peoplepill id: drubkhang-gelek-gyatso
DGG
1 views today
1 views this week
Drubkhang Gelek Gyatso

Drubkhang Gelek Gyatso

The basics

Quick Facts

Work field
Gender
Male
Religion(s):
Birth
Death
Age
72 years
Family
Father:
Guru Könchok
The details (from wikipedia)

Biography

গ্রুব-খাং-দ্গে-লেগ্স-র্গ্যা-ম্ত্শো

গ্রুব-খাং-দ্গে-লেগ্স-র্গ্যা-ম্ত্শো (ওয়াইলি: grub khang dge legs rgya mtsho) (১৬৪১-১৭১৩) তিব্বতের সে-রা-দ্বু-র্ত্সে (ওয়াইলি: se ra dbu rtse), ফুর-বু-ল্চোগ (ওয়াইলি: phur bu lcog) এবং রা-খা-ব্রাগ (ওয়াইলি: ra kha brag) নামক তিনটি বৌদ্ধ আশ্রমের প্রতিষ্ঠাতা ছিলেন।

প্রথম জীবন

গ্রুব-খাং-দ্গে-লেগ্স-র্গ্যা-ম্ত্শো ১৬৪১ খ্রিষ্টাব্দে লাদাখের জাংস্কার অঞ্চলের এক দরিদ্র পরিবারে জন্মগ্রহণ করেন। জন্মের পির তার নাম রাখা হয় দ্মিগ-জা (ওয়াইলি: dmig za) তার যখন ছয় বছর বয়স তখন পিতা গু-রু-দ্কোন-ম্ছোগ (ওয়াইলি: gu ru dkon mchog) মারা যান এবং তার যখন সতেরো বছর বয়স তখন তার মাতা বু-মো-ম্ছোগ (ওয়াইলি: bu mo mchog) যক্ষ্মা রোগে ভগে মৃত্যুবরণ করেন। এরপর যুবক দ্মিগ-জা তিব্বত যাত্রা করে ছাব-ম্দো-ছোস-'খোর-ব্যাম্স-পা-গ্লিং বৌদ্ধবিহারে (ওয়াইলি: chab mdo chos 'khor byams pa gling) দুই বছর শিক্ষালাভ করেন। এরপর দ্রুং-পা-ব্র্ত্সোন-'গ্রুস-র্গ্যাল-ম্ত্শান (ওয়াইলি: drung pa brtson 'grus rgyal mtshan) নামক এক বৌদ্ধ ভিক্ষু তাকে শিক্ষার্থীর শপথ প্রদান করেন। তিনি দ্বাগ্স-পো (ওয়াইলি: dwags po) মহাবিদ্যালয়ে ব্লো-গ্রোস-ব্র্তান-পা (ওয়াইলি: blo gros brtan pa), ল্হা-স্দিংস-ব্লো-ব্জাং-দোন-গ্রুব (ওয়াইলি: lha sdings blo bzang don grub) প্রভৃতি পণ্ডিতদের নিকট ষোল বছর ধরে শিক্ষালাভ করে দ্রুং-পা-ব্র্ত্সোন-'গ্রুস-র্গ্যাল-ম্ত্শানের নিকট ভিক্ষুর শপথ গ্রহণ করেন। র্তা-ফুগ-পা-ব্লো-ব্জাং-দাম-ছোস-র্গ্যাল-ম্ত্শান (ওয়াইলি: rta phug pa blo bzang dam chos rgyal mtshan), ব্লো-ব্জাং-দোন-গ্রুব (ওয়াইলি: blo bzang don grub), রিন-ছেন-দোন-গ্রুব (ওয়াইলি: rin chen don grub), ঝাল-স্ঙ্গা-ছোস-'ফেল-র্গ্যা-ম্ত্শো (ওয়াইলি: zhal snga chos 'phel rgya mtsho), ব্যাম্স-পা-ছোস-ল্দান (ওয়াইলি: byams pa chos ldan) প্রভৃতি লামারা তার অন্যান্য উল্লেখযোগ্য শিক্ষক ছিলেন।

পরবর্তী জীবন

তিনি অষ্টাদশ শতাব্দীর প্রথম কয়েকটি বছরে সে-রা-দ্বু-র্ত্সে (ওয়াইলি: se ra dbu rtse), ফুর-বু-ল্চোগ (ওয়াইলি: phur bu lcog) এবং রা-খা-ব্রাগ (ওয়াইলি: ra kha brag) নামক তিনটি আশ্রম প্রতিষ্ঠা করেন। এই তিনটি আশ্রম পরিচালনার জন্য তিনি স্গ্রুব-স্দে'ই-ব্চা'-য়িগ (ওয়াইলি: sgrub sde'i bca' yig) নামক একটি নীতিমালা প্রণয়ন করেন। তিনি দ্রাং-বা-দাং-ঙ্গেস-পা'ই-দোন-র্নাম-পার-'ব্যেদ-পা'ই-ব্স্তান-ব্চোস-লেগ্স-পার-ব্শাদ-পা'ই-স্ন্যিন-পো'ই-দ্গোংস-পা'ই-দোন-গ্সাল-বার-ব্যেদ-পা'ই-মে-লোং (ওয়াইলি: Drang ba dang nges pa'i don rnam par 'byed pa'i bstan bcos legs par bshad pa'i snyin po'i dgongs pa'i don gsal bar byed pa'i me long) নামে একটি গ্রন্থ রচনা করেন। ঙ্গাগ-দ্বাং-ব্যাম্স-পা (ওয়াইলি: ngag dbang byams pa) নামক প্রথম ফুর-ল্চোগ (ওয়াইলি: phur lcog), ব্ঝোদ-পা-র্গ্যা-ম্ত্শো (ওয়াইলি: bzod pa rgya mtsho) নামক ম্খার-র্দো আশ্রমের (ওয়াইলি: mkhar rdo) প্রতিষ্ঠাতা, ব্লো-ব্জাং-দার-র্গ্যাস (ওয়াইলি: blo bzang dar rgyas) নামক উনপঞ্চাশতম দ্গা'-ল্দান-খ্রি-পা ঙ্গাগ-দ্বাং-ম্ছোগ-ল্দান (ওয়াইলি: ngag dbang mchog ldan) নামক চুয়ান্নতম দ্গা'-ল্দান-খ্রি-পা প্রভৃতি বিখ্যাত লামারা তার উল্লেখযোগ্য শিষ্য ছিলেন।

তথ্যসূত্র

আরো পড়ুন

  • Cabezón, José Ignacio. 2006. The Hermitages of Sera. Charlottesville: The Tibetan and Himalayan Digital Library, pp. 13–15
The contents of this page are sourced from Wikipedia article. The contents are available under the CC BY-SA 4.0 license.
Lists
Drubkhang Gelek Gyatso is in following lists
comments so far.
Comments
From our partners
Sponsored
Credits
References and sources
Drubkhang Gelek Gyatso
arrow-left arrow-right instagram whatsapp myspace quora soundcloud spotify tumblr vk website youtube pandora tunein iheart itunes