peoplepill id: kamal-uddin-3
KU
Bangladesh
1 views today
1 views this week
Kamal Uddin
Bangladeshi singer

Kamal Uddin

The basics

Quick Facts

Intro
Bangladeshi singer
Work field
Gender
Male
Age
40 years
The details (from wikipedia)

Biography

মাওলানা কামাল উদ্দিন একজন বিলাতী বাংলাদেশী শিক্ষক, গীতিকার ও আন্তর্জাতিক ইসলামী গজল শিল্পী। উনি হাইড জামিয়া মসজিদের ইমাম। ২০১৬ সালে ভূরাজনীতির অধ্যাপক ডাক্তার শেদমীর নেস্তরভিচ সবচেয়ে প্রভাবশালী মুসলমান শিল্পীর তালিকায় কামাল উদ্দিনকে অন্তর্ভুক্ত করা হয়।

প্রাথমিক জীবন

কামাল উদ্দিনের জন্ম হয় ১৪ আষাঢ় ১৩৯১ (২৮ জুন ১৯৮৪) রোজ বৃহস্পতিবারে। তার জন্মস্থান ইংলেন্ডেই, এবং তিনি হাইড নামক বৃহত্তর ম্যানচেস্টারের ছোট নগরীতে বাস করেন। তার বাবার নাম হাজী মালকাস আলী এবং মা ছুফিয়া আলী। তাঁরা দুজন ছিলেন বাঙ্গালী মুসলমান যারা বাংলাদেশের সিলেট বিভাগ থেকে বিলাতে এসেছিলেন। কামাল উদ্দিনের দুই ভাই আছে যাদের নাম ফ​য়ছল উদ্দিন ও খাইরুল উদ্দিন।

কামাল গ্রীনফীল্ড প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষা জীবন শুরু করেন। এর পর হাইড সামাজিক প্রযুক্তি বিদ্যালয়ে পড়তে যান। ১৯৯৬ গ্রীষ্মকালে, কামাল বল্টন আল-জামিয়াহ আল-ইসলামিয়াহ দারুল উলূম মাদ্রাসায় ভর্তি হন যেখানে হিফজ (পুরো কুরআন মুখস্থ করা) শুরু করেন। ২০০১ এর শেষ দিকে, কামাল উদ্দিন হিফজ শেষ করেন এবং হাফেজ হন। নভেম্বর ২০০০ সালে, মাহে রমজানের পহেলা ক​য় দিনে, কামাল উদ্দিনের বাবা হাজী মালকাস আলী মসজিদে তারাবীহ নামাজের মধ্যে হঠাত মাটিতে পড়ে যান। ঠোঁটে শাহাদাতের বাণী রেখে মালকাস সাহেব মৃত্যুবরণ করেন। সেপ্টেম্বর ২০০২ সালে, কামাল উদ্দিন আরবী ভাষা শেখার জন্য পূর্ব রেটফর্ড জামিয়া আল-কারাম মাদ্রাসায় ভর্তি হন।

কর্মজীবন

২০০৪ সালে কামাল উদ্দিন হাইড জামিয়া মসজিদে ইমাম ও শিক্ষক হন। সেখানে কুরআন, হিফজ ও ইসলামী গজল শেখানো শুরু করেন।

জানুয়ারি ২০০৫ সালে, কামাল উদ্দিন ও তার মা ছুফিয়া আলী হজ্জ সফরে যান। হজ্জ থেকে ফেরত এসে, কামাল উদ্দিন গীতিকারী জীবন শুরু করেন। তার পহেলা অ্যালবাম "ইন দ্যা ন্যাম অব আল্লাহ" (আল্লাহর নামে) নূর মিডিয়ার সাথে অগস্ট ২০০৫-এ প্রকাশ করেন। একই বছর ডিসেম্বর মাসে উনি এক্সেল লন্ডনের প্রথম আন্তর্জাতিক শান্তি ও একতা (GPU - Global Peace and Unity) অনুষ্ঠানে পড়েন।

মে ২০০৬ সালে, তিনি দোসরা অ্যালবাম প্রকাশ করেন "ইল্লাল্লাহ" ইক্বরা প্রমোশিয়ন্সের সাথে। ১৮ জুনে, তার সংস্থাপিত "দ্যা নাশিদ ক্লাস" স্বাধীনভাবে একটি সরাসরি কামাল উদ্দিন গজল মাহফিল সংগঠিত করেন। এই মাহফিলটি ৬০০ টিকেট চেয়ে বেশি বেচে ফেলেন।

