Prabas Jeeban Choudhury
Quick Facts
Biography
'প্রবাসজীবন চৌধুরী (১৩ মার্চ ১৯১৬ - ৪ মে ১৯৬১) একজন পদার্থ বিজ্ঞান ও দর্শনের অধ্যাপক ও সৌন্দর্যতত্ত্ব বিশারদ।
জন্ম ও শিক্ষাজীবন
প্রবাসজীবন চৌধুরীর জন্ম পশ্চিমবঙ্গের হাওড়া জেলার সাঁতরাগাছিতে। পিতা চিকিৎসক ডাঃ এম এল চৌধুরী। ১৯৩৯ খ্রিস্টাব্দে তিনি পাটনা বিশ্ববিদ্যালয় থেকে পদার্থবিদ্যায় এম.এসসি ও কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে ১৯৪৩ খ্রিস্টাব্দে ইংরাজী সাহিত্যে ও ১৯৪৪ খ্রিস্টাব্দে দর্শন শাস্ত্রে কৃতিত্বের সাথে এম.এ পাশ করেন। তিনি ১৯৪৬ খ্রিস্টাব্দ হতে ১৯৫২ খ্রিস্টাব্দের মধ্যে কলকাতা বিশ্ববিদ্যালয় হতে প্রেমচাঁদ রায়চাঁদ বৃত্তি, স্যার আশুতোষ সুবর্ণপদক, গ্রিফিথ পুরস্কার, মোয়াট পদক ও ডি.ফিল উপাধি লাভ করেন।
কর্মজীবন
১৯৪৪ খ্রিস্টাব্দে শিলংয়ের সেন্ট অ্যান্টনি কলেজে অধ্যাপনা দিয়ে কর্মজীবন শুরু করেন। পাঞ্জাবের একটি কলেজেও কিছু দিন পড়ান। পরে বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ে যোগ দিয়ে পদার্থবিদ্যা, দর্শন ও ইংরাজী সাহিত্য পড়াতেন। ১৯৫৩ খ্রিস্টাব্দে কলকাতার প্রেসিডেন্সি কলেজে দর্শন বিভাগের প্রধানরূপে নিযুক্ত হন। ১৯৫৯ -৬০ খ্রিস্টাব্দে তিনি কর্নেল বিশ্ববিদ্যালয়ের 'ভিজিটিং ফেলো' এবং দক্ষিণ ক্যালিফোর্নিয়া বিশ্ববিদ্যালয়ে পরিদর্শক অধ্যাপক হিসাবে কাজ করেন। ১৯৬০ খ্রিস্টাব্দে এথেন্স শহরে অনুষ্ঠিত চতুর্থ আন্তর্জাতিক সৌন্দর্যতত্ত্ব (এসথেটিক্স) কংগ্রেসের ভাইস চেয়ারম্যান নির্বাচিত হন। কৃতবিদ্যা প্রবাসজীবন বিজ্ঞান ও দর্শনের মধ্যে একটা যোগসূত্র স্থাপনের চেষ্টা করেছিলেন। তার দর্শন, বিজ্ঞান এবং সৌন্দর্যতত্ত্ব বিষয়ক প্রবন্ধাবলী দেশবিদেশের বহু বিখ্যাত পত্র পত্রিকায় প্রকাশিত হয়েছে। ১৯৬৭ খ্রিস্টাব্দে তার রবীন্দ্রচর্চা সম্বন্ধীয় ইংরাজীতে রচিত Tagore on Literature and Aesthetics (সাহিত্য ও নান্দনিকতায় ঠাকুর) গ্রন্থটির জন্য পশ্চিমবঙ্গ বাংলা আকাদেমি , পশ্চিমবঙ্গ সরকার প্রবর্তিত রবীন্দ্র পুরস্কার প্রদান করে।
রচনাসম্ভার
প্রবাসজীবন চৌধুরীর উল্লেখযোগ্য গ্রন্থগুলি হল -
- সৌন্দর্য দর্শন
- ঈশ্বর সন্ধানে
- জীবন মাধুরী
- Elements of Scientific Philosophy (বৈজ্ঞানিক দর্শনের উপাদান)
- The World As I See it's (আমার দেখায় পৃথিবী)
- Vedanta As a Scientific Philosophy(বৈজ্ঞানিক দর্শন হিসাবে বৈদন্ত)
- Science And Humanity (বিজ্ঞান ও মানবতা)
- The Aesthetic Attitude in Indian Aesthetics(ভারতীয় নান্দনিকতার নান্দনিক মনোভাব)
- Philosophy of Science (বিজ্ঞানের দর্শন)
- Tagore on Literature and Aesthetics (সাহিত্য ও নান্দনিকতায় ঠাকুর)