Jamyang Sherab Gyatso
Quick Facts
Biography
'জাম-দ্ব্যাংস-শেস-রাব-র্গ্যা-ম্ত্শো (ওয়াইলি: 'jam dbyangs shes rab rgya mtsho) (১৩৯৬-১৪৭৪) তিব্বতের ঙ্গোর-এ-বাম-ছোস-ল্দান বৌদ্ধবিহারের তৃতীয় প্রধান বা ঙ্গোর-ছেন ছিলেন।
জন্ম ও শিক্ষা
'জাম-দ্ব্যাংস-শেস-রাব-র্গ্যা-ম্ত্শো ১৩৯৬ খ্রিষ্টাব্দে মধ্য তিব্বতের ছু-মিগ-গি-ব্যা-'দাব-ফ্যুগ (ওয়াইলি: chu mig gi bya 'dab phyug) নামক স্থানে 'গার (ওয়াইলি: ’gar) নামক পরিবারগোষ্ঠীতে জন্মগ্রহণ করেন। তার পিতার নাম ছিল র্গ্যাল-মতশান-দার (ওয়াইলি: rgyal mtshan dar) এবং মাতার নাম ছিল লহুন-গ্রুব-র্গ্যাল-মো (ওয়াইলি: lhun grub rgyal mo)। জন্মের পর তার নাম রাখা হয় ব্সোদ-নাম্স-'ফেল (ওয়াইলি: bsod nams 'phel)। চৌদ্দ বছর ও কুড়ি বছর বয়সে তিনি গ্রুব-পা-শেস-রাব (ওয়াইলি: grub pa shes rab) নামক স্নার-থাং (ওয়াইলি: snar thang) বৌদ্ধবিহারের প্রধানের নিকট যথাক্তমে শিক্ষার্থীর শপথ ও ভিক্ষুর শপথ গ্রহণ করেন। তার উল্লেখযোগ্য শিক্ষক ছিলেন কুন-দ্গা'-ব্জাং-পো নামক প্রথম ঙ্গোর-ছেন, গ্যাগ-স্তোন-সাংস-র্গ্যাল-দ্পাল, ছোস-র্জে-ব্সোদ-নাম্স-ব্লো-গ্রোস (ওয়াইলি: chos rje bsod nams blo gros), ছোস-র্জে-দ্পোন-স্তোন-থুব-পা (ওয়াইলি: chos rje dpon ston thub pa), গ্রাগ্স-পা-দোন-গ্রুব (ওয়াইলি: grags pa don grub), গ্রাগ্স-পা-ব্লো-গ্রোস (ওয়াইলি: grags pa blo gros) প্রভৃতি।
পরবর্তী জীবন
তিনি কুন-দ্গা'-ব্জাং-পোকে ১৪৩০ খ্রিষ্টাব্দে ঙ্গোর-এ-বাম-ছোস-ল্দান বৌদ্ধবিহার প্রতিষ্ঠায় সহায়তা করেন। কুন-দ্গা'-ব্জাং-পোর নির্দেশে তিনি মুস্তাং অঞ্চলের থুব-ব্স্তান-দার-র্গ্যাস-গ্লিং (ওয়াইলি: thub bstan dar rgyas gling) বৌদ্ধবিহারে এগারো বছর শিক্ষকতা করেন। ১৪৬২ খ্রিষ্টাব্দে তিনি ঙ্গোর-এ-বাম-ছোস-ল্দান বৌদ্ধবিহারের তৃতীয় প্রধান হিসেবে নির্বাচিত হন। তিনি কুন-দ্গা'-র্গ্যাল-ম্ত্শান-দ্পাল-ব্জাং-পো নামক ষষ্ঠ সা-স্ক্যা-খ্রি-'দ্জিন রচিত ৎশাদ-মা-রিগ্স-পা'ই-গ্তের (ওয়াইলি: Tshad ma rigs pa'i gter) গ্রন্থের ওপর টীকাভাষ্য রচনা করেন। তার উল্লেখযোগ্য শিষ্য ছিলেন দ্পাল-ল্দান-র্দো-র্জে (ওয়াইলি: dpal ldan rdo rje) নামক পঞ্চম ঙ্গোর-ছেন, দ্কোন-ম্ছোগ-'ফেল-বা (ওয়াইলি: dkon mchog 'phel ba) নামক সপ্তম ঙ্গোর-ছেন এবং ব্সোদ-নাম্স-দ্বাং-ফ্যুগ (ওয়াইলি: bsod nams dbang phyug) নামক থুব-ব্স্তান-দার-র্গ্যাস-গ্লিং (ওয়াইলি: thub bstan dar rgyas gling) বৌদ্ধবিহারের প্রধান।
তথ্যসূত্র
পূর্বসূরী মুস-ছেন-সেম্স-দ্পা'-ছেন-পো-দ্কোন-ম্ছোগ-র্গ্যাল-ম্ত্শান | 'জাম-দ্ব্যাংস-শেস-রাব-র্গ্যা-ম্ত্শো তৃতীয় ঙ্গোর-ছেন | উত্তরসূরী কুন-দ্গা'-দ্বাং-ফ্যুগ |