peoplepill id: bipa-mipam-dawa
BMD
1 views today
1 views this week
Bipa Mipam Dawa

Bipa Mipam Dawa

The basics

Quick Facts

Gender
Male
Birth
Death
Age
40 years
The details (from wikipedia)

Biography

ঙ্গাগ-দ্বাং-মি-ফাম-জ্লা-বা (ওয়াইলি: ngag dbang mi pham zla ba) (১৭৬৭-১৮০৭) তিব্বতের রোং-বো বৌদ্ধবিহারের প্রধান ছিলেন।

সংক্ষিপ্ত জীবনী

ঙ্গাগ-দ্বাং-মি-ফাম-জ্লা-বা ১৭৬৭ খ্রিষ্টাব্দে তিব্বতের বিস-থাং (ওয়াইলি: bis thang) নামক স্থানে জন্মগ্রহণ করেন। তেরো বছর বয়সে তিনি স্গে-স্তিং-দ্গা-ল্দান-ছোস-গ্লিং (ওয়াইলি: sge sting dga ldan chos gling) বৌদ্ধবিহার থেকে শিক্ষালাভ করেন। পরবর্তী কালে রোং-বো বৌদ্ধবিহারে (ওয়াইলি: rong bo) শেস-রাব-'ওদ-জের (ওয়াইলি: shes rab 'od zer) নামক ভিক্ষুর নিকট তিব্বতী ব্যাকরণ এবং আ-খ্যুং-ঙ্গাগ-দ্বাং-ম্খ্যেন-রাব (ওয়াইলি: a khyung ngag dbang mkhyen rab) নামক ভিক্ষুর নিকট কাব্যশাস্ত্র সম্বন্ধে শিক্ষালাভ করেন। দ্গে-'দুন-'ফ্রিন-লাস-রাব-র্গ্যাস (ওয়াইলি: dge 'dun 'phrin las rab rgyas) নামক তৃতীয় রোং-বো-গ্রুব-ছেন (ওয়াইলি: rong bo grub chen) উপাধিধারী লামা তাকে শিক্ষার্থীর শপথ প্রদান করেন। ঙ্গাগ-দ্বাং-'জাম-দ্ব্যাংস-ব্ক্রা-শিস (ওয়াইলি: ngag dbang 'jam dbyangs bkra shis) নামক দ্বিতীয় ব্সে-ত্শাং রিন-পো-ছে (ওয়াইলি: bse tshang rin po che) উপাধিধারী বৌদ্ধ লামা এবং এই বিহারের চতুর্দশ প্রধান এবং তার অন্যতম উল্লেখযোগ্য শিক্ষক ছিলেন। পরবর্তীকালে তিনি দ্গোন-লুং-ব্যাম্স-পা-গ্লিং বৌদ্ধবিহারে ব্লো-ব্জাং-ছোস-ক্যি-ন্যি-মা (ওয়াইলি: blo bzang chos kyi nyi ma) নামক তৃতীয় থু'উ-ব্ক্বান (ওয়াইলি: thu'u bkwan) উপাধিধারী বৌদ্ধ লামার নিকট তিনি শিক্ষালাভ করেন। ১৮০৭ খ্রিষ্টাব্দে তাকে রোং-বো বৌদ্ধবিহারের প্রধানের দায়িত্ব প্রদান করা হয়। তিনি লেগ্স-ব্শাদ-স্ব্রাং-র্ত্সি'ই-স্ন্যিং-পো (ওয়াইলি: legs bshad sbrang rtsi'i snying po), 'ফ্রিন-য়িগ-গি-র্নাম-গ্ঝাগ-ব্লো-গ্রোস-স্গো-'ব্যেদ (ওয়াইলি: 'phrin yig gi rnam gzhag blo gros sgo 'byed) প্রভৃতি গ্রন্থের রচয়িতা।

তথ্যসূত্র

The contents of this page are sourced from Wikipedia article. The contents are available under the CC BY-SA 4.0 license.
Lists
Bipa Mipam Dawa is in following lists
comments so far.
Comments
From our partners
Sponsored
Credits
References and sources
Bipa Mipam Dawa
arrow-left arrow-right instagram whatsapp myspace quora soundcloud spotify tumblr vk website youtube pandora tunein iheart itunes