Lobzang Rabten
Quick Facts
Biography
ব্লো-ব্জাং-রাব-ব্র্তান (ওয়াইলি: blo bzang rab brtan) (মৃত্যু-১৬৭৯) তিব্বতী বৌদ্ধধর্মের দ্গে-লুগ্স ধর্মসম্প্রদায়ের প্রথম থু'উ-ব্ক্বান (ওয়াইলি: thu'u bkwan) উপাধিধারী বৌদ্ধ লামা ছিলেন। তিনি দ্গোন-লুং-ব্যাম্স-পা-গ্লিং বৌদ্ধবিহারের (ওয়াইলি: dgon lung byams pa gling) সপ্তদশ প্রধান ছিলেন।
সংক্ষিপ্ত জীবনী
ব্লো-ব্জাং-রাব-ব্র্তান সপ্তদশ শতাব্দীর প্রথমার্ধে তিব্বতের আমদো অঞ্চলের ম্ত্শো-ঙ্গোন (ওয়াইলি: mtsho sngon) নামক স্থানে থু'উ-ব্ক্বান (ওয়াইলি: thu'u bkwan) পরিবারগোষ্ঠীতে জন্মগ্রহণ করেন। যৌবনে তিনি দ্গোন-লুং-ব্যাম্স-পা-গ্লিং বৌদ্ধবিহারে ভিক্ষুর শপথ গ্রহণ করেন। তিনি ব্ক্রা-শিস-ল্হুন-পো বৌদ্ধবিহারে চতুর্থ পাঞ্চেন লামার নিকট প্রমাণ ও তর্কবিদ্যা সম্বন্ধে শিক্ষালাভ করেন। ১৬৫২ খ্রিষ্টাব্দে চিং সম্রাট শুনঝি তাকে চিং-ঝি'উ-ছান-ঝি (ওয়াইলি: cing zhi'u chan zhi) উপাধি প্রদান করেন। ১৬৭২ খ্রিষ্টাব্দে তিনি দ্গোন-লুং-ব্যাম্স-পা-গ্লিং বৌদ্ধবিহারের সপ্তদশ প্রধানের দায়িত্ব পালন করেন।
তথ্যসূত্র
- ↑ Chhosphel, Samten (অক্টোবর ২০১০)। "The First Tukwan, Lobzang Rabten"। The Treasury of Lives: Biographies of Himalayan Religious Masters। সংগ্রহের তারিখ ২০১৪-০৮-০২।
পূর্বসূরী --- | ব্লো-ব্জাং-রাব-ব্র্তান প্রথম থু'উ-ব্ক্বান | উত্তরসূরী ঙ্গাগ-দ্বাং-ছোস-ক্যি-র্গ্যা-ম্ত্শো |