Ngawang Tashi

The basics

Quick Facts

wasWriter
Work fieldLiterature
Gender
Male
Religion:Tibetan buddhism Gelug
Birth1678
Death10 January 1738 (aged 60 years)
Family
Mother:Nyingmo Jam
Father:Rinchen Kyab
Positions Held
Setsang
The details

Biography

ঙ্গাগ-দ্বাং-ব্ক্রা-শিস (ওয়াইলি: ngag dbang bkra shis) (১৬৭৮-১৭৩৮) তিব্বতী বৌদ্ধধর্মের দ্গে-লুগ্স ধর্মসম্প্রদায়ের প্রথম ব্সে-ত্শাং রিন-পো-ছে (ওয়াইলি: bse tshang rin po che) উপাধিধারী বৌদ্ধ লামা ছিলেন। তিনি তিব্বতের আমদো অঞ্চলে অবস্থিত ব্লা-ব্রাং-ব্ক্রা-শিস-'খ্যিল বৌদ্ধবিহারের (তিব্বতি: བླ་བྲང་བཀྲ་ཤིས་འཁྱིལ་, ওয়াইলি: bla-brang bkra-shis-'khyil) দ্বিতীয় প্রধান ছিলেন।

জন্ম ও শিক্ষা

ঙ্গাগ-দ্বাং-ব্ক্রা-শিস ১৬৭৮ খ্রিষ্টাব্দে তিব্বতের রেব-কোং (ওয়াইলি: reb kong) অঞ্চলে জন্মগ্রহণ করেন। তার পিতার নাম ছিল রিন-ছেন-স্ক্যাব্স (ওয়াইলি: rin chen skyabs) এবং মাতার নাম ছিল স্ন্যিং-মো-ব্যাম্স (ওয়াইলি: snying mo byams)। ম্গার-গোং-ত্শে-ব্র্তান-র্গ্যা-ম্ত্শো (ওয়াইলি: mgar gong tshe brtan rgya mtsho) নামক বৌদ্ধ ভিক্ষু তাকে শিক্ষার্থীর শপথ প্রদান করেন। ষোল বছর বয়সে তিনি লাসা যাত্রা করে দ্রেপুং বৌদ্ধবিহার বিশ্ববিদ্যালয়ের গোমাং মহাবিদ্যালয়ে শিক্ষালাভের উদ্দেশ্যে ভর্তি হন। এই সময় ঙ্গাগ-দ্বাং-ব্রত্সোন-'গ্রুস (ওয়াইলি: ngag dbang brtson 'grus) নামক প্রথম 'জাম-দ্ব্যাংস-ব্ঝাদ-পা (ওয়াইলি: 'jam-dbyangs bzhad-pa), দোন-গ্রুব-র্গ্যা-ম্ত্শো (ওয়াইলি: don grub rgya mtsho), 'ওদ-জের-র্গ্যা-ম্ত্শো (ওয়াইলি: od zer rgya mtsho), তার উল্লেখযোগ্য শিক্ষক ছিলেন। পরবর্তীকালে ঙ্গাগ-দ্বাং-ব্রত্সোন-'গ্রুস তাকে ভিক্ষুর শপথ প্রদান করেন। উনত্রিশ বছর বয়সে তিনি গ্যুমে তন্ত্র মহাবিদ্যালয়ে ভর্তি হন। এই সময় ঙ্গাগ-দ্বাং-ব্রত্সোন-'গ্রুস ছাড়া দ্গে-'দুন-ফুন-ত্শোগ্স (ওয়াইলি: Dge 'dun phun tshogs) নামক পঞ্চাশতম দ্গা'-ল্দান-খ্রি-পা তার শিক্ষক ছিলেন।

পরবর্তী জীবন

১৭০৯ খ্রিষ্টাব্দে তিনি ঙ্গাগ-দ্বাং-ব্রত্সোন-'গ্রুসকে আমদো অঞ্চলে ব্লা-ব্রাং-ব্ক্রা-শিস-'খ্যিল বৌদ্ধবিহার প্রতিষ্ঠা করতে সহায়তা করেন। ১৭১৯ খ্রিষ্টাব্দে তিনি এই বিহারের দ্বিতীয় প্রধান হিসেবে দায়িত্ব গ্রহণ করেন ও উনিশ বছর এই পদে থাকেন। এই সময় ব্লো-ব্জাং-গ্নাস-ব্র্তান-ব্র্ত্সোন-'গ্রুস (ওয়াইলি: blo bzang gnas brtan brtson 'grus) নামক ব্লা-ব্রাং-ব্ক্রা-শিস-'খ্যিল বৌদ্ধবিহারের সপ্তম প্রধান তার উল্লেখযোগ্য শিষ্য ছিলেন।

তথ্যসূত্র

আরো পড়ুন

  • Nietupski, Paul. 2011. Labrang Monastery: A Tibetan Buddhist Community on the Inner Asian Borderlands, 1709-1958. Plymouth: Lexington Books.
পূর্বসূরী
---
ঙ্গাগ-দ্বাং-ব্ক্রা-শিস
প্রথম ব্সে-ত্শাং রিন-পো-ছে
উত্তরসূরী
ঙ্গাগ-দ্বাং-'জাম-দ্ব্যাংস-ব্ক্রা-শিস
পূর্বসূরী
ঙ্গাগ-দ্বাং-ব্রত্সোন-'গ্রুস
ঙ্গাগ-দ্বাং-ব্ক্রা-শিস
ব্লা-ব্রাং-ব্ক্রা-শিস-'খ্যিল বৌদ্ধবিহারের দ্বিতীয় প্রধান
উত্তরসূরী
ব্লো-ব্জাং-দোন-গ্রুব
The contents of this page are sourced from Wikipedia article on 12 Apr 2024. The contents are available under the CC BY-SA 4.0 license.