর্তি হন।
বিপ্লবী ও কর্মজীবন
বি.এ. পাঠরত অবস্থায় অসহযোগ আন্দোলনের সমর্থনে কলেজ ত্যাগ করে পুরনো বিপ্লবীদের সঙ্গে দৌলতপুর সত্যাশ্রমে যোগ দেন। প্রথম মহাযুদ্ধের সময় বাঘা যতীনের মৃত্যু ও অন্যান্যদের গ্রেপ্তারের পর বিপ্লবের প্রস্তুতি ও সংগঠনের কাজ করেন। প্রবুদ্ধ সমিতি স্থাপনের মাধ্যমে স্কুল-কলেজের ছাত্রদের পাঠাগার স্থাপন ও সমাজসেবার দ্বারা কর্মী সংগঠনের চেষ্টা করেন। খ্যাতি ও প্রাপ্তির আশা না রেখে যেসব বিপ্লবী আত্মত্যাগের মহত দৃষ্টান্ত রেখেছেন তিনি তাদের একজন।