Mohiuddin Bahar

Bangladeshi actor
The basics

Quick Facts

IntroBangladeshi actor
PlacesBangladesh
wasActor Film actor
Work fieldFilm, TV, Stage & Radio
Gender
Male
Birth27 December 1947, Feni, Chattogram Division, Bangladesh
Death14 September 2020Dhaka, Dhaka Division, Bangladesh (aged 72 years)
Star signCapricorn
The details

Biography

মহিউদ্দিন বাহার (১৯৪৭-২০২০) একজন বাংলাদেশী টেলিভিশন ব্যক্তিত্ব অভিনেতা ও সরকারি কর্মকর্তা ছিলেন। তিনি ২০০৫ সালে বাংলাদেশ সরকারের সিনিয়র সহকারী সচিব হিসেবে অবসর নেন। তিনি দীর্ঘ ২৬ বছর ধরে জনপ্রিয় ম্যাগাজিন অনুষ্ঠান ইত্যাদিতে সমাজের নানা অসংগতি নিয়ে নির্মিত নাটিকায় অভিনয় করেছেন। নোয়াখালীর আঞ্চলিক ভাষায় তার স্বভাবসুলভ অভিনয় দর্শকদের নজর কাড়তো।

কর্মজীবন

মহিউদ্দিন বাহার ১৯৪৭ সালের ২৭ ডিসেম্বর ফেনী জেলার ফেনী সদর উপজেলার মোটবী ইউনিয়নের লক্ষ্মীপুর গ্রামে জন্মগ্রহণ করেন। স্কুলজীবন থেকেই বিভিন্ন নাট্য সংগঠনের সঙ্গে যুক্ত ছিলেন। ১৯৭৬ সালে নাগরিক নাট্য সম্প্রদায়ের সঙ্গে যুক্ত হন। ১৯৭৭ সালে বাংলাদেশ টেলিভিশনে ছোটদের ধারাবাহিক রোজ রোজ এ তিনি প্রথম অভিনয় করেন। পেশাজীবনে সরকারি চাকরিজীবী ছিলেন ও সচিবালয়ে বিভিন্ন পদে দায়িত্ব পালন করেন। চাকরির পাশাপাশি হুমায়ূন আহমেদ, গিয়াস উদ্দিন সেলিমসহ অনেকের নাটকে অভিনয় করেন। জনপ্রিয় ম্যাগাজিন অনুষ্ঠান ইত্যাদিতে অভিনয় করে তিনি সর্বাধিক জনপ্রিয়তা পান। তিনি দীর্ঘ ২৬ বছর ইত্যাদিতে বিভিন্ন সচেতনামূলক নাটিকায় অভিনয় করেছেন। নোয়াখালীর আঞ্চলিক ভাষায় সমাজের নানা অসংগতি নিয়ে তার স্বভাবসুলভ সংলাপ সবার নজর কাড়ত।

মৃত্যু

মহিউদ্দিন বাহার ২০২০ সালের ১৪ সেপ্টেম্বর ঢাকায় মৃত্যুবরণ করেন।

তথ্যসূত্র

The contents of this page are sourced from Wikipedia article on 07 Dec 2024. The contents are available under the CC BY-SA 4.0 license.