Ngawang Sonam Gyeltsen
Quick Facts
Biography
ঙ্গাগ-দ্বাং-ব্সোদ-নাম্স-র্গ্যাল-ম্ত্শান (ওয়াইলি: ngag dbang bsod nams rgyal mtshan) (১৫৯৮-১৬৭৪) তিব্বতের ঙ্গোর-এ-বাম-ছোস-ল্দান বৌদ্ধবিহারের কুড়িতম প্রধান বা ঙ্গোর-ছেন ছিলেন।
সংক্ষিপ্ত জীবনী
ঙ্গাগ-দ্বাং-ব্সোদ-নাম্স-র্গ্যাল-ম্ত্শান ১৫৯৮ খ্রিষ্টাব্দে তিব্বতের র্গ্যাল-র্ত্সে (ওয়াইলি: rgyal rtse) নামক স্থানের নিকটে জন্মগ্রহণ করেন। তার পিতার নাম ছিল ব্দাগ-পো-ম্থু-থোব (ওয়াইলি: bdag po mthu thob) এবং মাতার নাম ছিল য়িদ-'দ্জিন-দ্বাং-মো (ওয়াইলি: yid 'dzin dbang mo)। আঠারো বছর বয়সে তিনি 'জাম-দ্ব্যাংস-ব্সোদ-নাম্স-দ্বাং-পো (ওয়াইলি: 'jam dbyangs bsod nams dbang po) নামক ভিক্ষুর নিকট শিক্ষার্থীর শপথ গ্রহণ করেন। পরবর্তীকালে কুন-দ্গা'-ব্সোদ-নাম্স-ল্হুন-গ্রুব নামক পঞ্চদশ ঙ্গোর-ছেন, নাম-ম্খা'-সাংস-র্গ্যাস নামক সপ্তদশ ঙ্গোর-ছেন, শেস-রাব-'ব্যুং-গ্নাস নামক অষ্টাদশ ঙ্গোর-ছেন তাকে ভিক্ষুর শপথ দান করেন। সা-স্ক্যা বৌদ্ধবিহারে তিনি রাব-'ব্যাম্স-পা-র্দো-র্জে-'ওদ-জের (ওয়াইলি: rab 'byams pa rdo rje 'od zer) নামক ভিক্ষুর নিকট মার্গফল সম্বন্ধে শিক্ষাগ্রহণ করেন। ১৬৬৭ খ্রিষ্টাব্দে তিনি ঙ্গোর-এ-বাম-ছোস-ল্দান বৌদ্ধবিহারের কুড়িতম প্রধান হিসেবে নির্বাচিত হন এবং এই পদে ইনি এক বছর থাকেন। তার উল্লেখযোগ্য শিষ্য ছিলেন নাম-ম্খা'-রিন-ছেন নামক উনিশতম ঙ্গোর-ছেন, ব্সোদ-নাম্স-র্গ্যা-ম্ত্শো নামক একুশতম ঙ্গোর-ছেন, ল্হুন-গ্রুব-দ্পাল-ল্দান (ওয়াইলি: lhun grub dpal ldan) নামক চব্বিশতম ঙ্গোর-ছেন প্রভৃতি।
তথ্যসূত্র
পূর্বসূরী নাম-ম্খা'-রিন-ছেন | ঙ্গাগ-দ্বাং-ব্সোদ-নাম্স-র্গ্যাল-ম্ত্শান কুড়িতম ঙ্গোর-ছেন | উত্তরসূরী ব্সোদ-নাম্স-র্গ্যা-ম্ত্শো |