Rizia Parveen

Bangladeshi singer
The basics

Quick Facts

IntroBangladeshi singer
A.K.A.Rizia Parvin
A.K.A.Rizia Parvin
PlacesBangladesh
isSinger
Work fieldMusic
Gender
Female
Birth20 August 1966
Age58 years
The details

Biography

রিজিয়া পারভীন (জন্ম: আগস্ট ২০) একজন বাংলাদেশী সঙ্গীত শিল্পী। তিনি বাংলা চলচিত্রে অসংখ্য গান গেয়েছেন, এবং তিনি ১৩০০ প্লেব্যাক গানের উপর কাজ করেছেন। তার জনপ্রিয় প্লেব্যাক গানগুলি 'তুমি আমার চাঁদ আমি চাঁদের ই আলো', 'প্রেমের নামে মিথ্যা বলোনা , সত্যি কথা গোপন কোরোনা', 'সবার জীবনে প্রেম আ্সে' ও 'ওহ হিরো হ্যালো আই লাভ ইউ' ইত্যাদি।

প্রাথমিক জীবন

রিজিয়া পারভীন কিশোরগঞ্জে জন্মগ্রহণ করেন কিন্তু বাংলাদেশে রাজশাহী জেলাতে বড় হয়েছিলেন। তার বাবা আবদুল হাসিদ ছিলেন একজন ব্যবসায়ী। তার চার ভাই এবং দুই বোন রয়েছে। ছোট বেলা থেকেই তিনি হরমোনিয়াম বাজাতেন। পারভীন রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক অর্জন করেন।

ক্যারিয়ার

রিজিয়া পারভিনের বাজারে ২৪টি একক সংগীত অ্যালবাম রয়েছে। তার ১১৯৩ সালে মুক্তিপ্রাপ্ত প্রথম একক অ্যালবাম "মুক্তি" মুক্তি পায়। পারভিন প্রথমে আজহারুল ইসলাম খান এর চলচ্চিত্র তালাক এর প্লে ব্যাকের জন্য তার কণ্ঠ দিয়েছেন।

এ্যালবাম

  1. এ দেহের প্রাণ
  2. ১২ কন্যা
  3. তারা ভরা রাত (একক )
  4. সবাই তো সুখী হতে চায় ( ডুয়েট )
  5. চোখের মায়ায় ( একক )
  6. মুখে মুখে রোটে যাবে ( ডুয়েট )
  7. বৃষ্টি ( ডুয়েট )
  8. চুপি চুপি বলো ( ডুয়েট )
  9. ছোট্ট একটা ভালবাসা ( ডুয়েট )
  10. একটি স্বপ্ন (অ্যালবাম)
  11. এই বুকে তোমাকে পেতে চাই (অ্যালবাম)
  12. প্রদীপ জ্বলে ( ডুয়েট )
  13. প্রেম কখনো কাঁদায় (অ্যালবাম)
  14. হাসন রাজা ও লালন শাহের গান (অ্যালবাম)
  15. পাশা (অ্যালবাম)

তথ্যসূত্র

বহিঃসংযোগ

The contents of this page are sourced from Wikipedia article. The contents are available under the CC BY-SA 4.0 license.