peoplepill id: rahim-shah
Children's Literature in Bangladesh
Rahim Shah
The basics
Quick Facts
Intro
Children's Literature in Bangladesh
Places
is
Work field
Gender
Male
Place of birth
Chittagong, Bangladesh
Star sign
Age
65 years
Education
University of Chittagong
Awards
Bangla Academy Literary Award
The details (from wikipedia)
Biography
রহীম শাহ বাংলাদেশী শিশু সাহিত্যক ও বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার প্রাপ্ত।
শৈশব ও পড়ালেখা
১৯৫৯ সালের ৩ অক্টোবর চট্টগ্রামের পশ্চিম বাকলিয়ায় জন্মগ্রহণ করেন তিনি। চট্টগ্রামের চন্দনাইশ উপজেলারকে এম আবদুস শুকুর এবং সৈয়দা রিজিয়া বেগমের ৫ম সন্তান রহীম শাহ। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় পড়ালেখা করেছেন।
কর্মজীবন
পরিবেশবিষয়ক বেসরকারি সংস্থা শাপলা দোয়েল ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক এবং এনসিসি (নেচার কনজারভেশন কমিটি)-এর ভাইস প্রেসিডেন্ট। প্রধানত শিশু-কিশোর সাহিত্যের লেখক। ১৯৭০ সাল থেকে লেখালেখির শুরু। বাংলাদেশের প্রায় প্রতিটি পত্রপত্রিকার নিয়মিত লেখক। এছাড়া সাংবাদিকতা ও করেছেন কিছুকাল।
সাহিত্যকর্ম
গল্প ও উপন্যাস
- আগুন ডানার পাখি
- বুনো হাঁসের অভিযান
- অ্যাডভেঞ্চার হিমছড়ি*
- চার খঞ্জনার গল্প,
- বাচ্চা হাতির কাণ্ড,
- দত্যি ও জেলেবউ,
- চুমকি ও তার বন্ধুরা,
- খুকি ও কাঠবেড়ালি,
- দোয়েল
অনুবাদ ও রূপকথা
- আগামী দিনের রহস্য,
- অন্যরকম রাজকুমারী,
- জেলে ও সোনার মাছ,
- টমের অ্যাডভেঞ্চার,
- পিপপি গেল অভিযানে,
- পৃথিবীর শেষ মানুষটির সঙ্গে,
- রাজকুমারী সিন্ডারেলা,
- ঘুমপাড়ানি গল্প,
- ঘুমতাড়ানি গল্প,
- নাকটা টেনে বাঁশি (অ্যাডওয়ার্ড লিয়রের ছড়া),
- রাশিয়ার রূপকথা
কবিতা ও ছড়া
- লড়াই লাগার ঘণ্টা,
- রাতের কপালে জোনাকির টিপ,
- সবার আগে কুসুম বাগে,
- পাখির ছড়া পাখির পড়া,
- মজার পড়া পশুর ছড়া,
- মজার পড়া পাখির ছড়া,
- দশ দশে ১০০,
- স্বপ্ন নিয়ে খেলা,
- পশুদের নিয়ে ছড়া,
- আনন্দ রে আনন্দ,
- উড়–ক ছড়া পাখির ডানায়,
- দুধ মাখা ভাত কাকে খায়,
- আগাডুম ছড়া বাগাডুম ছড়া,
- মজার পড়া ১০০ ছড়া,
- গ্রাম-বাংলার ছড়া,
- নির্বাচিত কিশোর কবিতা,
- নির্বাচিত ১০০ ছড়া,
- ছড়াসমগ্র
জীবনী
- ছোটদের মোহম্মদ নাসিরউদ্দীন
বিজ্ঞান
- পৃথিবীর জন্মকথা,
- বেজি বাঘ বানরেরা,
- মানুষ করল আকাশ জয়,
- পাখির জন্য ভালোবাসা,
- জ্যোতির্বিদ্যা,
- বিপন্ন প্রাণীর খোঁজে,
- বাংলার পাখি ও বন্য পরিবেশ,
- আকাশ যখন হাতের মুঠোয়,
- বাংলার পাখি
- ঘুরে আসি প্রাণিরাজ্যে
- জীবজন্তুর জীবনযাপন
সংকলন
- সব রকম লেখা,
- নির্বাচিত পঞ্চাশ,
- কিশোরসমগ্র (ছোটদের অনুবাদ সংকলন),
- কিশোর অমনিবাস
সম্পাদনা
- মুক্তিযুদ্ধ : পঁচিশ বছর,
- পঁচাত্তরের সেইদিন,
- বাংলাদেশের বাছাই কিশোর কবিতা,
- ছোটদের আনন্দ বার্ষিকী ‘আকাশকুসুম’,
- বঙ্গবন্ধুকে নিবেদিত ১০১ কিশোর রচনা
পুরস্কার
- বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার (২০১৯)
- অগ্রণী ব্যাংক শিশুসাহিত্য পুরস্কার
- কবি আবু জাফর ওবায়দুল্লাহ স্মৃতি শিশুসাহিত্য পুরস্কার
- অতীশ দীপঙ্কর শ্রীজ্ঞান স্বর্ণপদক
- জসীমউদ্দীন স্মৃতি পুরস্কার,
- শিশুকিশোর নাট্যম শিশুসাহিত্য পুরস্কার,
- চন্দ্রাবতী একাডেমি শিশুসাহিত্য সম্মাননা।
তথ্যসূত্র
- ↑ "বাংলা-একাডেমি-সাহিত্য-পুরস্কার-২০১৯-ঘোষণা"। সংগ্রহের তারিখ ২৩ জানুয়ারি ২০২০।
- ↑ "বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার পাচ্ছেন যাঁরা"। সংগ্রহের তারিখ ২৩ জানুয়ারি ২০২০।
The contents of this page are sourced from Wikipedia article.
The contents are available under the CC BY-SA 4.0 license.
Lists
Rahim Shah is in following lists
By work and/or country
comments so far.
Comments
Credits
References and sources
Rahim Shah