সেপ্টেম্বের ২০০৮ সালে, তিনি ইসলাম চ্যানেলের জাতীয় নাশিদ মোকাবেলায় ১ নম্বর জীতেন। তারপর "নাশীদ আর্টিস্ট অব দ্যা য়্যার" (বর্ষসেরা ইসলামী শিল্পী) হিসেবে লন্ডনের ২০০৮ আন্তর্জাতিক শান্তি ও একতা অনুষ্ঠানে পড়েন। মাহে ডিসেম্বরে, কামাল উদ্দিন ভিক্টরিয়া হলে গজল গান কেইলীর মেয়রের দরবারে।

এপ্রিল ২০০৯ সালে, য়ুভন রিডলির রচডেল গাজা ভূখণ্ড অনুষ্ঠানে কামাল গজল গান।. রচডেলে আবার গজল গাওয়ার অনুরোধ পেলেন অক্টবরে যখন সিরিয়ার শায়খ মুহাম্মাদ বিন ইয়াহ্বিয়া আল-নিনোয়ী ইংলেন্ড এলেন। ২০১০ সালে, উনি উম্মাহ চ্যানেলে এলান করলেন যে ইক্বরা প্রমোশিয়ন্সের সাথে তেসরা অ্যালবামের কাজ শুরু হয়েছে।

তারপর তিনি নরওয়ে গেলেন গান গাওয়ার জন্য। মে ২০১১ তিনি নিজ বাংলাদেশে এসেন যেখানে কয়েক অনুষ্ঠানে হাজির হন। ২০১৮ এর শেষ দিকে, নতুন প্রকাশনের ৮ বছর বিরতী নিয়ে, কামাল উদ্দিন, ওমর ঈসা, হাফেজ মিজান, এহসান তাহমীদ ও ইমতিয়াজ সিদাতের সঙ্গে আবার আগমন করলেন একটি দান-খয়রাতের গজল নিয়ে "স্ট্যান্ড টুগেধার" (একসাথে দাড়ান)। ২০১৯, সালে কামাল দক্ষিণ আফ্রিকায় সফর করেন যেখানে নিজামিয়ে মসজিদে একটি ক্বাসীদা বুর্দাহ কভার প্রকাশ করেন।

প্রকাশনা

অ্যালবাম

ইন দ্যা ন্যাম অব আল্লাহ (২০০৫)

তালিকা
নং.শিরোনামরচয়িতাদৈর্ঘ্য
১."আযান" (আরবী)  
২."ইন দ্যা ন্যাম অব আল্লাহ (আল্লাহর নামে)" (ইংরেজি, আরবী)কামাল উদ্দিন 
৩."আল্লাহু" (ইংরেজি, আরবী)কামাল উদ্দিন 
৪."মুহাম্মাদ ইজ মাই হিরো (মুহাম্মদ মোর বীর)" (কামাল উদ্দিন)কামাল উদ্দিন 
৫."আল কুরআন" (ইংরেজি, আরবী)কামাল উদ্দিন 
৬."৯৯ ন্যামজ অব আল্লাহ (আল্লাহর ৯৯ টি নাম)" (আরবী, ইংরেজি)কামাল উদ্দিন 
৭."হিজ ন্যাম ইজ মুহাম্মাদ (উনার নাম মুহাম্মদ)" (ইংরেজি, আরবী)কামাল উদ্দিন, শেখ সাদি 

ইল্লাল্লাহ (২০০৬)

তালিকা
নং.শিরোনামরচয়িতাদৈর্ঘ্য
১."আর-রাহ্বমান" (আরবী)  
২."সাপ্লিকেশন্স / দুআ" (আরবী, ইংরেজি)  
৩."ইল্লাল্লাহ" (ইংরেজি, আরবী)ফ​য়ছল উদ্দিন 
৪."দুরূদ ও সালাম" (বাংলা)সংগ্রহ 
৫."হে নজর মেঁ / নজর আছে" (উর্দু)সংগ্রহ 
৬."ক্বাসীদাহ বুর্দাহ / আঙরাখার কসীদা (মুহাম্মাদ নবীন হুসেনের সাথে)" (আরবী, ইংরেজি)কামাল উদ্দিন, মুহাম্মাদ নবীন হুসেন, আল-বুস্বীরী 
৭."সাফেরিং / তকলিফ" (আরবী, ইংরেজি)কামাল উদ্দিন 
৮."হিজ নেম ইজ মুহাম্মাদ / উনার নাম মুহাম্মাদ" (আরবী, ইংরেজি, বাংলা)কামাল উদ্দিন, শেখ সাদী, সংগ্রহ 
৯."প্রাউড টু বি মুসলিম / মুসলিম হতে গর্বিত" (আরবী, ইংরেজি)কামাল উদ্দিন 
১০."য়ুনাইট / এক হও" (আরবী, ইংরেজি)কামাল উদ্দিন 
১১."৯৯ ন্যামজ অব আল্লাহ / আল্লাহর ৯৯ টি নাম " (আরবী, ইংরেজি)কামাল উদ্দিন 
১২."সুবহ্বানাল্লাহ" (আরবী, ইংরেজি)খাইরুল উদ্দিন 

