Mominur Rashid Amin
Quick Facts
Biography
মোমিনুর রশিদ আমিন (জন্ম: ১৯৬৪) বাংলাদেশ সিভিল সার্ভিসের একজন অবসরপ্রাপ্ত কর্মকর্তা যিনি সর্বশেষ বাংলাদেশ সিভিল সার্ভিস প্রশাসন একাডেমির রেক্টর (সচিব) হিসেবে দায়িত্ব পালন করেছেন। পূর্বে তিনি মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের অতিরিক্ত সচিব হিসেবে দায়িত্ব পালন করেছেন।
প্রাথমিক জীবন
মোমিনুর রশিদ আমিন কক্সবাজারের রামু উপজেলার জোয়ারিয়ানালায় ১৯৬৪ সালে জন্মগ্রহণ করেন। তিনি জোয়ারিয়ানালা এইচ. এম. সাঁচি উচ্চ বিদ্যালয় থেকে ১৯৮০ সালে এসএসসি ও চট্টগ্রাম সরকারি কলেজ থেকে ১৯৮২ সালে এইচএসসি পাস করেন। তিনি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের বনবিদ্যা ও পরিবেশবিজ্ঞান ইনস্টিটিউট থেকে ১৯৮৬ সালে বিএসসি (সম্মান) ও প্রিমিয়ার বিশ্ববিদ্যালয় থেকে ২০১২ সালে এমবিএ ডিগ্রি অর্জন করেন।
কর্মজীবন
মোমিনুর রশিদ আমিন বাংলাদেশ সিভিল সার্ভিসের প্রশাসন ক্যাডারের ১০ম ব্যাচের একজন কর্মকর্তা হিসেবে ১৯৯১ সালে সরকারি চাকরিতে যোগ দেন।
প্রশাসনের বিভিন্ন স্তরে তার কাজ করার অভিজ্ঞতা রয়েছে। তিনি সহকারী কমিশনার, সহকারী কমিশনার (ভূমি), উপজেলা নির্বাহী কর্মকর্তা, অতিরিক্ত জেলা প্রশাসক, চট্টগ্রাম সিটি কর্পোরেশনের সাবেক মেয়র এবিএম মহিউদ্দীন চৌধুরীর একান্ত সচিব, বান্দরবান পার্বত্য জেলা পরিষদের মুখ্য নির্বাহী কর্মকর্তা, অর্থ মন্ত্রণালয়ের যুগ্মসচিব, চট্টগ্রাম বিভাগের অতিরিক্ত বিভাগীয় কমিশনার (রাজস্ব), বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশন পরিচালনা বোর্ডের সদস্য এবং মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের অতিরিক্ত সচিবসহ বিভিন্ন দায়িত্ব পালন করেন।
২০২১ সালের জুন মাসে তিনি সচিব পদে পদোন্নতি লাভ করেন। তিনি বাংলাদেশ সিভিল সার্ভিস প্রশাসন একাডেমির রেক্টর হিসেবে দায়িত্ব পালন করেছেন।
মোমিনুর রশিদ আমিন ১৫ মে ২০২৩ সালে সরকারি চাকরি থেকে অবসর গ্রহণ করেন।
তথ্যসূত্র
- ↑ "সচিব হলেন মোমিনুর রশিদ আমিন"। দৈনিক শিক্ষাডটকম। ২৫ জুন ২০২১। সংগ্রহের তারিখ ২৪ ফেব্রুয়ারি ২০২৩।
- ↑ "সচিব হলেন কক্সবাজারের কৃতি সন্তান মোমিনুর রশিদ আমিন"। কক্সবাজার নিউজ। ২৪ জুন ২০২১। সংগ্রহের তারিখ ২৪ ফেব্রুয়ারি ২০২৩।
- ↑ "মোমিনুর রশিদ আমিনের জীবনবৃত্তান্ত"। বাংলাদেশ সিভিল সার্ভিস প্রশাসন একাডেমি (ইংরেজি ভাষায়)। ২৫ জুন ২০২২ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৪ ফেব্রুয়ারি ২০২৩।
- ↑ "সচিব হলেন কক্সবাজারের কৃতি সন্তান মোমিনুর রশিদ আমিন"। উখিয়া নিউজ ডটকম। ২৪ জুন ২০২১। সংগ্রহের তারিখ ২৪ ফেব্রুয়ারি ২০২৩।
- ↑ "সচিব হলেন তিনজন, ওএসডি দুই"। নিউজবাংলা টোয়েন্টিফোর ডটকম। ২৫ জুন ২০২১। সংগ্রহের তারিখ ২৪ ফেব্রুয়ারি ২০২৩।
- ↑ "সচিব হলেন তিন কর্মকর্তা"। কালের কণ্ঠ। ২৫ জুন ২০২১। সংগ্রহের তারিখ ২৪ ফেব্রুয়ারি ২০২৩।
- ↑ "মমিনুর রশিদ আমিন (৫৪৯৮) | জনপ্রশাসন মন্ত্রণালয়" (পিডিএফ)। জনপ্রশাসন মন্ত্রণালয়। ২০২৩-০৫-১৫। সংগ্রহের তারিখ ২০২৩-০৫-১৫।