Shouvik De Sarkar

The basics

Quick Facts

PlacesIndia
isWriter Poet Translator
Work fieldLiterature
Gender
Male
Birth1976
Age49 years
The details

Biography

শৌভিক দে সরকার হলেন বিশ শতকের নব্বই দশকের ভারতীয় বাঙালি কবি, সাহিত্যিক ও অনুবাদক। তিনি তেলেগু সাহিত্যিক ওয়াই বি সত্যনারায়ণের মাই ফাদার বালাইয়া নামের এক দলিত পরিবারের আত্মকথা-আমার বাবা বালাইয়া বাংলায় অনুবাদের জন্য ২০২২ খ্রিস্টাব্দে সাহিত্য অকাদেমি পুরস্কার লাভ করেন।

জন্ম ও প্রারম্ভিক জীবন

শৌভিকের ছোটবেলা কেটেছে রেলওয়ে টাউনশিপ। তিনি আলিপুরদুয়ারের গোবিন্দ হাই স্কুলের শিক্ষক। ইংরাজী বিষয়ে শিক্ষকতার পাশাপাশি নিয়মিত সাহিত্যচর্চা করেন তিনি। মূলত মৌলিক কবিতা ও অনুবাদ সাহিত্যের প্রতি তার প্রবল আকর্ষণ।

সাহিত্যকর্ম

শৌভিক দে সরকারের প্রথম কাব্যগ্রন্থ - শীত ও বয়সন্ধির হাসপাতাল প্রকাশিত হয় ১৯৯৫ খ্রিস্টাব্দে। ২০১৩ খ্রিস্টাব্দে প্রকাশিত হয় দখলসূত্র জলপাইগুড়ি হতে প্রকাশিত এখন বাংলা কবিতার কাগজ উদ্যোগে। তার রচিত মৌলিক কাব্যগ্রন্থ ও অনূদিত উল্লেখযোগ্য গ্রন্থ গুলি হল-

রচনাসম্ভার

কাব্যগ্রন্থ—
  • একটি মৃদু লাল রেখা
  • যাত্রাবাড়ি
  • দখলসূত্র (২০১৩)
  • অনুগত বাফার
  • ছায়াজোত
অনুবাদ—
  • আলবানিয়ার গুরুত্বপূর্ণ কবি আলিয়া ভেলাজ-এর কবিতা
  • রবের্তো বোলানিওর কবিতা
  • খুলিও কোর্তাস্যার -এর কবিতা
  • রুদ্রমূর্তি চেরান'-এর কবিতা
  • নামদেও ধাসাল'-এর কবিতা
  • সদত হসন মন্টো'র ‘স্যাম চাচাকে লেখা চিঠি’
  • খুতুত
  • ফেদেরিকো গারসিয়া লোরকার নাটক
  • বেরনার্দা আলবার বাড়ি
  • আমার বাবা বালাইয়া (২০২০)

ডুয়ার্সের বহুভাষাভাষী মানুষজনের মিশ্র সংস্কৃতির মধ্যে থেকেও শৌভিক দে সরকার উত্তরবঙ্গে বাংলা সাহিত্যচর্চায় নিয়োজিত আছেন। পত্রপত্রিকার প্রকাশনায় ও বইমেলা সংগঠনের কাজেও যুক্ত থেকে তিনি সাহিত্য সমাবেশ বা উৎসবে নিয়মিতই অংশ নেন। তিনি ২০১৩ খ্রিস্টাব্দে সাহিত্য অকাদেমির 'ইয়ং রাইটার্স মিট' অংশগ্রহণ করেন। ২০১৬ খ্রিস্টাব্দে অংশ নেন 'অনুবাদ-ট্রানশ্লেশন ফেস্টাভ্যাল'-এ। ২০১৯ খ্রিস্টাব্দে 'সঙ্গম হাউস ইন্টারন্যাশনাল রাইটার্স রেসিডেন্সি' সহ বেশ কিছু জাতীয় ও আন্তর্জাতিক সাহিত্য উৎসব ও রেসিডেন্সিতে যোগ দিয়েছেন।

সম্মাননা

  • কবিতা পাক্ষিক পুরস্কার (২০০৫ )
  • মল্লার সম্মান (২০১৭)
  • ভাষানগর-মল্লিকা সেনগুপ্ত পুরস্কার (২০১৯)
  • সাহিত্য অকাদেমি পুরস্কার (২০২২) - তেলেগু সাহিত্যিক ওয়াই বি সত্যনারায়ণের ২০১১ খ্রিস্টাব্দে প্রকাশিত মাই ফাদার বালাইয়া নামের এক দলিত পরিবারের আত্মকথা- আমার বাবা বালাইয়া বাংলায় অনুবাদের জন্য
  • পশ্চিমবঙ্গ বাংলা আকাদেমির লীলা রায় সাহিত্য পুরস্কার (২০২৩) - রবের্তো বোলানিওর অনুবাদ গ্রন্থ “ফোনকল ও অন্যান্য গল্প”-এর জন্য। (২০২৩)

তথ্যসূত্র

The contents of this page are sourced from Wikipedia article on 08 Mar 2024. The contents are available under the CC BY-SA 4.0 license.