Maksuda Akter
Bangladeshi bodybuilder
Intro | Bangladeshi bodybuilder | |
Places | Bangladesh | |
is | Bodybuilder | |
Work field | Sports | |
Gender |
| |
Profiles |
মাকসুদা আক্তার একজন বাংলাদেশী পেশাগত নারী শরীরচর্চাবিদ। ২০১৯ সালে জাতীয় শরীর গঠন প্রতিযোগিতায় প্রথম রানার আপ হন ও ২০২১ সালে জাতীয় শরীর গঠন প্রতিযোগিতায় প্রথম হন। এছাড়া তিনি ভারতের মুম্বাইয়ে আইএইচএফ অলিম্পিয়া প্রতিযোগিতায় পদক জয় লাভ করেছিলেন। এই আসরে প্রাথমিক বাছাই থেকে সেরা আটে থাকা মাকসুদা তৃতীয় রানার্সআপ হয়েছেন। দুবাই মাসল শো-তে অংশ নিয়ে তিনি সেখানে পদক জয়লাভ করেন।
বাংলাদেশ নৌবাহিনী স্কুল এন্ড কলেজ থেকে উচ্চমাধ্যমিক পরীক্ষায় অংশগ্রহণ করেন মাকসুদা। এরপর টেক্সটাইল ডিজাইনে পোস্ট গ্র্যাজুয়েশন করতে ২০১৭ সালে ভারতের পাঞ্জাব যান। সেখানে পড়াশোনার পাশাপাশি নিয়মিত জিম করতেন নারী এই শরীরচর্চাবিদ।
বর্তমানে তিনি জিম প্রশিক্ষক হয়ে কাজ করেন।