Raquib Ahmed

���াংলাদেশী শিক্ষাবিদ
The basics

Quick Facts

Intro���াংলাদেশী শিক্ষাবিদ
PlacesBangladesh
Gender
Male
Education
Rajshahi University
The details

Biography

রকীব আহমদ একজন বাংলাদেশী ভূগোলবিদ ও শিক্ষাবিদ। তিনি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ভূগোল ও পরিবেশ বিদ্যা বিভাগের অবসরপ্রাপ্ত অধ্যাপক এবং ঢাকায় অবস্থিত বেসরকারি বিশ্ববিদ্যালয়, ফারইস্ট ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির উপাচার্য।

জন্ম

তার জন্ম ফরিদপুর জেলায়।

শিক্ষা

রকীব রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ভূগোল বিভাগ থেকে ১৯৭৭ সালে স্নাতক ও ১৯৮০ সালে স্নাতকোত্তর ডিগ্রি লাভ করেন। তিনি ভারতের মহীশূর বিশ্ববিদ্যালয় থেকে ১৯৯০ সালে পিএইচডি ডিগ্রি অর্জন করেন।

কর্মজীবন

রকীব আহমদ ১৯৮১ সালে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ভূগোল ও পরিবেশ বিদ্যা বিভাগের বিভাগে প্রভাষক হিসেবে যোগ দেন। এরই ধারাবাহিকতায় তিনি ১৯৮৪ সালে সহকারী অধ্যাপক, ১৯৯১ সালে সহযোগী অধ্যাপক ও ১৯৯৭ সালে অধ্যাপক পদে উন্নীত হন। অধ্যাপনার পাশাপাশি তিনি বিভাগীয় প্রধান, পরিবেশ বিজ্ঞান ইনস্টিটিউটের প্রধান, কম্পিউটার সেন্টারের প্রশাসকসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেন। তিনি রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে অবসর লাভ করেছেন।

রকীব আহমদ ২০২২ সালের ১০ জুন ঢাকায় অবস্থিত বেসরকারি বিশ্ববিদ্যালয়, ফারইস্ট ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির উপাচার্য হিসেবে যোগদান করেন।

প্রকাশনা

দেশীয় ও আন্তর্জাতিক জার্নালে তার উল্লেখযোগ্যসংখক প্রকাশনা রয়েছে।

সংগঠন

তিনি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের মুক্তিযুদ্ধের চেতনা ও মূল্যবোধে বিশ্বাসী প্রগতিশীল শিক্ষক সমাজের আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করেছেন।

তথ্যসূত্র

The contents of this page are sourced from Wikipedia article on 04 Jan 2024. The contents are available under the CC BY-SA 4.0 license.