Naseem Ali Khan

Musical artist
The basics

Quick Facts

IntroMusical artist
PlacesBangladesh
isMusician Artist
Work fieldMusic
Gender
Male
The details

Biography

নাসিম আলী খান একজন বাংলাদেশি কণ্ঠশিল্পী, গীতিকার ও সুরকার। বাংলাদেশের অন্যতম ব্যান্ড সোলসের সদস্য ও ভোকালিস্ট। ১৯৮০ সালে তিনি ব্যান্ডটির সাথে যুক্ত হন এবং ১৯৯০-এর দশকে ব্যান্ডের মূল কণ্ঠশিল্পী হিসেবে গান করা শুরু করেন।

প্রাথমিক জীবন

খান ১৯৬১ সালের ১ জুলাই বাংলাদেশের চট্টগ্রামে জন্মগ্রহণ করেন। তার ৪ ভাই ও ২ বোন রয়েছে। তিনি সেন্ট প্লাসিড হাই স্কুল এবং চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করেছেন। খানের শৈশবের স্মৃতিগুলি খেলা, শিল্প এবং সঙ্গীতের উদ্বেগহীন দিনগুলিতে পূর্ণ ছিল যা তার পরিবারে লালিত ছিল। পেইন্টিং ছিল তার প্রথম আবেগ, যা তার পরিবার এবং বন্ধুদের দ্বারা প্রশংসিত হয়েছিল। শ্রেণীকক্ষে যে সমস্ত পৃষ্ঠে তিনি হাত পেতে পারেন তার স্কেচিং করতে তিনি তার বেশিরভাগ অবসর মুহূর্ত কাটিয়েছেন। তিনি নিয়মিত আন্তঃ এবং স্কুল আর্ট প্রতিযোগিতায় বিজয়ী হয়ে অংশগ্রহণ করতেন।

ব্যক্তিগত জীবন

খান ১৯৯৫ সালে বিয়ে করেন সামিয়া হুসেনকে এবং তার দুটি মেয়ে রয়েছে।

কর্মজীবন

খান ১৯৮০ সালে সোলসের সাথে তার যাত্রা শুরু করেন কারণ নকীব খান তাকে ব্যান্ডে স্থায়ী সদস্য হিসাবে যোগদানের জন্য আমন্ত্রণ জানান, মূলত ইংরেজি কভার করার জন্য, যা তিনি সানন্দে গ্রহণ করেছিলেন। খান দেখতে পান যে কনসার্টে জনপ্রিয় ইংরেজি কভার গাওয়ার ক্ষেত্রে তার উপস্থিতি ব্যাপক এবং শ্রোতাদের দ্বারা কাঙ্ক্ষিত হলেও, বাংলায় পারফর্ম করতে না পারায় অ্যালবামে তার অংশগ্রহণ ছিল নগণ্য। তিনি বাংলা রকের মূল স্রোতে আসার জন্য দৃঢ় প্রতিজ্ঞ ছিলেন তাই তিনি ১৯৮৯ সালে তার প্রথম একক অ্যালবাম নাসিম আলী খান প্রকাশ করার সিদ্ধান্ত নিয়েছিলেন। অ্যালবামটি একাধিক হিট ছিল এবং ব্যাপক শ্রোতাদের দ্বারা প্রশংসিত হয়েছিল এবং তিনি প্রধান ধারার ব্যান্ড সঙ্গীত অঙ্গনে ভোকাল হিসাবে নিজেকে প্রতিষ্ঠিত করতে পারেন। তারপরে তিনি ২০০০ সালে তার দ্বিতীয় একক অ্যালবাম কিচুখন আগে প্রকাশ করেন।

