Md. Enamul Hoque

The basics

Quick Facts

PlacesBangladesh
Gender
Male
Birth1 July 1965
Age59 years
Star signCancer
Awards
Ekushey Padak 
The details

Biography

এনামুল হক (জন্ম ১ জুলাই ১৯৬৫) হলেন বাংলাদেশী কৃষি কর্মকর্তা। তিনি বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউটের জৈবপ্রযুক্তি বিভাগের মুখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা। উচ্চ ফলনশীল জাতের ধান উদ্ভাবনে গুরুত্বপূর্ণ অবদানের জন্য বাংলাদেশ সরকার তাকে ২০২২ সালে গবেষণায় দলগতভাবে একুশে পদক প্রদান করে।

প্রাথমিক জীবন

এনামুল হক ১ জুলাই ১৯৬৫ সালে জন্মগ্রহণ করেন। বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় থেকে তিনি ১৯৮৭ সালে স্নাতক ও ১৯৯০ সালে মাস্টার্স ডিগ্রী অর্জন করেন। তিনি ২০০২ সালে ইম্পেরিয়াল কলেজ লন্ডন ও লন্ডন বিশ্ববিদ্যালয় থেকে পিএইচডি ডিগ্রী অর্জন করেন।

গবেষণাকর্ম

এনামুল আরও দুই গবেষক সাহানাজ সুলতানা ও জান্নাতুল ফেরদৌসের সাথে দলগত গবেষণা করে বাংলাদেশের জনপ্রিয় ধান ব্রি ধান-২৯-এর পরিবর্তে উচ্চ ফলনশীল জাত ব্রি ধান-৮৯ উদ্ভাবন করেন। ২০১৮ সালে এ ধানের জাত অবমুক্ত হয়। হেক্টর প্রতি ফলন গড়ে ৮টন। ১৫৪ থেকে ১৫৮ দিনে ফলন ঘরে তুলতে পারেন কৃষকেরা।

সম্মাননা

  • একুশে পদক (২০২২)

তথ্যসূত্র

  1. "২০২২ সালের একুশে পদক পাচ্ছেন ২৪ বিশিষ্ট নাগরিক"দৈনিক প্রথম আলো। ৩ ফেব্রুয়ারি ২০২২। সংগ্রহের তারিখ ৪ ফেব্রুয়ারি ২০২২ 
  2. "একুশে পদক পেলেন ৭ গুণী সংস্কৃতিজন"দৈনিক কালের কণ্ঠ। ৩ ফেব্রুয়ারি ২০২২। সংগ্রহের তারিখ ৪ ফেব্রুয়ারি ২০২২ 
  3. "Curriculum Vita of Dr. Md. Enamul Hoque" (পিডিএফ)বাংলাদেশ জাতীয় তথ্য বাতায়ন (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ৪ ফেব্রুয়ারি ২০২২ 
  4. "ধান গবেষণার তিন বিজ্ঞানীসহ ২৪ জন পাচ্ছেন একুশে পদক"দ্য ফাইন্যান্সিয়াল এক্সপ্রেস। সংগ্রহের তারিখ ৪ ফেব্রুয়ারি ২০২২ 
The contents of this page are sourced from Wikipedia article on 17 Mar 2024. The contents are available under the CC BY-SA 4.0 license.