Biography
Lists
Also Viewed
Quick Facts
Intro | Bangladeshi microbiologist | ||||||
Places | Bangladesh | ||||||
is | Professor Educator Researcher | ||||||
Work field | Academia | ||||||
Gender |
| ||||||
Birth | 1 January 1958 | ||||||
Age | 67 years | ||||||
Star sign | Capricorn | ||||||
Education |
|
Biography
আনোয়ার হোসেন (জন্ম: ১ জানুয়ারি ১৯৫৮) একজন বাংলাদেশী অণুজীববিজ্ঞানী ও শিক্ষাবিদ। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের অণুজীববিজ্ঞান বিভাগের অধ্যাপক এবং যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) বর্তমান উপাচার্য। বিজ্ঞান ও প্রযুক্তিতে অবদান রাখার জন্য ২০২২ সালে তিনি একুশে পদক লাভ করেন।
জন্ম
তিনি ১৯৫৮ সালের ১ জানুয়ারি মুন্সিগঞ্জের লৌহজং উপজেলার সাতঘরিয়া গ্রামে জন্মগ্রহণ করেন। তার বাবা শেখ খোরশেদ আলম ও মা পিয়ারা বেগম।
শিক্ষাজীবন
আনোয়ার হোসেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রাণরসায়ন ও অনুপ্রাণবিজ্ঞান বিভাগ থেকে ১৯৮১ সালে স্নাতক ও ১৯৮৩ সালে স্নাতকোত্তর ডিগ্রি লাভ করেন। তিনি জাপানের টোকিও বিশ্ববিদ্যালয় থেকে ১৯৯১ সালে পিএইচডি ডিগ্রি অর্জন করেন। তিনি জাপানের সানতোরি কর্পোরেশন এবং যুক্তরাষ্ট্রের রাটগার্স বিশ্ববিদ্যালয় থেকে পোস্ট ডক্টরাল গবেষণা সম্পন্ন করেন।
কর্মজীবন
আনোয়ার হোসেন ১৯৮৪ সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) প্রাণরসায়ন ও অনুপ্রাণবিজ্ঞান বিভাগে প্রভাষক হিসেবে শিক্ষকতা জীবন শুরু করেন। ১৯৯৭ সালে তিনি ঢাবির অণুজীববিজ্ঞান বিভাগে অধ্যাপক হিসেবে যোগদান করেন। তিনি একাধিক বিদেশী বিশ্ববিদ্যালয়ে অতিথি অধ্যাপক হিসেবেও অধ্যাপনা করেছেন।
অধ্যাপনার পাশাপাশি তিনি বাংলাদেশের সরকারি ও বেসরকারি বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের সিনেট, সিন্ডিকেট, রিজেন্ট বোর্ড, উচ্চতর গবেষণা বোর্ড ও অ্যাকাডেমিক কাউন্সিলের সদস্য, ইউজিসির সদস্য, বাংলাদেশ বিজ্ঞান ও শিল্প গবেষণা পরিষদ (বিসিএসআইআর)-এর পরিচালনা পরিষদের সদস্যসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেন।
আনোয়ার হোসেন ২০১৭ সালের ২০ মে থেকে ২০২১ সালের ১৯ মে পর্যন্ত প্রথম মেয়াদে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হিসেবে দায়িত্ব পালন করেন। ২০২১ সালের ৩ জুন তিনি দ্বিতীয় মেয়াদে একই বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের দায়িত্বভার গ্রহণ করেন।
প্রকাশনা
দেশীয় ও আন্তর্জাতিক জার্নালে তার উল্লেখযোগ্য সংখ্যক গবেষণাপত্র প্রকাশিত হয়েছে।
পুরস্কার ও সম্মাননা
গবেষণাকর্মের স্বীকৃতিস্বরূপ আনোয়ার হোসেন বহু বৃত্তি, পুরস্কার ও সম্মাননা লাভ করেছেন। তার প্রাপ্ত উল্লেখযোগ্য পুরস্কারের মধ্যে রয়েছে,
- ইউজিসি কর্তৃক শ্রেষ্ঠ গবেষকের পুরস্কার-২০১১
- ইউজিসি কর্তৃক শ্রেষ্ঠ গবেষক হিসেবে স্বর্ণপদক-২০১৮
- বাংলাদেশ বিজ্ঞান একাডেমি কর্তৃক স্বর্ণপদক-২০১৮
- একুশে পদক - ২০২২ (বিজ্ঞান ও প্রযুক্তি)