Miyowa Zhonnu Lodro
Quick Facts
Biography
মি-গ্যো-বা-গ্ঝোন-নু-ব্লো-গ্রোস (ওয়াইলি: dge 'dun bkra shis) (১৪৯৭-১৫৬৪) তিব্বতের খাম্স অঞ্চলে অবস্থিত ছাব-ম্দো-ছোস-'খোর-ব্যাম্স-পা-গ্লিং বৌদ্ধবিহারের (ওয়াইলি: chab mdo chos 'khor byams pa gling) নবম প্রধান ছিলেন।
সংক্ষিপ্ত জীবনী
মি-গ্যো-বা-গ্ঝোন-নু-ব্লো-গ্রোস ১৪৯৭ খ্রিষ্টাব্দে তিব্বতের 'আর-'আউর-ল্তাগ-ল্দেম-গ্শিস (ওয়াইলি: 'ar 'aur ltag ldem gshis) নামক স্থানে জন্মগ্রহণ করেন। তিনি দ্রেপুং বৌদ্ধবিহার বিশ্ববিদ্যালয়ের ব্লো-গ্সাল-গ্লিং (ওয়াইলি: blo gsal gling) মহাবিদ্যালয়ে শিক্ষালাভ করেন। এই সময় তার উল্লেখযোগ্য শিক্ষক ছিলেন দ্বিতীয় দলাই লামা ও তৃতীয় পাঞ্চেন লামা। ১৫৫৩ খ্রিষ্টাব্দে তিনি ছাব-ম্দো-ছোস-'খোর-ব্যাম্স-পা-গ্লিং বৌদ্ধবিহারের (ওয়াইলি: chab mdo chos 'khor byams pa gling) নবম প্রধানের পদে দায়িত্ব গ্রহণ করেন। তার সময়কালে এই বিহারে ধর্মীয় রীতিনীতি পালনের দিকে নজর দেওয়া হয় এবং তিব্বতী ও ভারতীয় পুঁথিগুলির পঠনপাঠনে নজর দেওয়া হয়। আট বছর পরে তিনি এই পদ থেকে অবসর নেন ও তার শিষ্য শেস-রাব-দ্বাং-পোকে পরবর্তী প্রধান হিসেবে নির্বাচিত করেন। তিনি বেশ কিছু গ্রন্থ রচনা করেন, যার মধ্যে উল্লেখযোগ্য হল ফার-ফ্যিন-গ্যি-স্প্যি-দোন (ওয়াইলি: phar phyin gyi spyi don) নামক প্রজ্ঞাপারমিতার টীকাভাষ্য।
তথ্যসূত্র
পূর্বসূরী দ্গে-'দুন-ব্ক্রা-শিস | মি-গ্যো-বা-গ্ঝোন-নু-ব্লো-গ্রোস ছাব-ম্দো-ছোস-'খোর-ব্যাম্স-পা-গ্লিং বৌদ্ধবিহারের নবম প্রধান | উত্তরসূরী শেস-রাব-দ্বাং-পো |