Biography
Lists
Also Viewed
Quick Facts
Places | India | |
is | Writer Poet Translator | |
Work field | Literature | |
Gender |
| |
Birth | 1976 | |
Age | 49 years |
Biography
শৌভিক দে সরকার হলেন বিশ শতকের নব্বই দশকের ভারতীয় বাঙালি কবি, সাহিত্যিক ও অনুবাদক। তিনি তেলেগু সাহিত্যিক ওয়াই বি সত্যনারায়ণের মাই ফাদার বালাইয়া নামের এক দলিত পরিবারের আত্মকথা-আমার বাবা বালাইয়া বাংলায় অনুবাদের জন্য ২০২২ খ্রিস্টাব্দে সাহিত্য অকাদেমি পুরস্কার লাভ করেন।
জন্ম ও প্রারম্ভিক জীবন
শৌভিকের ছোটবেলা কেটেছে রেলওয়ে টাউনশিপ। তিনি আলিপুরদুয়ারের গোবিন্দ হাই স্কুলের শিক্ষক। ইংরাজী বিষয়ে শিক্ষকতার পাশাপাশি নিয়মিত সাহিত্যচর্চা করেন তিনি। মূলত মৌলিক কবিতা ও অনুবাদ সাহিত্যের প্রতি তার প্রবল আকর্ষণ।
সাহিত্যকর্ম
শৌভিক দে সরকারের প্রথম কাব্যগ্রন্থ - শীত ও বয়সন্ধির হাসপাতাল প্রকাশিত হয় ১৯৯৫ খ্রিস্টাব্দে। ২০১৩ খ্রিস্টাব্দে প্রকাশিত হয় দখলসূত্র জলপাইগুড়ি হতে প্রকাশিত এখন বাংলা কবিতার কাগজ উদ্যোগে। তার রচিত মৌলিক কাব্যগ্রন্থ ও অনূদিত উল্লেখযোগ্য গ্রন্থ গুলি হল-
রচনাসম্ভার
- কাব্যগ্রন্থ—
- একটি মৃদু লাল রেখা
- যাত্রাবাড়ি
- দখলসূত্র (২০১৩)
- অনুগত বাফার
- ছায়াজোত
- অনুবাদ—
- আলবানিয়ার গুরুত্বপূর্ণ কবি আলিয়া ভেলাজ-এর কবিতা
- রবের্তো বোলানিওর কবিতা
- খুলিও কোর্তাস্যার -এর কবিতা
- রুদ্রমূর্তি চেরান'-এর কবিতা
- নামদেও ধাসাল'-এর কবিতা
- সদত হসন মন্টো'র ‘স্যাম চাচাকে লেখা চিঠি’
- খুতুত
- ফেদেরিকো গারসিয়া লোরকার নাটক
- বেরনার্দা আলবার বাড়ি
- আমার বাবা বালাইয়া (২০২০)
ডুয়ার্সের বহুভাষাভাষী মানুষজনের মিশ্র সংস্কৃতির মধ্যে থেকেও শৌভিক দে সরকার উত্তরবঙ্গে বাংলা সাহিত্যচর্চায় নিয়োজিত আছেন। পত্রপত্রিকার প্রকাশনায় ও বইমেলা সংগঠনের কাজেও যুক্ত থেকে তিনি সাহিত্য সমাবেশ বা উৎসবে নিয়মিতই অংশ নেন। তিনি ২০১৩ খ্রিস্টাব্দে সাহিত্য অকাদেমির 'ইয়ং রাইটার্স মিট' অংশগ্রহণ করেন। ২০১৬ খ্রিস্টাব্দে অংশ নেন 'অনুবাদ-ট্রানশ্লেশন ফেস্টাভ্যাল'-এ। ২০১৯ খ্রিস্টাব্দে 'সঙ্গম হাউস ইন্টারন্যাশনাল রাইটার্স রেসিডেন্সি' সহ বেশ কিছু জাতীয় ও আন্তর্জাতিক সাহিত্য উৎসব ও রেসিডেন্সিতে যোগ দিয়েছেন।
সম্মাননা
- কবিতা পাক্ষিক পুরস্কার (২০০৫ )
- মল্লার সম্মান (২০১৭)
- ভাষানগর-মল্লিকা সেনগুপ্ত পুরস্কার (২০১৯)
- সাহিত্য অকাদেমি পুরস্কার (২০২২) - তেলেগু সাহিত্যিক ওয়াই বি সত্যনারায়ণের ২০১১ খ্রিস্টাব্দে প্রকাশিত মাই ফাদার বালাইয়া নামের এক দলিত পরিবারের আত্মকথা- আমার বাবা বালাইয়া বাংলায় অনুবাদের জন্য
- পশ্চিমবঙ্গ বাংলা আকাদেমির লীলা রায় সাহিত্য পুরস্কার (২০২৩) - রবের্তো বোলানিওর অনুবাদ গ্রন্থ “ফোনকল ও অন্যান্য গল্প”-এর জন্য। (২০২৩)