ডিস্কোগ্রাফি

ব্যান্ড

সোল্‌স

গানের নামসুরকারগীতিকারঅ্যালবাম
ভিশনসুপার সোল্‌স (১৯৮০)
লাইফ ইনসাইড আউট
আমাদের এই গানরালেই পেনহেইরো ও তপন চৌধুরীকলেজের করিডোরে (১৯৮২)
আকাশের তারানাসিম আলী খান
তোমাকে দিয়ে গেলামশহীদ মাহমুদ জঙ্গীমানুষ মাটির কাছাকাছি (১৯৮৭)
অনোভিক আঘাতেশহীদ মাহমুদ জঙ্গী
ফ্লিইইস্ট এন্ড ওয়েস্ট (১৯৮৮)
চেসিং এ ড্রিম
সাডেনলি
ফিল্ড মাই এম্পটি
ডেঞ্জার
কেনো এমন হলোপীযুষ বন্দ্যোপাধ্যায়এ এমন পরিচয় (১৯৯৩)
সাগরের ঐ প্রান্তরেনাসিম আলী খান
এই চোখে শুধু স্বপ্নশাহীউদ্দিন মাহমুদ
ভালোবাসি ঐ সবুজশাহীউদ্দিন মাহমুদ
নীরবেনাসিম আলী খানআজ দিন কাটুক গানে (১৯৯৫)
এরই মাঝেশাহীদ মাহমুদ জঙ্গী
ব্যস্ততাকবির বকুল
আলো আঁধারেদেওয়ান মামুন
নিঃশ্চুপ মাঝরাতেআশরাফ বাবু
চায়ের কাপেশাহীদ মাহমুদ জঙ্গী
এলোমেলো কথাঅসময়ের গান (১৯৯৭)
একাকী আমি
যেতে যেতে পরিচয়
আবেগের সুরে
ঐ দূর নীলে
আইয়ো না
ভুলিনি আমিমুখরিত জীবন (২০০০)
মুখরিত জীবনআব্দুল্লাহ আল মামুন
অচেনা আঁধারে
সুখ পাখি
সাজানো পৃথিবীতারার উঠোনে (২০০৩)
রোদেলা দুপুরে
শেষ সূর্যাস্ত
যতখানি সময়
সুখে আছি
স্বপ্ন লোকের চাবিতমালপ্রদীপ সাহাটু-লেট (২০০৪)
শুধু তুমি
কথা এখনো লিখিনি
স্মৃতির ডায়েরি
মানুষ
বাংলাদেশপার্থ বড়ুয়াসকাল
অভিমানপার্থ বড়ুয়াআসিফ ইকবালঝুট ঝামেলা (২০০৬)
বৃষ্টি আয়
নেই তুমি নেই
মন পলাশী
মন খারাপপার্থ বড়ুয়াআহাসানুর রাহমান আশিকজ্যাম (২০১১)
গান
নতুন ভোরে
বর্ণচোরা
প্রিয় মুখ

একক অ্যালবাম

নাসিম আলী খান (১৯৮৯)

গানের নামসুরকারগীতিকার
পথে যেতে যেতেআইয়ুব বাচ্চুকবির বকুল
যতীন স্যারের ক্লাসেআইয়ুব বাচ্চুশহীদ মাহমুদ জঙ্গী
কোলাহলআইয়ুব বাচ্চুশহীদ মাহমুদ জঙ্গী
অগোছালোআইয়ুব বাচ্চুআসিফ ইকবাল
মিছে আশাআইয়ুব বাচ্চুহেনা ইসলাম
মন ভেঙ্গে যায়আইয়ুব বাচ্চুশহীদ মাহমুদ জঙ্গী
ভাবোনাআইয়ুব বাচ্চুশহীদ মাহমুদ জঙ্গী
ওহে নদীআইয়ুব বাচ্চুশহীদ মাহমুদ জঙ্গী
আলো নেইআইয়ুব বাচ্চুআসিফ ইকবাল
সব আধাঁর পেড়িয়েআইয়ুব বাচ্চুসোহেল
নিঝুম চরাআইয়ুব বাচ্চুসোহেল
আমায় ভাসাইলি রেআইয়ুব বাচ্চুজসীম উদ্‌দীন

কিছুক্ষন আগে (২০০০)

গানের নামসুরকারগীতিকার
পেছনের ঘড়িতেতানভীর মোর্শেদ
কিছুক্ষন আগেজাহিদ আকবর
রক এন্ড রোলজিয়াউদ্দিন আহমেদ
নিশাচর যুবকআইয়ুব বাচ্চুএঞ্জেল শফিক
স্বপ্ন আমারনাসিম আলী খাননাসিম আলী খান
আজব দুনিয়াআইয়ুব বাচ্চুনিয়াজ আহমেদ অংশু
মানুষ চলে গেলেআইয়ুব বাচ্চুএঞ্জেল শফিক
পরিচিত দুঃখপান্থ কানাইআশরাফ বাবু
ক্ষয়ে গেছেকাওসার হাসান বিপুলজিয়াউদ্দিন আহমেদ
ক্ষুধানাসিম আলী খাননাসিম আলী খান
আমি ভালো নেইআইয়ুব বাচ্চুলতিফুল ইসলাম শিবলী
কি আসাতেআইয়ুব বাচ্চুআশরাফ বাবু

তথ্যসূত্র

The contents of this page are sourced from Wikipedia article on 04 Mar 2024. The contents are available under the CC BY-SA 4.0 license.