Jigme Gyeltsen
Quick Facts
Biography
'জিগ্স-মেদ-র্গ্যাল-ম্ত্শান (ওয়াইলি: 'jigs med rgyal mtshan) (১৭৭৩-১৮৫০) তিব্বতের আমদো অঞ্চলের ব্লা-ব্রাং-ব্ক্রা-শিস-'খ্যিল বৌদ্ধবিহারের (ওয়াইলি: bla-brang bkra-shis-'khyil) ছাব্বিশতম প্রধান ছিলেন।
সংক্ষিপ্ত জীবনী
'জিগ্স-মেদ-র্গ্যাল-ম্ত্শান ১৭৭৩ খ্রিষ্টাব্দে তিব্বতের আমদো অঞ্চলে দ্বাল-শুল-ম্দা'-ত্শান (ওয়াইলি: dbal shul mda' tshan) নামক স্থানে জন্মগ্রহণ করেন। তার পিতার নাম ছিল ব্যাম্স-পা (ওয়াইলি: byams pa) এবং মাতার নাম ছিল ত্শে-দ্বাং-স্ক্যিদ (ওয়াইলি: tshe dbang skyid)। বারো বছর বয়সে তিনি খা-গ্যা বৌদ্ধবিহারে শিক্ষালাভের উদ্দেশ্যে ভর্তি হন এবং পরে ব্লা-ব্রাং-ব্ক্রা-শিস-'খ্যিল বৌদ্ধবিহারে দ্কোন-ম্ছোগ-ব্দে-ছেন (ওয়াইলি: dkon mchog bde chen) নামক উনিশতম প্রধানের নিকট শিক্ষালাভ করেন। দ্কোন-ম্ছোগ-ব্স্তান-পা'ই-স্গ্রোন-মে (ওয়াইলি: dkon mchog bstan pa'i sgron me) নামক তৃতীয় গুং-থাং লামা তাকে ভিক্ষুর শপথ প্রদান করেন। ১৮১৩ খ্রিষ্টাব্দে তিনি ব্লা-ব্রাং-ব্ক্রা-শিস-'খ্যিল বৌদ্ধবিহারের ছাব্বিশতম প্রধানের দায়িত্ব লাভ করেন।