peoplepill id: jamyang-moenlam
JM
Tibet
1 views today
1 views this week
Jamyang Mönlam
Tibetan Buddhist leader, 67th Ganden Tripa

Jamyang Mönlam

The basics

Quick Facts

Intro
Tibetan Buddhist leader, 67th Ganden Tripa
Places
Work field
Gender
Male
Birth
Death
Age
64 years
The details (from wikipedia)

Biography

'জাম-দ্ব্যাংস-স্মোন-লাম (তিব্বতি: འཇམ་དབྱངས་སྨོན་ལམ, ওয়াইলি: 'jam dbyangs smon lam) (১৭৫০-১৮১৪) তিব্বতী বৌদ্ধধর্মের দ্গে-লুগ্স ধর্মসম্প্রদায়ের দ্গা'-ল্দান বৌদ্ধবিহারের সাতষট্টিতম দ্গা'-ল্দান-খ্রি-পা বা প্রধান ছিলেন।

সংক্ষিপ্ত জীবনী

জাম-দ্ব্যাংস-স্মোন-লাম ১৭৫০ খ্রিষ্টাব্দে তিব্বতের খাম্স অঞ্চলে চিং-ফুগ (ওয়াইলি: ching phug) নামক স্থানে জন্মগ্রহণ করেন। তাঁর পিতার নাম ছিল র্নাম-র্গ্যাল (ওয়াইলি: rnam rgyal) এবং মাতার নাম ছিল ন্যি-মা-মিগ (ওয়াইলি: nyi ma mig)। কম বয়সে তিনি দ্গা'-ল্দান-দার-র্গ্যাস-গ্লিং (ওয়াইলি: dga' ldan dar rgyas gling) বৌদ্ধবিহারে ভর্তি হন ও সেখানে 'দুল-'দ্জিন-স্কাল-ব্জাং-র্নাম-র্গ্যাল (ওয়াইলি: 'dul 'dzin skal bzang rnam rgyal) নামক এক বৌদ্ধ ভিক্ষুর নিকট শিক্ষার্থীর শপথ গ্রহণ করেন। ১৭৬৬ খ্রিষ্টাব্দে তিনি লাসা শহরে যাত্রা করে দ্রেপুং বৌদ্ধবিহার বিশ্ববিদ্যালয়ের ব্লো-গ্সাল-গ্লিং (ওয়াইলি: blo gsal gling) মহাবিদ্যালয়ে শিক্ষালাভের উদ্দেশ্যে ভর্তি হন। এই সময় ব্লো-ব্জাং-দ্গে-লেগ্স (ওয়াইলি: blo bzang dge legs), য়োংস-দ্জিন-য়ে-শেস-র্গ্যাল-ম্ত্শান (ওয়াইলি: yongs dzin ye shes rgyal mtshan), ঙ্গাগ-দ্বাং-ব্লো-ব্জাং (ওয়াইলি: ngag dbang blo bzang), ঙ্গাগ-দ্বাং-ত্শুল-খ্রিম্স (ওয়াইলি: ngag dbang tshul khrims), ঙ্গাগ-দ্বাং-'ফ্রিন-লাস-দ্পাল-ব্জাং (ওয়াইলি: ngag dbang 'phrin las dpal bzang) প্রভৃতি বিখ্যাত লামারা তাঁর উল্লেখযোগ্য শিক্ষক ছিলেন। ষষ্ঠ পাঞ্চেন লামা তাঁকে ভিক্ষুর শপথ প্রদান করেন। এরপর তিনি গ্যুতো তন্ত্র মহাবিদ্যালয়ে শিক্ষালাভ করেন ও শিক্ষাশেষে ঐ প্রতিষ্ঠানের প্রধানেরর পদ লাভ করেন। ১৯৯৪ খ্রিষ্টাব্দে তিনি দ্গে-'দুন-ত্শুল-খ্রিম্স (ওয়াইলি: dge 'dun tshul khrims) নামক বৌদ্ধ পণ্ডিতের সঙ্গে চিং সম্রাট চিয়ানলোংয়ের রাজসভায় যাত্রা করেন এবং বেইজিং শহরে ইয়োংহেগোং বৌদ্ধবিহার ও ঝেহোর পোতালার প্রধান রূপে দায়িত্ব পালন করেন। এরপর তিনি তিব্বত ফিরে আসলে দ্গা'-ল্দান বৌদ্ধবিহারের শার-র্ত্সে (ওয়াইলি: shar rtse) মহাবিদ্যালয়ের প্রধানের পদে অধিষ্ঠিত হন। ১৮১৪ খ্রিষ্টাব্দে তিনি দ্গা'-ল্দান বৌদ্ধবিহারের সাতষট্টিতম প্রধানের দায়িত্ব লাভ করেন এবং মাত্র তিন মাস এই পদে থাকার পরে তাঁর মৃত্যু হয়।

রচনা

তিনি বহু গ্রন্থ রচনা করেন, যার মধ্যে ব্যাং-ছুব-লাম-রিম-গ্যি-স্ঙ্গোন-'গ্রো-স্ব্যোর-বা'ই-ছোস-দ্রুগ-গি-খ্রিদ-য়িগ-ছেন-মো-'জাম-দ্ব্যাংস-ব্লা-মা'ই-দ্গোংস-র্গ্যান (ওয়াইলি: byang chub lam rim gyi sngon ’gro sbyor ba’i chos drug gi khrid yig chen mo ’jam dbyangs bla ma’i dgongs rgyan), ব্যাং-ছুব-লাম-রিম-গ্যি-রিম-পা-ছুং-ঙ্গু'ই-জিন-ব্রিস-ব্লো-গ্সাল-র্গ্যা-ম্ত্শো'ই-'জুগ-ঙ্গোগ্স (ওয়াইলি: byang chub lam rim gyi rim pa chung ngu’i zin bris blo gsal rgya mtsho’i ’jug ngogs), দ্গে-স্লোং-গি-ব্স্লাব-ব্যা'ই-স্দোম-ত্শিগ-থুব-ব্স্তান-গ্সাল-ব্যেদ (ওয়াইলি: dge slong gi bslab bya’i sdom tshig thub bstan gsal byed) প্রভৃতি গ্রন্থগুলি সর্বাপেক্ষা উল্লেখযোগ্য।

তথ্যসূত্র

পূর্বসূরী
ঙ্গাগ-দ্বাং-স্ন্যান-গ্রাগ্স
'জাম-দ্ব্যাংস-স্মোন-লাম
সাতষট্টিতম দ্গা'-ল্দান-খ্রি-পা
উত্তরসূরী
ব্লো-ব্জাং-দ্গে-লেগ্স
The contents of this page are sourced from Wikipedia article. The contents are available under the CC BY-SA 4.0 license.
Lists
Jamyang Mönlam is in following lists
comments so far.
Comments
From our partners
Sponsored
Jamyang Mönlam
arrow-left arrow-right instagram whatsapp myspace quora soundcloud spotify tumblr vk website youtube pandora tunein iheart itunes