Nidhi Bhanushali

Indian actress
The basics

Quick Facts

IntroIndian actress
PlacesIndia
isActor
Work fieldFilm, TV, Stage & Radio
Gender
Female
Birth28 July 1996, Gandhinagar, Gandhinagar district, Gujarat, India
Age28 years
Star signLeo
ResidenceMumbai, Maharashtra, India
The details

Biography

নিধি ভানুশালি একজন ভারতীয় টেলিভিশন অভিনয় শিল্পী।তিনি মূলত ভারতীয় টেলিভিশন কমেডি ধারাবাহিক তারাক মেহতা কা উল্টা চশমা তে সোনালিকা ভিরে বা সনু নামে অভিনয় করার কারণেই বেশি পরিচিত।

অভিনয় জীবন

২০১২ সালে নিধি তারাক মেহতা কা উল্টা চশমা ধারাবাহিকের সনু চরিত্রের আগের অভিনেত্রী(ঝিল মেহতা) চলে যায়।সেই চরিত্রের জন্য নিধি অডিশন দেন এবং নির্বাচিত হন।তার প্রথম পর্বটি নভেম্বর ২০১২ তে প্রচারিত হয়।সনু চরিত্রটি একজন দুষ্ট,চঞ্চল,সুন্দরী ও মেধাবী মেয়ে,যে কিনা আতমারাম তুকারাম ভিরে নামক এক শিক্ষকের মেয়ে।

টেলিভিশন

  • তারক মেহতা কা উল্টা চশমা - সোনালিকা ভিরে হিসেবে

তথ্যসূত্র

The contents of this page are sourced from Wikipedia article on 14 Jul 2020. The contents are available under the CC BY-SA 4.0 license.