Kunpang Chodrak Pelzang
Quick Facts
Biography
কুন-স্পাংস-ছোস-গ্রাগ্স-দ্পাল-ব্জাং (ওয়াইলি: kun spangs chos grags dpal bzang) (১২৮৩-১৩৬৩) তিব্বতী বৌদ্ধধর্মের জো-নাং ধর্মসম্প্রদায়ের প্রতিষ্ঠাতা দোল-পো-পা-শেস-রাব-র্গ্যাল-ম্ত্শানের চৌদ্দজন প্রধান শিষ্যের একজন ছিলেন যিনি বিমলপ্রভা সম্বন্ধে পণ্ডিত ছিলেন।
জন্ম ও পরিবার
কুন-স্পাংস-ছোস-গ্রাগ্স-দ্পাল-ব্জাং ১২৮৩ খ্রিষ্টাব্দে তিব্বতের রা-লুং অঞ্চলে জন্মগ্রহণ করেন। তার পিতা রত্নমতি ছিলেন একজন নেওয়ার জাতিগোষ্ঠীর ভাস্কর যিনি নেপাল থেকে গ্ত্সাং অঞ্চলের ন্যাং-স্তোদ (ওয়াইলি: nyang stod) নামক স্থানে মূর্তিনির্মাণের জন্য আমন্ত্রিত হয়েছিলেন। কম বয়সেই তিনি তার পিতার নিকট শিল্পকলা অধ্যয়ন করেন।
শিক্ষা
কুন-স্পাংস-ছোস-গ্রাগ্স-দ্পাল-ব্জাং সাত বছর বয়সে ব্যাং-ছুব-'ওদ-জের (ওয়াইলি: byang chub 'od zer) নামক এক বৌদ্ধভিক্ষুর নিকট ব্যাম্স-ছোস-ল্ঙ্গা (ওয়াইলি: byams chos lnga) নামক শিক্ষাগ্রহণ করেন।এরপর তিনি গুংথাং বৌদ্ধবিহারের প্রধান দোন-গ্রুব-দ্পালের (ওয়াইলি: don grub dpal) নিকট দীক্ষা নেন এবং বারো বছর বয়স পর্যন্ত ঐ বিহারে অবস্থান করে অভিধর্ম সম্বন্ধে শিক্ষাগ্রহণ করেন। এরপর তিনি সা-স্ক্যা বৌদ্ধবিহারে 'জাম-দ্ব্যাংস-ছোস-ক্যি-র্গ্যাল-ম্ত্শান (ওয়াইলি: 'jam dbyangs chos kyi rgyal mtshan) নামক বৌদ্ধ পণ্ডিতের নিকট বোধিচর্যাবতার ও অভিধর্ম সম্বন্ধে শিক্ষালাভ করেন। এরপর তিনি একুশ বছর বয়স পর্যন্ত তিনি মধ্য তিব্ব্তের বিভিন্ন বৌদ্ধবিহারে শিক্ষালাভ করেন। এই সময় তিনি ঝা-লু বৌদ্ধবিহারে বু-স্তোন-রিন-ছেন-গ্রুব নামক বিখ্যাত তিব্বতী পণ্ডিতের নিকটেও শিক্ষালাভ করেন। তেইশ বছর বয়সে তিনি জো-নাং বৌদ্ধবিহার যাত্রা করে য়োন-তান-র্গ্যা-ম্ত্শো নামক পণ্ডিতের নিকট ভিক্ষুর শপথ এবং কালচক্র ও বিমলপ্রভা টীকাভাষ্য সম্বন্ধে শিক্ষাগ্রহণ করেন। পঁচিশ বছর বয়সে তিনি 'দ্জুম-ছোস-লুং (ওয়াইলি: 'dzum chos lung) নামক স্থানে জো-নাং ধর্মসম্প্রদায়ের প্রতিষ্ঠাতা দোল-পো-পা-শেস-রাব-র্গ্যাল-ম্ত্শানের সঙ্গে সাক্ষাৎ করেন ও প্রায় বারো বছর স্ক্যিদ-ফুগ (ওয়াইলি: skyid phug) নামক এক স্থানের গুহা মন্দিরে গোপণে শিক্ষালাভ করেন। দোল-পো-পা জো-নাং বৌদ্ধবিহারে যে বিশালাকার স্তূপমন্দির বা স্কু-'বুম নির্মাণ করেন, সেই স্তূপের সমস্ত নির্মাণের দায়িত্ব কুন-স্পাংস-ছোস-গ্রাগ্স-দ্পাল-ব্জাং নিজে গ্রহণ করেন ও ১৩৩৩ খ্রিষ্টাব্দে এই কাজ সম্পূর্ণ হয়।
পরবর্তী জীবন
এরপর স্তোন-পা-য়ে-শেস-দ্পাল (ওয়াইলি: ston pa ye shes dpal) নামক বৌদ্ধ পণ্ডিতের অনুরোধে তিনি ছু-ব্জাং (ওয়াইলি: chu bzang) বৌদ্ধবিহারের দায়িত্ব নেন এবং সেখানে বিমলপ্রভা সম্বন্ধে শিক্ষাদান করেন। তিনি দোল-পো-পা-শেস-রাব-র্গ্যাল-ম্ত্শানের নির্দেশে ইউয়ান সম্রাটকে সাত মাস ধর্মশিক্ষা দান করেন। একাশি বছর বয়সে দ্পাল-স্তেং (ওয়াইলি: dpal steng) বৌদ্ধবিহারে শিক্ষকতার অনুরোধ রাখতে যাত্রা করলে পথে ব্যাং-পা-সিদ্ধি নামক এক স্থানীয় যুদ্ধবাজ তাকে হত্যা করেন।
তথ্যসূত্র
- ↑ Stearns, Cyrus (আগস্ট ২০০৮)। "Kunpang Chodrak Pelzang"। The Treasury of Lives: Biographies of Himalayan Religious Masters। সংগ্রহের তারিখ ২০১৪-০৪-১০।