Radha Gobinda Basak
Bengali historian and linguist
Intro | Bengali historian and linguist | |
Places | India | |
was | Linguist Historian | |
Work field | Literature Social science | |
Gender |
| |
Birth | 8 January 1885 | |
Death | 10 December 1982 (aged 97 years) |
ডক্টর রাধাগোবিন্দ বসাক (৮ জানুয়ারি ১৮৮৫ - ১০ ডিসেম্বর ১৯৮২) ছিলেন প্রখ্যাত বাঙালি ইতিহাসবিদ ও ভাষা-বিজ্ঞানী। ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠাকালীন যেসকল ব্যক্তি এখানে যোগদান করেন তিনি ছিলেন তাদের অন্যতম; তিনি এবং ডক্টর মুহম্মদ শহীদুল্লাহ প্রতিষ্ঠাকালীন সময়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ে বাংলা বিভাগের লেকচারার হিসেবে যোগ দান করেন।
রাধাগোবিন্দ বসাক ‘কৌটিলীয় অর্থশাস্ত্র’ বাংলা ভাষায় অনুবাদ করেন, যা সবচেয়ে নির্ভরযোগ্য অনুবাদ হিসেবে পরিচিত।
রাধাগোবিন্দ বসাককে কলকাতার সংস্কৃত কলেজ ‘বিদ্যাবাচষ্পতি’ উপাধি প্রদান করে। এছাড়াও তিনি বর্ধমান বিশ্ববিদ্যালয় থেকে সম্মানসূচক ডি.লিট. উপাধিতে ভূষিত হন।