Lobsang Yeshe Tenpa Rabgye
Quick Facts
Biography
ব্লো-ব্জাং-য়ে-শেস-ব্স্তান-পা-রাব-র্গ্যাস (তিব্বতি: བློ་བཟང་ཡེ་ཤེས་བསྟན་པ་རབ་རྒྱས, ওয়াইলি: blo bzang ye shes bstan pa rab rgyas) (১৭৫৯-১৮১৫) তিব্বতী বৌদ্ধধর্মের দ্গে-লুগ্স ধর্মসম্প্রদায়ের দ্বিতীয় র্বা-স্গ্রেং রিন-পো-ছে (ওয়াইলি: rwa-sgreng rin-po-che) উপাধিধারী বৌদ্ধ লামা ছিলেন।
সংক্ষিপ্ত জীবনী
ব্লো-ব্জাং-য়ে-শেস-ব্স্তান-পা-রাব-র্গ্যাস ১৭৫৯ খ্রিষ্টাব্দে তিব্বতের লি-থাং (ওয়াইলি: li thang) নামক স্থানে জন্মগ্রহণ করেন। তাঁর পিতার নাম ছিল ব্সোদ-নাম্স-দার-র্গ্যাস (ওয়াইলি: bsod nams dar rgyas) এবং মাতার নাম ছিল স্গ্রোল-মা-ম্ত্শো (ওয়াইলি: sgrol ma mtsho)। ছয় বছর বয়সে তাঁকে ঙ্গাগ-দ্বাং-ম্ছোগ-ল্দান (ওয়াইলি: ngag dbang mchog ldan) নামক চুয়ান্নতম দ্গা'-ল্দান-খ্রি-পার পুনর্জন্ম রূপে চিহ্নিত করা হয়। প্রথমে তাঁকে মধ্য তিব্বতের র্গ্যাল-র্ত্সে-দ্পাল-'খোর-ছোস-স্দে বিহারের দায়িত্ব নিতে বলা হলে তিনি অস্বীকার করেন। তার পরিবর্তে ১৭৬৫ খ্রিষ্টাব্দে র্বা-স্গ্রেং বৌদ্ধবিহারের প্রধানের পদে অধিষ্ঠিত করা হলে তিনি র্বা-স্গ্রেং রিন-পো-ছে উপাধি ধারণ করেন। ষষ্ঠ পাঞ্চেন লামা তাঁকে শ্রমণের শপথ এবং চক্রসম্বর ও গুহ্যসমাজতন্ত্র সম্বন্ধে শিক্ষা প্রদান করেন। এই সময় ঙ্গাগ-দ্বাং-ছোস-গ্রাগ্স (ওয়াইলি: ngag dbang chos grags) নামক উনষাটতম দ্গা'-ল্দান-খ্রি-পা তাঁর শিক্ষক ছিলেন। ১৭৬৯ খ্রিষ্টাব্দে তিনি সে-রা বৌদ্ধবহারেকে'উ-ত্শাং-ব্যাম্স-পা-স্মোন-লাম (ওয়াইলি: ke'u tshang byams pa smon lam) নামক বিহারের বত্রিশতম প্রধানের নিকট শিক্ষালাভ করেন। ১৭৮০ খ্রিষ্টাব্দে ষষ্ঠ পাঞ্চেন লামা তাঁকে ভিক্ষুর শপথ প্রদান করেন। এরপর তিনি গ্যুমে তন্ত্র মহাবিদ্যালয়ে তন্ত্র শিক্ষালাভ করেন। এই সময় য়ে-শেস-র্গ্যাল-ম্ত্শান (ওয়াইলি: ye shes rgyal mtshan), ফা-বোং-খা-পা-র্গ্যা-ম্ত্শো-ম্থা'-য়াস (ওয়াইলি: pha bong kha pa rgya mtsho mtha' yas), ঙ্গাগ-দ্বাং-ছোস-'ব্যোর (ওয়াইলি: ngag dbang chos 'byor) প্রভৃতি বৌদ্ধ ভিক্ষুরা তাঁর শিক্ষক ছিলেন। তিনি র্জে-ব্র্ত্সুন-র্দো-র্জে-র্নাম-'ব্যোর-মা-না-রো-ম্খা'-স্প্যোদ-স্গ্রুব-পা'ই-ম্যে-লাম (ওয়াইলি: rje brtsun rdo rje rnal 'byor ma nA ro mkha' spyod sgrub pa'i mye lam), ব্যাং-ছুব-লাম-রিম-ছেন-মো'ই-ব্লা-ব্র্গ্যুদ (ওয়াইলি: byang chub lam rim chen mo'i bla brgyud) এবং ক্লোং-র্দোল-দ্রুং-য়িগ-দাম-ছোস-য়ার-'ফেল-গ্যি-দ্রি-বা-দ্রিস-লাস (ওয়াইলি: klong rdol drung yig dam chos yar 'phel gyi dri ba dris lan) প্রভৃতি প্রায় পঞ্চান্নটি গ্রন্থ রচনা করেন।
তথ্যসূত্র
- ↑ Chhosphel, Samten (মে ২০১৪)। "The Second Reting Rinpoche, Lobzang Yeshe Tenpa Rabgye"। The Treasury of Lives: Biographies of Himalayan Religious Masters। সংগ্রহের তারিখ ২০১৪-১১-০২।
পূর্বসূরী ঙ্গাগ-দ্বাং-ম্ছোগ-ল্দান | ব্লো-ব্জাং-য়ে-শেস-ব্স্তান-পা-রাব-র্গ্যাস দ্বিতীয় র্বা-স্গ্রেং রিন-পো-ছে | উত্তরসূরী ঙ্গাগ-দ্বাং-য়ে-শেস-ত্শুল-খ্রিম্স-র্গ্যাল-ম্ত্শান |