Mohammad Manjur Alam

The basics

Quick Facts

The details

Biography

মোহাম্মদ মনজুর আলম একজন বাংলাদেশী রাজনীতিবিদ এবং চট্টগ্রাম সিটি কর্পোরেশনের সাবেক মেয়র। তিনি ২০১০ থেকে ২০১৫ সাল পর্যন্ত চট্টগ্রামের মেয়র ছিলেন।

রাজনৈতিক জীবন

মনজুর বাংলাদেশ আওয়ামী লীগের মাধ্যমে রাজনীতিতে যোগদান করেন। দীর্ঘদিন চট্টগ্রামের উত্তর কাট্টলী এলাকার কাউন্সিলর হিসেবে দায়িত্ব পালন করেন। ২০১০ চট্টগ্রাম সিটি নির্বাচরে পূর্বে তিনি বাংলাদেশ জাতীয়তাবাদী দলে (বিএনপি) যোগাদান করেন এবং বিএনপির প্রার্থী হিসেবে মেয়র নির্বাচিত হন। এসময় তিনি বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা হিসেবেও দায়িত্ব পালন করেন। ২০১৫ সালের মেয়র নির্বাচনেও তিনি বিএনপির প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করেন এবং নির্বাচনের দিন অনিয়মের অভিযোগ এনে নির্বাচন বর্জন করেন। একইসাথে তিনি রাজনীতি থেকেও অবসরের ঘোষণা দেন। ২০১৬ সালে তিনি পুনরায় আওয়ামী লীগের রাজনীতিতে সক্রিয় হন।

মনজুর চট্টগ্রামে জন্মগ্রহণ করেন। তিনি মোস্তফা হাকিম গ্রুপ এবং উত্তর কাট্টলী আলহাজ্ব মোস্তফা হাকিম বিশ্ববিদ্যালয় কলেজের প্রতিষ্ঠা করেন।

তথ্যসূত্র

  1. "মনজুর আলম বেসরকারিভাবে চট্টগ্রামের মেয়র নির্বাচিত"প্রথম আলো। সংগ্রহের তারিখ ২ ফেব্রুয়ারি ২০২০ 
  2. "বিএনপির সাবেক মেয়র মনজুর কিনলেন আ'লীগের মনোনয়ন ফরম"যুগান্তর। সংগ্রহের তারিখ ২ ফেব্রুয়ারি ২০২০ 
  3. "চসিকে ভোট বর্জন মনজুর আলমের"সমকাল (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২ ফেব্রুয়ারি ২০২০ 
  4. "আলোচনায় মনজুর আলম"প্রথম আলো। সংগ্রহের তারিখ ২ ফেব্রুয়ারি ২০২০ 
The contents of this page are sourced from Wikipedia article on 20 Apr 2020. The contents are available under the CC BY-SA 4.0 license.