Lobzang Nyendrak
Quick Facts
Biography
ব্লো-ব্জাং-স্ন্যান-গ্রাগ্স (ওয়াইলি: blo bzang snyan grags) (১৭১৮-১৮০০) তিব্বতের ব্লা-ব্রাং-ব্ক্রা-শিস-'খ্যিল বৌদ্ধবিহারের ত্রয়োদশ প্রধান ছিলেন।
সংক্ষিপ্ত জীবনী
ব্লো-ব্জাং-স্ন্যান-গ্রাগ্স ১৭১৮ খ্রিষ্টাব্দে তিব্বতের আমদো অঞ্চলে জন্মগ্রহণ করেন। তার ভ্রাতা ব্যা-রোগ-গ্দোং (ওয়াইলি: bya rog gdong) তাকে শিক্ষার্থীর শপথ প্রদান করেন। তিনি তিব্বতের ব্লা-ব্রাং-ব্ক্রা-শিস-'খ্যিল বৌদ্ধবিহারে ব্লো-ব্জাং-দোন-গ্রুব (ওয়াইলি: blo bzang don grub) নামক তৃতীয় বিহার প্রধানের নিকট প্রমাণ ও প্রজ্ঞাপারমিতা সম্বন্ধে শিক্ষালাভ এবং ভিক্ষুর শপথ গ্রহণ করেন। এই সময় এছাড়া ঙ্গাগ-দ্বাং-ব্স্তান-পা'ই-র্গ্যাল-ম্ত্শান (ওয়াইলি: ngag dbang bstan pa'i rgyal mtshan) নামক দ্বিতীয় গুং-থাং লামা, ঙ্গাগ-দ্বাং-ব্স্তান-'দ্জিন (ওয়াইলি: ngag dbang bstan 'dzin) নামক চতুর্থ বিহার প্রধান তার অন্যতম শিক্ষক ছিলেন। ১৭৫৬ খ্রিষ্টাব্দে তিনি সে-রা বৌদ্ধবিহার বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়ে পঞ্চম পাঞ্চেন লামা, রোল-পা'ই-র্দো-র্জে (ওয়াইলি: rol pa'i rdo rje) নামক তৃতীয় ল্চাং-স্ক্যা হো-থোগ-থু (ওয়াইলি: lcang-skya ho-thog-thu), ঙ্গাগ-দ্বাং-ব্যাম্স-পা (ওয়াইলি: ngag dbang byams pa) নামক প্রথম ফুর-ল্চোগ (ওয়াইলি: phur lcog) প্রভৃতি অবতারী লামাদের নিকট শিক্ষালাভ করেন। ১৭৬১ খ্রিষ্টাব্দে তিনি ব্লা-ব্রাং-ব্ক্রা-শিস-'খ্যিল বৌদ্ধবিহারের ত্রয়োদশ প্রধানের দায়িত্ব গ্রহণ করেন ও এই পদে তিনি ছয় বছর থাকেন। ১৭৭৮ খ্রিষ্টাব্দে তিনি র্গ্যা-ম্খার (ওয়াইলি: rgya mkhar) বৌদ্ধবিহারেরও প্রধানের দায়িত্ব লাভ করেন।