Bimal Pratibha Devi
Quick Facts
Biography
বিমলপ্রতিভা দেবী (ডিসেম্বর ১৯০১ — আগস্ট ১৯৭৮) ছিলেন ভারতীয় উপমহাদেশের ব্রিটিশ বিরোধী স্বাধীনতা আন্দোলনের একজন ব্যক্তিত্ব ও অগ্নিকন্যা।
জন্ম ও পরিবার
বিমলপ্রতিভা দেবী ১৯০১ সালে ভারতের ওড়িশা রাজ্যে কটকে জন্মগ্রহণ করেন। কিন্তু পিতৃভূমি ছিল নদীয়ায়। তার পিতার নাম সুরেন্দ্রনাথ মুখার্জী ও মাতার নাম ইন্দুমতী দেবী। পিতার আদর্শে প্রভাবিত হয়ে রাজনীতিতে যোগ দেন।
রাজনৈতিক জীবন
১৯১৮ সালে তিনি রাজনীতিতে যুক্ত হন। ১৯২১ সালে অসহযোগ আন্দোলনে যোগ দেন। ১৯২৮ সালে প্রকাশও কংগ্রেসে যোগ দেন। ১৯৩০ সালে লবণ আইন অমান্য আন্দোলনে যুক্ত হন। সে সময় 'নারী সত্যাগ্রহ সমিতি'-র যুগ্ম-সম্পাদিকা ছিলেন। ১৯৩০ সালে তার ছয় মাসের কারাদণ্ড হয়। ১৯৩১ সালে মানিকতলার ডাকাতি সম্পর্কে তিনি সহ অনেকে গ্রেপ্তার হন এবং ১৯৩৮ সালে মুক্তি পান। এই সালেই ত্রিপুরা যুব সম্মেলনে তিনি যোগদান করেন। ১৯৪১ সালের ২৭ জানুয়ারি রাষ্ট্রদ্রোহমূলক ইস্তেহার রাখার কারণে দুই বছর কারাদণ্ড হয়। ১৯৪৫ সালে শ্রমিক আন্দোলনের সাথে যুক্ত হন। স্বাধীন ভারতে কয়লা খাদানের শ্রমিকদের প্রাপ্য অধিকার ও ন্যায্য দাবি আদায়ের লড়াইতেও তার অবদান আছে। রিভলিউশনারি কমিউনিস্ট পার্টি অব ইন্ডিয়ার প্রতিষ্ঠাতা নেতা সৌমেন্দ্রনাথ ঠাকুরের সংস্পর্শে এসে বিমলপ্রতিভা তার দলে যোগ দেন। নিয়মিত শ্রমিক মহল্লায় ঘুরে ঘুরে ওষুধপথ্য দেওয়া ও শ্রমিকের ছেলেমেয়েদের পড়ানোর ব্যবস্থা করেছেন বিমলপ্রতিভা। তিনি সাহিত্যচর্চাও করতেন। ১৯৩৮ সালে তাঁর উপন্যাস নতুন দিনের আলো প্রকাশ পায়।
মৃত্যু
বিমলপ্রতিভা দেবী আগস্ট ১৯৭৮ সালে মৃত্যুবরণ করেন। আসানসোল শহরের নিকটে তার স্মৃতিতে একটি রাস্তার নাম বিমলপ্রতিভা দেবী সরণি রাখা হয়েছিল।