Jikdrel Tsewang Dorje
Quick Facts
Biography
'জিগ্স-ব্রাল-ত্শে-দ্বাং-র্দো-র্জে (ওয়াইলি: 'jigs bral tshe dbang rdo rje) (১৯২৫–১৯৬২) তিব্বতী বৌদ্ধধর্মের র্ন্যিং-মা ধর্মসম্প্রদায়ের ষষ্ঠ র্দ্জোগ্স-ছেন-দ্পোন-স্লোব (ওয়াইলি: rdzogs chen dpon slob) উপাধিধারী বৌদ্ধ লামা ছিলেন।
সংক্ষিপ্ত জীবনী
'জিগ্স-ব্রাল-ত্শে-দ্বাং-র্দো-র্জে ১৯২৫ খ্রিষ্টাব্দে তিব্বতের খাম্স অঞ্চলের 'দান (ওয়াইলি: 'dan) নামক স্থানে জন্মগ্রহণ করেন। তিনি রাং-ব্যুং-রিগ-পা'ই-র্দো-র্জে (ওয়াইলি: rang byung rig pa'i rdo rje) নামক ষোড়শ র্গ্যাল-বা-কার্মা-পা উপাধিধারী বৌদ্ধ লামার কনিষ্ঠ ভ্রাতা ছিলেন। থুব-ব্স্তান-ছোস-ক্যি-র্দো-র্জে (ওয়াইলি: hub bstan chos kyi rdo rje) নামক পঞ্চম র্দ্জোগ্স-ছেন-গ্রুব-দ্বাং উপাধিধারী বৌদ্ধ লামা তাঁকে দ্কোন-ম্ছোগ-ব্স্তান-পা'ই-ন্যি-মা (ওয়াইলি: dkon mchog bstan pa'i nyi ma) নামক পঞ্চম র্দ্জোগ্স-ছেন-দ্পোন-স্লোব (ওয়াইলি: rdzogs chen dpon slob) উপাধিধারী লামার পুনর্জন্ম রূপে চিহ্নিত করে র্দ্জোগ্স-ছেন বৌদ্ধবিহারে বিহারে নিয়ে যান। থুব-ব্স্তান-স্ন্যান-গ্রাগ্স (ওয়াইলি: thub bstan snyan grags) নামক বিখ্যাত পন্ডিত তাঁর উল্লেখযোগ্য শিক্ষক ছিলেন। ১৯৫৯ খ্রিষ্টাব্দে চীনের সাম্যবাদী সরকার তিব্বত আক্রমণ করলে তিনি তাঁর জ্যৈষ্ঠ ভ্রাতার সঙ্গে সিক্কিম পালিয়ে যান। ১৯৬২ খ্রিষ্টাব্দে সিক্কিমের রুমতেক নামক স্থানে তাঁর মৃত্যু ঘটে।
তথ্যসূত্র
- ↑ Chhosphel, Samten (ডিসেম্বর ২০১১)। "The Sixth Dzogchen Ponlob, Jikdrel Tsewang Dorje"। The Treasury of Lives: Biographies of Himalayan Religious Masters। সংগ্রহের তারিখ ২০১৪-০৮-২১।
পূর্বসূরী দ্কোন-ম্ছোগ-ব্স্তান-পা'ই-ন্যি-মা | 'জিগ্স-ব্রাল-ত্শে-দ্বাং-র্দো-র্জে ষষ্ঠ র্দ্জোগ্স-ছেন-দ্পোন-স্লোব | উত্তরসূরী কার্মা-গ্সুং-রাব-ঙ্গেস-দোন-ব্স্তান-পা-র্গ্যাল-ম্ত্শান |