Mahbubur Rahman (Comilla politician

Bangladeshi politician
The basics

Quick Facts

IntroBangladeshi politician
PlacesBangladesh
isPolitician
Work fieldPolitics
Gender
Male
The details

Biography

মাহবুবুর রহমান ভূঁইয়া (১৯৫০–২৭ এপ্রিল ২০২১) বাংলাদেশের কুমিল্লা জেলার রাজনীতিবিদ ও মুক্তিযুদ্ধা যিনি কুমিল্লা-৭ আসনের সংসদ সদস্য ছিলেন। তিনি ১৯৪৬ সালে বরুড়া উপজেলায় জন্মগ্রহণ করেন।

প্রাথমিক জীবন

মাহবুবুর রহমান ১৯৫০ সালে কুমিল্লা জেলার বরুড়া উপজেলার গোহালিয়া (চুনারিখলা) ভূঁইয়া বাড়িতে জন্মগ্রহণ করেন। তার এক ছেলে ও এক মেয়ে।

রাজনৈতিক ও কর্মজীবন

মাহবুবুর রহমান ১৯৬২ সালে অষ্টম শ্রেণীতে পড়াকালীন হামিদুর রহমান শিক্ষা কমিশনের বিরুদ্ধে আন্দোলনে যোগদানের মাধ্যমে তার রাজনৈতিক জীবন শুরু করেন। ১৯৭১ সালে তিনি মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেন।

মাহবুবুর রহমান কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির সহসভাপতি ছিলেন। তিনি ১৯৭৮ সালে বিএনপিতে যোগ দিয়ে বরুড়া উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক হন। এরপর জাতীয় পার্টিতে যোগ দিয়ে ১৯৮৮ সালের চতুর্থ জাতীয় সংসদ নির্বাচনে জাতীয় পার্টির প্রার্থী হিসেবে কুমিল্লা-৭ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন। পরে পুনরায় বিএনপিতে ফিরে আসেন।

মৃত্যু

মাহবুবুর রহমান ভূঁইয়া ২৭ এপ্রিল ২০২১ সালে কোভিড-১৯ আক্রান্ত হয়ে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন।

তথ্যসূত্র

The contents of this page are sourced from Wikipedia article on 25 Nov 2024. The contents are available under the CC BY-SA 4.0 license.