Lobzang Tendzin Trinle
Quick Facts
Biography
ব্লো-ব্জাং-ব্স্তান-'দ্জিন-'ফ্রিন-লাস (ওয়াইলি: blo bzang bstan 'dzin 'phrin las) (১৬৮১-১৭৩১) তিব্বতী বৌদ্ধধর্মের দ্গে-লুগ্স ধর্মসম্প্রদায়ের চতুর্থ র্গ্যা-রা-স্প্রুল-স্কু (ওয়াইলি: rgya ra sprul sku) উপাধিধারী বৌদ্ধ লামা ছিলেন।
সংক্ষিপ্ত জীবনী
ব্লো-ব্জাং-ব্স্তান-'দ্জিন-'ফ্রিন-লাস ১৬৮১ খ্রিষ্টাব্দে তিব্বতের গ্লাং-রোং-গ্নাস-ফ্রা-মো (ওয়াইলি: glang rong gnas phra mo) নামক স্থানে জন্মগ্রহণ করেন। র্গ্যাল-বা-র্গ্যা-ম্ত্শো (ওয়াইলি: rgyal ba rgya mtsho) নামক পঞ্চম 'ফাগ্স-পা-ল্হা ওয়াইলি: 'phags pa lha) উপাধিধারী বৌদ্ধ লামা তাকে ব্লো-ব্জাং-ফুন-ত্শোগ্স-র্নাম-র্গ্যাল (ওয়াইলি: blo bzang phun tshogs rnam rgyal) নামক তৃতীয় র্গ্যা-রা-স্প্রুল-স্কু (ওয়াইলি: rgya ra sprul sku) উপাধিধারী লামার পুনর্জন্ম রূপে চিহ্নিত করে ছাব-ম্দো-ছোস-'খোর-ব্যাম্স-পা-গ্লিং বৌদ্ধবিহারে (ওয়াইলি: chab mdo chos 'khor byams pa gling) নিয়ে যান যেখানে তিনি তাকে শিক্ষার্থীর শপথ প্রদান করেন। এরপর তিনি গ্রু-গু-থাং-স্গ্রুব-স্দে (ওয়াইলি: gru gu thang sgrub sde) বৌদ্ধবিহারে শিক্ষালাভ করেন ও এই বিহারের প্রধানের দায়িত্ব গ্রহণ করেন। কুড়ি বছর বয়সে র্গ্যাল-বা-র্গ্যা-ম্ত্শো তাকে ভিক্ষুর শপথ প্রদান করেন। র্গ্যাল-বা-র্গ্যা-ম্ত্শো ছাড়াও তার উল্লেখযোগ্য শিক্ষক ছিলেন ঝি-বা-ব্জাং-পো (ওয়াইলি: zhi ba bzang po) নামক তৃতীয় ঝি-বা-ল্হা (ওয়াইলি: zhi ba lha) উপাধিধারী লামা।
তথ্যসূত্র
পূর্বসূরী ব্লো-ব্জাং-ফুন-ত্শোগ্স-র্নাম-র্গ্যাল | ব্লো-ব্জাং-ব্স্তান-'দ্জিন-'ফ্রিন-লাস চতুর্থ র্গ্যা-রা-স্প্রুল-স্কু | উত্তরসূরী স্কাল-ব্জাং-ছোস-গ্রাগ্স-দ্পাল-ল্দান |