Ferdousi Islam Jesi
Quick Facts
Biography
ফেরদৌসী ইসলাম জেসি চাঁপাইনবাবগঞ্জ জেলার জন্মগ্রহণকারী সংসদীয় আসন মহিলা আসন-৪১ আসনের রাজনীতিবিদ।
ব্যক্তিগত জীবন
ফেরদৌসী ইসলাম জেসি চাঁপাইনবাবগঞ্জ এর বিখ্যাত রাজনৈতি পরিবারে জন্মগ্রহণ করেন। তাঁর পিতা মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক, বীর মুক্তিযোদ্ধা, ভাষা সৈনিক ও সাবেক সংসদ সদস্য, গভর্নর ডা. আ.আ.ম মেসবাহুল হক বাচ্ছু।
শিক্ষা জীবন
জেসি ১৯৮১ সালে এসএসসি ও ১৯৮৩ সালে এইচএসসি পাস করে ১৯৮৪-১৯৮৫ সালে চাঁপাইনবাবগঞ্জ সরকারি কলেজে বি এসসি পড়াশোনা করেন।
রাজনৈতিক জীবন
পারিবারিক ও ছাত্রজীবন থেকে তিনি আওয়ামী রাজনীতির সাথে জড়িয়ে রয়েছেন। নবাবগঞ্জ সরকারি কলেজে পড়াকালীন সময়ে বাংলাদেশ ছাত্রলীগের সহ সম্পাদকের দায়িত্ব পালন করাসহ বিভিন্ন সময়ে তিনি এই সংগঠনের ক্রীড়া সম্পাদক ও সমাজসেবা সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেন। একাদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে ক্ষমতাসীন আওয়ামী লীগ চাঁপাইনবাবগঞ্জ আসনে ফেরদৌসী ইসলাম জেসি এর মনোনয়ন দেন।
আরও দেখুন
- আব্দুল ওদুদ
- গোলাম রব্বানি
- বাংলাদেশের সংসদ সদস্য
- বাংলাদেশ আওয়ামী লীগ
তথ্যসূত্র
- ↑ "সংরক্ষিত ৪১ আসনে আ. লীগের নারী সাংসদ হচ্ছেন যাঁরা"। প্রথম আলো। ৮ ফেব্রুয়ারি ২০১৯। সংগ্রহের তারিখ ৯ ফেব্রুয়ারি ২০১৯।
- ↑ "বাবার আদর্শ ধরে রাখতে রাজনীতি করতে চান ফেরদৌসী ইসলাম জেসি"। gourbangla। সংগ্রহের তারিখ ৯ ফেব্রুয়ারি ২০১৯।