বেঅ্যালবাম

সালশিরোনামভাষা
২০১৮"স্ট্যান্ড টুগেধার" (একসাথে দাড়ান)ইংরেজি
২০১৯"কাসিদা-ই-বুর্দা"আরবী

তথ্যসূত্র

  1. "Community unites for Eid festival"। ম্যানচেস্টার: Manchester Evening News। ২৫ অক্টোবর ২০১২। ৩ সেপ্টেম্বর ২০১৪ তারিখে মূল থেকে আর্কাইভ করা। 
  2. "Tameside residents set for Eid celebrations"। Manchester: Manchester Evening News। ১ নভেম্বর ২০১০। ৩ সেপ্টেম্বর ২০১৪ তারিখে মূল থেকে আর্কাইভ করা। 
  3. "Chance to learn at colourful Hyde celebrations"। Manchester: Manchester Evening News। ১০ নভেম্বর ২০১০। ৩ সেপ্টেম্বর ২০১৪ তারিখে মূল থেকে আর্কাইভ করা। 
  4. Nestorović, Čedomir (২৮ মে ২০১৬)। Islamic Marketing: Understanding the Socio-Economic, Cultural, and Politico-Legal Environment। Springer। পৃষ্ঠা 152। 
  5. Ali, Monuwar। "Biography"। Kamal Uddin। ২৯ ফেব্রুয়ারি ২০১২ তারিখে মূল থেকে আর্কাইভ করা। 
  6. "Youngsters take part in mosque Easter holiday quiz"Manchester Evening News। Manchester। ২৮ এপ্রিল ২০১০। ৩ সেপ্টেম্বর ২০১৪ তারিখে মূল থেকে আর্কাইভ করা। 
  7. "Nasheed: Kamal Uddin"। MuslimHipHop.com। ৩০ সেপ্টেম্বর ২০১১ তারিখে মূল থেকে আর্কাইভ করা। 
  8. Noor (২৯ নভে ২০০৭)। "The Revival Guide: Top Nasheed Artists"The Revival 
  9. "Kamal Uddin - In the Name of Allah"। The Nasheed Shop। ৩ ডিসেম্বর ২০১৩ তারিখে মূল থেকে আর্কাইভ করা। 
  10. "Kamal Uddin - Illallah"। The Nasheed Shop। ২০ ডিসেম্বর ২০১৩ তারিখে মূল থেকে আর্কাইভ করা। 
  11. "£3,000 raised for Gaza"। Manchester: Manchester Evening News। ৮ মে ২০০৯। ৪ নভেম্বর ২০১৩ তারিখে মূল থেকে আর্কাইভ করা। 
  12. "Prominent Shaykh to speak at Rochdale event"। Manchester: Manchester Evening News। ১৪ অক্টোবর ২০০৯। ৪ নভেম্বর ২০১৩ তারিখে মূল থেকে আর্কাইভ করা। 
  13. "The Nasheed Contest"। Global Peace and Unity Event 2008। ২০০৮। ১৪ সেপ্টেম্বর ২০১০ তারিখে মূল থেকে আর্কাইভ করা। 
  14. "Nasheed Music Video Contestants"। Global Peace and Unity Event 2008। ২০০৮। ১৪ সেপ্টেম্বর ২০১০ তারিখে মূল থেকে আর্কাইভ করা। 
  15. "Successful charity dinner raises £15,000 for educational centre"Keighley News। ৫ ডিসে ২০০৮। 
  16. "Fundraiser to help rebuild lives in Gaza"Manchester Evening News। Manchester। ৮ এপ্রিল ২০০৯। ৪ নভেম্বর ২০১৩ তারিখে মূল থেকে আর্কাইভ করা। 
  17. "Learned Muslim scholar inspires"। Manchester: Manchester Evening News। ১১ নভেম্বর ২০০৯। ৩ সেপ্টেম্বর ২০১৪ তারিখে মূল থেকে আর্কাইভ করা। 
  18. "IQRA Promotions"। ১৫ মে ২০০৯। ১০ ফেব্রুয়ারি ২০১৪ তারিখে মূল থেকে আর্কাইভ করা। 
  19. https://www.youtube.com/watch?v=h5lixJ2puEM  উদ্ধৃতি টেমপ্লেট ইংরেজি প্যারামিটার ব্যবহার করেছে (link)
The contents of this page are sourced from Wikipedia article. The contents are available under the CC BY-SA 4.0 license.
Lists
Kamal Uddin is in following lists
comments so far.
Comments
From our partners
Sponsored
Credits
References and sources
Kamal Uddin
arrow-left arrow-right instagram whatsapp myspace quora soundcloud spotify tumblr vk website youtube pandora tunein iheart itunes