Monirul Islam
Quick Facts
Biography
Monirul Islam may refer to:
Monirul Islam (Painter), Bangladesh,
মনিরুল ইসলামের জন্ম ১৯৪৩ সালের ১৭ আগস্ট, বাংলাদেশের জামালপুরে। তৎকালীন ঢাকার আর্ট কলেজে অত্যন্ত মেধাবী ছাত্র ছিলেন তিনি। শুরুতেই চিত্রকলায় নিজের ধরনটি সৃষ্টি করতে সক্ষম হয়েছিলেন। পরে তার শিক্ষক শিল্পাচার্য জয়নুল আবেদিনের একান্ত আগ্রহেই ১৯৬৬-১৯৬৯ সাল পর্যন্ত তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা ইনস্টিটিউটে শিক্ষকতা করেন। তারপর স্পেন সরকারের বৃত্তি নিয়ে উচ্চ শিক্ষার উদ্দেশ্যে তিনি বিদেশে পাড়ি জমান। সেই থেকে সাড়ে ৪ দশকের অধিক সময়ে স্পেন তার সেকেন্ড হোম। এ সময়ে স্পেনসহ বিশ্বের বিভিন্ন দেশে তার বহু একক ও যৌথ প্রদর্শনী হয়েছে। এছাড়া তিনি স্পেন, ফ্রান্স, মিসর, ভারত, বাংলাদেশসহ পৃথিবীর বহু আন্তর্জাতিক চারুকলা প্রদর্শনীতে বিচারক হিসেবে কাজ করেছেন।১৯৯৭ সালে তিনি স্পেনের রাষ্ট্রীয় পদক এবং ২০১০-এ তিনি ভূষিত হন স্পেনের সর্বোচ্চ মর্যাদাপূর্ণ সম্মাননা অর্ডার অব অফিসার কুইন ইসাবেলা পুরস্কারে যা খুবই বিরল।
Monirul Islam (Khulna cricketer), Bangladeshi cricketer
Monirul Islam (Sylhet cricketer), Bangladeshi cricketer