peoplepill id: jedrung-sherab-wangpo
JSW
1 views today
1 views this week
Jedrung Sherab Wangpo

Jedrung Sherab Wangpo

The basics

Quick Facts

Work field
Gender
Male
Birth
Death
Age
86 years
The details (from wikipedia)

Biography

শেস-রাব-দ্বাং-পো (ওয়াইলি: shes rab dbang po) (১৫০০-১৫৮৬) তিব্বতের খাম্স অঞ্চলে অবস্থিত ছাব-ম্দো-ছোস-'খোর-ব্যাম্স-পা-গ্লিং বৌদ্ধবিহারের (ওয়াইলি: chab mdo chos 'khor byams pa gling) দশম প্রধান ছিলেন।

জন্ম ও শিক্ষা

শেস-রাব-দ্বাং-পো ১৫০০ খ্রিষ্টাব্দে তিব্বতের খাম্স অঞ্চলে খ্যুং-পো-ল্জাং-শোদ-ক্যিস-জ্লা-থাং (ওয়াইলি: khyung po ljang shod kyis zla thang) নামক স্থানে জন্মগ্রহণ করেন। তার পিতার নাম ছিল ল্হা-ছেন-আ'-গুর (ওয়াইলি: lha chen A 'gur) এবং মাতার নাম ছিল খ্রি-ব্জা'-ম্ত্সো (ওয়াইলি: khri bza' mtso)। সাত বছর বয়সে ছোস-র্জে-খ্রি-গ্সুম-দ্পাল-ব্র্ত্সেগ্স (ওয়াইলি: chos rje khri gsum dpal brtsegs) নামক ভিক্ষুর নিকট দীক্ষালাভ করে তিনি দিল-ম্গো (ওয়াইলি: dil mgo) বৌদ্ধবিহারে ভর্তি হন। সাংস-র্গ্যাস-র্গ্যাল-ম্ত্শান (ওয়াইলি: khyung po ljang shod kyis zla thang) নামক ভিক্ষু তাকে শিক্ষার্থীর শপথ প্রদান করেন। তেইশ বছর বয়সে তিনি মধ্য তিব্বত যাত্রা করে সে-রা বৌদ্ধবিহারে শিক্ষালাভ করেন। এই সময় দ্বিতীয় দলাই লামা তার অন্যতম শিক্ষক ছিলেন। দ্গা'-ল্দান বৌদ্ধবিহারে পান-ছেন-ব্সোদ-নাম্স-গ্রাগ্স-পা (ওয়াইলি: pan chen bsod nams grags pa) নামক পঞ্চদশ দ্গা'-ল্দান-খ্রি-পা এবং ছোস-স্ক্যোং-র্গ্যা-ম্ত্শো (ওয়াইলি: khri bza' mtso) নামক ষোড়শ দ্গা'-ল্দান-খ্রি-পার নিকট শিক্ষালাভ করেন। ১৫২৯ খ্রিষ্টাব্দে দ্বিতীয় দলাই লামা তাকে ভিক্ষুর শপথ প্রদান করেন।

পরবর্তী জীবন

শিক্ষালাভ শেষ করে দ্বিতীয় দলাই লামার অনুরোধে তিনি খাম্স অঞ্চলে যাত্রা করেন। সেখানে তিনি দিল-ম্গো (ওয়াইলি: dil mgo) এবং 'গ্যাগ (ওয়াইলি: 'gyag) বৌদ্ধবিহারের প্রধানের দায়িত্ব পালন করেন। ১৫৩৩ খ্রিষ্টাব্দে তিনি ঝের-র্ত্সা-ছোস-স্দে (ওয়াইলি: zher rtsa chos sde) বৌদ্ধবিহারের প্রধান হিসেবে দায়িত্ব পালন করেন। ১৫৩৬ খ্রিষ্টাব্দে তিনি পো-তি-মা বিহার প্রতিষ্ঠা করেন। ১৫৬০ খ্রিষ্টাব্দে তিনি ছাব-ম্দো-ছোস-'খোর-ব্যাম্স-পা-গ্লিং বৌদ্ধবিহারের (ওয়াইলি: chab mdo chos 'khor byams pa gling) দশম প্রধানের পদে দায়িত্ব গ্রহণ করেন ও ছয় বছর সেই পদে থাকেন। ১৫৬৬ খ্রিষ্টাব্দে তিনি 'জাম-দ্ব্যাংস-ব্শেস-গ্ন্যেন নামক এক ভিক্ষুকে বিহারের প্রধানের দায়িত্ব প্রদান করে দক্ষিণ খাম্স অঞ্চলে তিন বছর বসবাস করেন। ১৫৬৯ খ্রিষ্টাব্দে 'জাম-দ্ব্যাংস-ব্শেস-গ্ন্যেন (ওয়াইলি: 'jam dbyangs bshes gnyen) মৃত্যুবরণ করলে শেস-রাব-দ্বাং-পো পুনরায় এই বিহারের দায়িত্ব গ্রহণ করেন ও দশ বছর ঐ পদে থাকেন। এই সময় তিনি হাজারের ওপর মূর্তি ও বহু চিত্রকলা নির্মাণ করান। ১৫৭৭ খ্রিষ্টাব্দে তিনি ম্থোং-বা-দোন-ল্দান (ওয়াইলি: mthong ba don ldan) নামক তৃতীয় 'ফাগ্স-পা-ল্হা (ওয়াইলি: 'phags pa lha) উপাধিধারী বৌদ্ধ লামা এবং স্থানীয় শাসকদের মধ্যে বিবাদের নিষ্পত্তি করেন। ১৫৮০ খ্রিষ্টাব্দে তিনি ল্হা-দ্বাং-ছোস-ক্যি-র্গ্যাল-ম্ত্শান (ওয়াইলি: lha dbang chos kyi rgyal mtshan) নামক চতুর্থ র্তা-ত্শাগ-র্জে-দ্রুং উপাধিধারী বৌদ্ধ লামাকে বিহারের প্রধানের দায়িত্ব প্রদান করেন। ১৫৮৭ খ্রিষ্টাব্দে তিনি পো-তি-ছোস-স্দে (ওয়াইলি: po ti chos sde) নামক স্থানে মৃত্যুবরণ করেন।

তথ্যসূত্র

পূর্বসূরী
মি-গ্যো-বা-গ্ঝোন-নু-ব্লো-গ্রোস
শেস-রাব-দ্বাং-পো
ছাব-ম্দো-ছোস-'খোর-ব্যাম্স-পা-গ্লিং বৌদ্ধবিহারের নবম প্রধান
উত্তরসূরী
'জাম-দ্ব্যাংস-ব্শেস-গ্ন্যেন
The contents of this page are sourced from Wikipedia article. The contents are available under the CC BY-SA 4.0 license.
Lists
Jedrung Sherab Wangpo is in following lists
comments so far.
Comments
From our partners
Sponsored
Credits
References and sources
Jedrung Sherab Wangpo
arrow-left arrow-right instagram whatsapp myspace quora soundcloud spotify tumblr vk website youtube pandora tunein iheart itunes