Chödrag Sangpo
Quick Facts
Biography
ছোস-গ্রাগ্স-ব্জাং-পো (তিব্বতি: ཆོས་གྲགས་བཟང་པོ, ওয়াইলি: chos grags bzang po) (১৪৯৩-১৫৫৯) তিব্বতী বৌদ্ধধর্মের দ্গে-লুগ্স ধর্মসম্প্রদায়ের দ্গা'-ল্দান বৌদ্ধবিহারের বিংশ দ্গা'-ল্দান-খ্রি-পা বা প্রধান ছিলেন।
সংক্ষিপ্ত জীবনী
ছোস-গ্রাগ্স-ব্জাং-পো ১৪৯৩ খ্রিষ্টাব্দে তিব্বতের স্তাগ-ফু নামক স্থানে জন্মগ্রহণ করেন। ধর্মশিক্ষার পর তিনি গ্যুমে মহাবিদ্যালয় এবং দ্গা'-ল্দান বৌদ্ধবিহার বিশ্ববিদ্যালয়ের ব্যাং-র্ত্সে মহাবিদ্যালয়ে অধ্যাপনা করেন। ১৫৫২ খ্রিষ্টাব্দে দ্গা'-ল্দান বৌদ্ধবিহারের বিংশ দ্গা'-ল্দান-খ্রি-পা হিসেবে মনোনীত হন এবং সাত বছর ঐ পদে থাকেন। ১৫৫৪ খ্রিষ্টাব্দে তিনি সেরা বৌদ্ধবিহারের চতুর্দশ প্রধান হিসেবে মনোনীত হন। ১৫৫৯ খ্রিষ্টাব্দে দ্গা'-ল্দান-খ্রি-পা পদ থেকে অবসর গ্রহণের পর তিনি স্ন্যে-থাং অঞ্চলের ব্দে-বা-চান বৌদ্ধবিহারে বসবাস শুরুর কয়েকদিনের মধ্যে তাঁর মৃত্যু ঘটে।
তথ্যসূত্র
পূর্বসূরী ঙ্গাগ-দ্বাং-ছোস-গ্রাগ্স | ছোস-গ্রাগ্স-ব্জাং-পো বিংশ দ্গা'-ল্দান-খ্রি-পা | উত্তরসূরী দ্গে-লেগ্স-দ্পাল-ব্জাং |