Lobsang Dönyö
Quick Facts
Biography
ব্লো-ব্জাং-দোন-য়োদ (তিব্বতি: བློ་བཟང་དོན་ཡོད, ওয়াইলি: blo bzang don yod) (১৬০২-১৬৭৮) তিব্বতী বৌদ্ধধর্মের দ্গে-লুগ্স ধর্মসম্প্রদায়ের দ্গা'-ল্দান বৌদ্ধবিহারের বিয়াল্লিশতম দ্গা'-ল্দান-খ্রি-পা বা প্রধান ছিলেন।
সংক্ষিপ্ত জীবনী
ব্লো-ব্জাং-দোন-য়োদ ১৬০২ খ্রিষ্টাব্দে তিব্বতের ঝোগ্স-গ্রাম-ফু (ওয়াইলি: zhogs gram phu) নামক স্থানে এক দরিদ্র পরিবারে জন্মগ্রহণ করেন। তিনি সেরা বৌদ্ধবিহার বিশ্ববিদ্যালয় এবং গ্যুমে মহাবিদ্যালয়ে শিক্ষালাভ করেন। শিক্ষা শেষ করে তিনি গ্যুমে মহাবিদ্যালয়ে এবং দ্গা'-ল্দান বৌদ্ধবিহার বিশ্ববিদ্যালয়ের ব্যাং-র্ত্সে (ওয়াইলি: byang rtse) মহাবিদ্যালয়ে অধ্যাপনা করেন। ১৬৬৮ খ্রিষ্টাব্দে তিনি দ্গা'-ল্দান বৌদ্ধবিহারের বিয়াল্লিশতম প্রধান হিসেবে নির্বাচিত হন এবং সাত বছর এই পদে থাকেন। অবসর গ্রহণের পর তিনি র্বা-স্গ্রেং বৌদ্ধবিহার ও রিন-ছেন-গ্লিং বৌদ্ধবিহারের প্রধান হিসেবে দায়িত্ব পালন করেন।
তথ্যসূত্র
পূর্বসূরী ব্লো-ব্জাং-র্গ্যাল-ম্ত্শান | ব্লো-ব্জাং-দোন-য়োদ বিয়াল্লিশতম দ্গা'-ল্দান-খ্রি-পা | উত্তরসূরী ব্যাম্স-পা-ব্ক্রা-শিস |