Biography
Lists
Also Viewed
Quick Facts
Intro | Bangladeshi actor | |
Places | Bangladesh | |
is | Actor | |
Work field | Film, TV, Stage & Radio | |
Gender |
|
Biography
সিদ্দিকুর রহমান সিদ্দিক একজন বাংলাদেশী টেলিভিশন অভিনেতা। তিনি এক পর্বের টেলিভিশন নাটক ও ধারাবাহিকে বেশিরভাগ সময় কমেডি চরিত্রে অভিনয় করে থাকেন। ২০১৩ সালে তার অভিনীত প্রথম চলচ্চিত্র ‘এইতো ভালোবাসা’ মুক্তি পেয়েছিল। তার বিপরীতে নায়িকা ছিলেন অভীনেত্রী নিপুন। সিদ্দিক অভিনীত কিছু জনপ্রিয় নাটক ও ধারাবাহিক কবি বলেছেন, হাউসফুল, হ্যালো, ছাইয়্যা ছাইয়্যা, গ্ৰ্যাজুয়েট, মাইক, হাম্বা, বন্ধু এবং ভালোবাসা, সংবিধিবদ্ধ সতর্কীকরণ, ড্যান্স ডিরেক্টর, আমি নাটক বানাতে চাই, চৈতা পাগল, বরিশালের মামা ভাগ্নে, আমাদের সংসার, চন্দ্র বিন্দু ও রেডিও চকলেট।
প্রারম্ভিক জীবন
সিদ্দিক টাঙ্গাইল জেলার মধুপুর উপজেলার চাপড়ী গ্রামে জন্মগ্রহণ করেন। তার পিতার নাম মোহাম্মদ মোজাফ্ফর আলী ও মায়ের নাম মোছাম্মৎ হামিদা বেগম।
অভিনয়জীবন
১৯৯৯ সালে নাটকের দল থিয়েটার আরামবাগ- এ অভিনয়ের মাধ্যমে মঞ্চে তার অভিষেক ঘটে। এসময় থিয়েটারের অধীনে তিনি বলদ, হাজার পোশাকী রাজার গল্প, পেজগীসহ বেশকিছু নাটকে অভিনয় করেন। এরপর তারিক আনাম খানের নির্মিত একটি চকলেটের বিজ্ঞাপনে অংশগ্রহণের মাধ্যমে শোবিজে আগমন করেন কিন্তু তখন তিনি মূলত সহকারী পরিচালক হিসেবে কাজ করতেন। ২০০৫ সালে দীপংকর দীপন নির্মিত “রৌদ্র ও রোদেলার কাব্য” নাটকে “কাউয়া সিদ্দিক” চরিত্রে অভিনয়ের মাধ্যমে তিনি নাটকে অভিনয় শুরু করেন। পরবর্তিতে ফাহামির পরিচালনায় কবি বলেছেন ও ধারাবাহিক নাটক হাউসফুলের মাধ্যমে তিনি জনপ্রিয়তা অর্জন করেন। ২০১৩ সালে তিনি আরটিভির প্রযোজনাতে “এইতো ভালোবাসা” নামের একটি চলচ্চিত্রে অভিনয় করেন।
রাজনৈতিক জীবন
সিদ্দিক বাংলাদেশ আওয়ামী লীগের সাথে সম্পৃক্ত। ২০১৮ সালে একাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে আওয়ামী লীগ থেকে টাঙ্গাইল-১ আসনের মনোনয়ন পত্র কিনেছিলেন তিনি, কিন্তু দলীয় মনোনয়ন না পাওয়ায় নির্বাচনে অংশগ্রহণ করেননি।
ব্যক্তিগত জীবন
সিদ্দিক ২০১২ সালের ২৪ মে বাংলাদেশি বংশোদ্ভূত স্পেনের নাগরিক মারিয়া মীমকে বিয়ে করেন। ২০১৩ সালের ২৫শে জুন তিনি একটি পুত্র সন্তানের পিতা হন, যার নাম আরশ হোসেন আলিফ। ২০১৯ সালের ১৯ অক্টোবর তাদের বিবাহ বিচ্ছেদ হয়।
টেলিভিশন
- রৌদ্র ও রোদেলার কাব্য (২০০৫) - কাউয়া সিদ্দিক
- কবি বলেছেন (২০০৭) - সিদ্দিক
- হাউজফুল (২০০৮) - সিদ্দিক
- ছাইয়্যা ছাইয়্যা (২০০৮) - বিপাশা
- হ্যালো (২০০৯)
- চৌধুরী সাহেবের ফ্রি অফার (২০০৯) - আবুল কালাম
- গ্ৰ্যাজুয়েট (২০১০) - হানিফ
- মাইক
- হাম্বা
- বন্ধু এবং ভালোবাসা
- সংবিধিবদ্ধ সতর্কীকরণ
- চিরকুমার সংঘ
- বড়দের বিবাহ শাস্ত্র
- ড্যান্স ডিরেক্টর
- আমি নাটক বানাতে চাই
- চৈতা পাগল
- বরিশালের মামা ভাগ্নে
- আমাদের সংসার
- চন্দ্র বিন্দু
- রেডিও চকলেট
- ব্যাচেলর ভাড়াটিয়া
- আমেরিকান ড্রিম (২০১২) - সিদ্দিক
- কারসাজি
- চিরকুমার সংঘ রিলোডেড (২০২২)
চলচ্চিত্র
- এইতো ভালোবাসা (২০১৩) - সিদ্দিক
তথ্যসূত্র
বহিঃসংযোগ
- বাংলা মুভি ডেটাবেজে সিদ্দিকুর রহমান