Tsoknyi Gyatso

The basics

Quick Facts

wasWriter
Work fieldLiterature
Gender
Male
Religion:Tibetan buddhism
Birth1573
Positions Held
Lamo-Inkarnationslinie
The details

Biography

ত্শোগ্স-গ্ন্যিস-র্গ্যা-ম্ত্শো (ওয়াইলি: tshogs gnyis rgya mtsho) (১৫৭৩-১৬০৯) তিব্বতী বৌদ্ধধর্মের দ্গে-লুগ্স ধর্মসম্প্রদায়ের প্রথম ঝাব্স-দ্রুং-দ্কার-পো (ওয়াইলি: zhabs drung dkar po) উপাধিধারী বৌদ্ধ লামা ছিলেন।

সংক্ষিপ্ত জীবনী

ত্শোগ্স-গ্ন্যিস-র্গ্যা-ম্ত্শো ১৫৭৩ খ্রিষ্টাব্দে মধ্য তিব্বতের লা-মো-রিন-ছেন-স্গাং (ওয়াইলি: la mo rin chen sgang) নামক স্থানে জন্মগ্রহণ করেন। তিনি দ্রেপুং বৌদ্ধবিহার বিশ্ববিদ্যালয়ের গোমাং মহাবিদ্যলয় এবং গ্যুমে তন্ত্র মহাবিদ্যালয় থেকে শিক্ষালাভ করেন। মঙ্গোল নেতাদের অনুরোধে তৃতীয় দলাই লামা তাকে আমদো অঞ্চলে মঙ্গোলদের নিকট পাঠালে তুমেদ মঙ্গোল নেতা হোলোচি তাকে র্ঙ্গা-স্গার-ব্যাং-ছুব-গ্লিং (ওয়াইলি: rnga sgar byang chub gling) বৌদ্ধবিহার এবং খ্রি-কা (ওয়াইলি: khri ka) বৌদ্ধবিহারের দায়িত্ব প্রদান করেন। মিং সম্রাট ওয়ানলি তাকে র্ঙ্গা-স্গার-স্কু-স্ক্যে-দ্কার-পো (ওয়াইলি: rnga sgar sku skye dkar po) উপাধি প্রদান করেন। তিনি ঝাব্স-দ্রুং-দ্কার-পো (ওয়াইলি: zhabs drung dkar po) নামেও পরিচিত ছিলেন, যা তার পরবর্তী পুনর্জন্মদের উপাধি হিসেবে পরিচিত হয়।

তথ্যসূত্র

পূর্বসূরী
--
ত্শোগ্স-গ্ন্যিস-র্গ্যা-ম্ত্শো
প্রথম ঝাব্স-দ্রুং-দ্কার-পো
উত্তরসূরী
ব্লো-গ্রোস-র্গ্যা-ম্ত্শো
The contents of this page are sourced from Wikipedia article on 12 Apr 2024. The contents are available under the CC BY-SA 4.0 license.